For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বনাম শুভেন্দুর লড়াইয়ের জন্য তৈরি 'পিচ', তৃণমূলকে টেক্কা দিতে নন্দীগ্রামে মোদী-শাহ?

Google Oneindia Bengali News

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনে মুখোমুখি লড়াইয়ে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী ৷ শনিবার সন্ধ্যায় বিজেপির তরফে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় শুভেন্দু অধিকারীর নাম৷ তার পরই এই লড়াই নিশ্চিত হয়ে গেল৷ এই আবহে নন্দীগ্রামে এবার একাধিক হেলিপ্যাড তৈরি করা হচ্ছে।

হেলিপ্যাড তৈরি বিজেপি-তৃণমূলের

হেলিপ্যাড তৈরি বিজেপি-তৃণমূলের

তৃনমূলের পক্ষ থেকে ইতিমধ্যে বটতলা, রেয়াপাড়া, জানকীনাথের মন্দিরের পাশে ও জহুরির মোড়ে চারটি কার্যালয় তৈরি করা হচ্ছে। বটতলায় তৈরি করা হচ্ছে হেলিপ্যাড। তেখালিতে ইতিমধ্যেই একটি হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। সেটি ব্যবহার করা হবে বলে খবর। হেলিপ্যাড তৈরি করেছে বিজেপিও। হরিপুরের কাছে তৈরি হয়েছে বিজেপির হেলিপ্যাড।

নন্দীগ্রামে মোদী-শাহ?

নন্দীগ্রামে মোদী-শাহ?

এদিকে সূত্রের খবর, অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী নন্দীগ্রামে প্রচারে আসতে পারেন। ইতিমধ্যেই জানা গিয়েছে ২০ মার্চ প্রধানমন্ত্রী কাঁথিতে আসতে চলেছেন। তবে নন্দীগ্রামে মোদী স্বয়ং যাবেন কি না, তা নিয়ে কোনও খবর নেই। এই পরিস্থিতিতে সময় বাঁচিয়ে প্রচারের ঝড় তুলতে তৈরি হচ্ছে দুই দলই।

২০১৬ সালে নন্দীগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছিলেন শুভেন্দু

২০১৬ সালে নন্দীগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছিলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী ২০১৬ সালে নন্দীগ্রাম থেকে জিতে বিধায়ক হয়েছিলেন৷ গত ডিসেম্বরে তিনি তৃণমূল ছাড়ার আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন৷ তার পর বিজেপিতে যোগদান করেন৷ এর পরই নন্দীগ্রামে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও বিজেপির কে প্রার্থী হবেন, সেই প্রশ্নের উত্তর অধরা ছিল৷

মমতাকে নন্দীগ্রামে 'হাফ লাখ' ভোটে হারাবেন, দাবি শুভেন্দু

মমতাকে নন্দীগ্রামে 'হাফ লাখ' ভোটে হারাবেন, দাবি শুভেন্দু

তবে শুভেন্দু অধিকারী বারবার বিভিন্ন জনসভায় ঘোষণা করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে 'হাফ লাখ' ভোটে হারাবেন৷ দল চাইলে তিনিও প্রার্থী হতে রাজি বলে জানিয়েছিলেন৷ তাছাড়া মমতাকেও শুধু নন্দীগ্রামে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন তিনি৷

শুধু নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মমতা

শুধু নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মমতা

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লিতে পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম দুই দফার প্রার্থীপদ নিয়ে আলোচনা করে বিজেপি৷ সেখানেই শুভেন্দু নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন৷ তাঁর সেই ইচ্ছাতেই শনিবার সিলমোহর দিল বিজেপির নির্বাচনী কমিটি৷ অন্যদিকে শুক্রবার প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা৷ শুধু নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মমতা৷ ফলে এবার সম্মুখ-সমরে মমতা ও শুভেন্দু৷

এই আসনের ভোটের দিকে নজর থাকবে গোটা রাজ্যের

এই আসনের ভোটের দিকে নজর থাকবে গোটা রাজ্যের

তাই এই আসনের ভোটের দিকে নজর থাকবে গোটা রাজ্যের৷ কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দুই বারের মুখ্যমন্ত্রী, তেমনই তিনি তৃণমূলের প্রধান মুখ৷ অন্যদিকে শুভেন্দু মমতার বিরুদ্ধে বিদ্রোহ করে দল ছেড়েছেন৷ এই ভোটে মমতাকে হারানোর পণ করেছেন শুভেন্দু৷ সেটা কি তিনি পারবেন, এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন৷

English summary
West Bengal Election 2021: Suvendu Adhikari Vs Mamata Banerjee, Helipads in Nandigram by BJP, TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X