For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ টাকায় ডিম-ভাত প্রকল্পকে কটাক্ষ, কর্মসংস্থান ইস্যুতে যুব সমাজের মন পাওয়ার চেষ্টা শুভেন্দুর

Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'মা' কর্মসূচির অন্তর্গত ৫ টাকায় ডিম-ভাত প্রকল্পকে কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ সোমবার সন্ধ্যায় তিনি হাজির হয়েছিলেন হুগলির শ্রীরামপুরে৷ সেখানে একটি সরস্বতী পুজোর উদ্বোধনের মঞ্চ থেকে তিনি তাঁর প্রাক্তন দলনেত্রীর উদ্দেশ্যে এই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন৷

'৫ টাকা দামের ডিম-ভাত খাওয়ার জন্য শিক্ষা গ্রহণ করি না'

'৫ টাকা দামের ডিম-ভাত খাওয়ার জন্য শিক্ষা গ্রহণ করি না'

এদিন শুভেন্দু অধিকারী বলেন, '৫ টাকা দামের ডিম-ভাত খাওয়ার জন্য শিক্ষা গ্রহণ করি না৷ শিক্ষা গ্রহণ করি উপযুক্ত কর্মসংস্থান নিয়ে মাথা উঁচু করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য৷' সরস্বতী পুজোয় মায়ের কাছে পড়ুয়ারা কি চাইবে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই তিনি এদিন এই মন্তব্য করেন৷

 নরেন্দ্র মোদী ভারতকে 'আত্মনির্ভর' করতে চান

নরেন্দ্র মোদী ভারতকে 'আত্মনির্ভর' করতে চান

অন্যদিকে তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে 'আত্মনির্ভর' করতে চান, আর এখানে রাজ্য সরকার 'নির্ভরশীল' করতে চায়৷ একই সঙ্গে তিনি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে পুজো করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন৷ শুভেন্দু অধিকারীর অভিযোগ, 'উলুবেড়িয়ায় স্কুলে সরস্বতী পুজো করতে ছাত্রদের রাস্তা অবরোধ করতে হয়। মুর্শিদাবাদে এমন ৫০টা স্কুল আছে যেখানে মাননীয়ার আমলে সরস্বতী পুজো হয় না।'

সোমবার থেকে রাজ্যে চালু হল মা প্রকল্প

সোমবার থেকে রাজ্যে চালু হল মা প্রকল্প

উল্লেখ্য, সোমবার থেকে রাজ্যে চালু হল মা প্রকল্প। এবার থেকে মাত্র পাঁচ টাকাতেই মিলবে ভরপেট খাবার। মিলবে ভাত, ডাল, সবজি। আর সঙ্গে ডিমের ঝোল। নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি আনুষ্ঠানিকভাবে মা প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করা হচ্ছে কলকাতা ও শহরতলিসহ অন্যান্য জেলাগুলিতে। পরে রাজ্যের সমস্ত বড় শহরগুলিতে এই প্রকল্প চালু করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

ইভিএমে ঘাসফুলের ভোট ভরাতে পারবেন মমতা?

ইভিএমে ঘাসফুলের ভোট ভরাতে পারবেন মমতা?

তৃণমূল কংগ্রেসের কট্টর বিরোধী বিজেপি অবশ্য এই প্রকল্পকে নির্বাচনের হাতিয়ার হিসেবেই দেখছে৷ কিন্তু প্রশ্ন উঠছে যে এই প্রকল্প কি সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্বাচনে বৈতরণী পার করার অন্যতম সাঁকো হয়ে উঠতে পারবে? গরিব জনতার পেট ভরিয়ে কি ইভিএমে ঘাসফুলের ভোট ভরাতে পারবেন মমতা?

<strong>বামের থেকে বামপন্থী মমতা? বিজেপির 'লাল ভোট' ছিনিয়ে নিতে ছক তৃণমূল কংগ্রেসের</strong>বামের থেকে বামপন্থী মমতা? বিজেপির 'লাল ভোট' ছিনিয়ে নিতে ছক তৃণমূল কংগ্রেসের

English summary
West Bengal Election 2021: Suvendu Adhikari snubbed Mamata Banerjee for Rs 5 Maa's Kitchen project
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X