trinamool congress bjp mukul roy suvendu adhikari candidate west bengal west bengal assembly election 2021 তৃণমূল কংগ্রেস বিজেপি প্রার্থী পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ মুকুল রায় শুভেন্দু অধিকারী politics
'বহিরাগত' ধাক্কায় জেরবার তৃণমূল, বিদায়ী বিধায়কের 'মত বদলে' মুকুলের হাত থাকা নিয়ে জল্পনা
রাজ্যে প্রচারে আসা বাইরের রাজ্যের বিজেপি (bjp) নেতাদের বহিরাগত বলে তোপ দেগেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এখনও তোপ দেগেই চলেছেন তিনি। যদিও তৃণমূলের (trinamool congress) অন্দরমহলে প্রার্থী তালিকায় বহিরাগতদের স্থান দেওয়া নিয়ে এবার ক্ষোভ ছড়িয়েছে হুগলির বলাগড়ে (balagarh)। মুকুল রায় এর পিছনে আছেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
তালিকা নিয়ে ক্ষোভ গেরুয়া শিবিরেও, 'সমন্বয় মঞ্চ' তৈরি করে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা একের পর এক আসনে

বহিরাগত ক্ষোভ বলাগড়ে
তৃণমূলের অন্দরে বহিরগত ক্ষোভ ছড়িয়েছে হুগলির বলাগড়ে। এবার সেখানে প্রার্থী করা হয়েছে দলিত সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীকে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় মনোরঞ্জন ব্যাপারী মাটির মানুষ। একদিকে যেমন তিনি রিকশা টানেন, রান্না করেন, তেমনন সাহিত্য চর্চাও করেন। তিনি দলিতে সাহিত্য একাডেমির সভাপতিও বটে। যদিও এই ব্যক্তিকে এলাকায় বহিরাগত বলে অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের একটা অংশ।

বর্তমান বিধায়ককেই ফের প্রার্থী করার দাবি
সূত্রের খবর অনুযায়ী শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণার পরে বিদায়ী বিধায়ক অসীম মাঝিকে ফোন করে তৃণমূল সুপ্রিমো মনোরঞ্জন ব্যাপারীকে সাহায্য করতে বলেছিলেন। সেদিন প্রার্থীর সমর্থনে পথে নামলেও, দলের কর্মী-সমর্থকদের একটা অংশ যখন প্রার্থীর বিরোধিতা করতে শুরু করেন, তখন তিনি পরোক্ষে তাঁদের সমর্থনও করেন বলেই অভিযোগ। ইতিমধ্যেই এলাকার তৃণমূল কর্মীদের একটা বড় অংশ অসীম মাঝিকে প্রার্থী করার দাবি তুলেছে। না বলে ভোটের মুখে বসে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তাঁরা।

মুকুল রায়ের সক্রিয়তা নিয়েও জল্পনা
এরই মধ্যে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় হুগলি জেলাপরিষদের সহ-সভাপতি সুমনা সরকারের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছেন। কেননা প্রার্থী হওয়ার দৌড়ে সুমনা সরকার থাকলেও প্রার্থী তালিকায় তাঁর জায়গা হয়নি। মুকুল রায় কি অসীম মাঝির সঙ্গেও যোগাযোগ করেছেন, তা নিয়ে জল্পনা চরমে। যদি অসীম মাঝি বলেছেন, তাঁকে এলাকার মানুষ ডাকলেই পান। তাই নতুন প্রার্থীকে নিয়ে ক্ষোভ থাকা স্বাভাবিক। তবে নতু প্রার্থী যদি যোগ্য সম্মান দেন, তাহলে ভোটের কাজ করা নিয়ে চিন্তা-ভাবনা করবেন বলে জানিয়েছেন তিনি।

নন্দীগ্রামে মমতাকে বহিরাগত তোপ শুভেন্দুর
নন্দীগ্রাম এখন রাজ্য রাজনীতির কেন্দ্র বিন্দু। মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্রের ভোটার হলেও দাঁড়িয়েছেন নন্দীগ্রামে। অন্যদিকে শুভেন্দু অধিকারী এবার ভোট দেবেন নন্দীগ্রামে। সেক্ষেত্রে তিনি সেখানকার ভূমিপুত্র। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে বহিরাগত বলেই আক্রমণ করেছেন।