For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'একজন ফুলকো লুচি আছে জানেন', শোভন -বৈশাখীকে ঘিরে বিতর্কিত মন্তব্য তৃণমূলের সুজাতার

'একজন ফুলকো লুচি আছে জানেন', শোভন -বৈশাখীকে ঘিরে বিতর্কিত মন্তব্য তৃণমূলের সুজাতার

  • |
Google Oneindia Bengali News

বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে ফের একবার বেলাগাম মন্তব্য সুজাতার। নাম না করে তিনি বৃহস্পতিবার হুগলির গুড়াপে এক সভা থেকে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন। একনজরে দেখা যাক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী তযথা তৃণমূলের নেত্রী সুজাতা কী বলেছেন।

প্রসঙ্গ 'ফুলকো লুচি'

প্রসঙ্গ 'ফুলকো লুচি'

'একজন ফুলকো লুচি আছে জানেন, কলকাতার প্রাক্তন মেয়র মিস্টার চট্টোপাধ্যায়। গালগুলো ফুলকো লুচির মতো। আর তাঁর ৬০ বছর বয়সে ভীমরতি হয়েছে বউ বাচ্চা, সংসার মন্ত্রিত্ব সব ফেলে অন্যের বউ হরপ করে আনল। ' এমনই মন্তব্য সুজাতা করেছেন গুড়াপে।

বৈশাখীকেও টার্গেট !

বৈশাখীকেও টার্গেট !

নাম না করে এদিন বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও টার্গেট করেন সুজাতা। সুজাতা বলেন, ' মিসেস ব্যানার্জি নারদা ঘুষের টাকায় কেনা ভরি ভরি গয়না, দামি দামি শাড়ি পরে নির্লজ্জের মতো ঘুরে বেড়ান। ' এরপরই সুজাতা দর্শকদের উদ্দেশে বলেন, 'যদি নিজের সংসার বাঁচাতে চান, তাহলে ঘর ভাঙানি, জারি পার্টিকে ভোট দেবেন না।'

 সুজাতার টার্গেট শুভেন্দুকে

সুজাতার টার্গেট শুভেন্দুকে

প্রসঙ্গত, সুজাতা এদিন টার্গেট করেন শুভেন্দু অধিকারীকে,' কাঁথির একটা গদ্দার, বেইমান আছে। ' সুজাতা বলেন, মুর্শিদাবাদে মীরজাফরের সমাধিতে মানুষ যা করেন 'সেইরকমই চার মাস পরে কাঁথির গদ্দারটার সঙ্গে তাই না হয় ।'

 রাজীব-বৈশালীও টার্গেটে

রাজীব-বৈশালীও টার্গেটে

এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে বৈশালী ডালমিয়া প্রসঙ্গেও বক্তব্য রাখেন সুজাতা। 'আসলে বুঝে গিয়েছে আর জিততে পারবেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় চোরদের টিকিট দিতেন না, তাই তাঁরা বিজেপি ছেড়ে গিয়েছে।' সুজাতার দাবি , চারমাস পরে তৃণমূল ত্যাগীদের আর খুঁজে পাওয়া যাবে না।

১০ দফায় ভোট চান দিলীপরা, কেন্দ্রীয় বাহিনী থেকে অফিসার বদলি একাধিক দাবি নিয়ে কমিশনে বিজেপি১০ দফায় ভোট চান দিলীপরা, কেন্দ্রীয় বাহিনী থেকে অফিসার বদলি একাধিক দাবি নিয়ে কমিশনে বিজেপি

English summary
West Bengal Election 2021, Sujata targets Sovon and Baisakhi with controversial comment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X