For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলবদলের জল্পনায় অবস্থান স্পষ্ট করলেন সোমেন পুত্র রোহন, অধীরকে দিলেন বার্তা

দলবদলের জল্পনায় অবস্থান স্পষ্ট করলেন সোমেন পুত্র রোহন, অধীরকে দিলেন বার্তা

  • |
Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী (suvendu adhikari) গত সপ্তাহে চৌরঙ্গী আসনে বিজেপির (bjp) টিকিটে লড়াইয়ের অনুরোধ নিয়ে দেখা করার সময়ই সময় চেয়ে নিয়েছিলেন শিখা মিত্র (sikha mitra)। এদিন অবস্থান স্পষ্ট করল মিত্র পরিবার। সংবাদ মাধ্যমকে প্রয়াত সোমেন মিত্রের (somen mitra) পুত্র রোহন মিত্র (rohan mitra) জানিয়েছেন, তারা কংগ্রেস (congress) ছাড়ছেন না। আমন্ত্রণ পেলে কংগ্রেসের পাশাপাশি বামেদের হয়েও তাঁরা প্রচারে নামবেন বলে জানিয়েছেন তিনি।

শুভেন্দু অধিকারী গিয়েছিলেন শিখা মিত্রের সঙ্গে দেখা করতে

শুভেন্দু অধিকারী গিয়েছিলেন শিখা মিত্রের সঙ্গে দেখা করতে

আলাপ পরিচয় দীর্ঘদিনের। রাজনীতির জগতের মানুষজনের মধ্যে সেটাই স্বাভাবিক। কিন্তু নির্বাচনের মুখে গত রবিবার সন্ধেয় শুভেন্দু অধিকারী শিখা মিত্রের সঙ্গে দেখা করতে যাওয়ার পরেই জল্পনা চরমে ওঠে, তাহলে কি এবার দলবদল করতে চলেছেন শিখা মিত্র এবং পুত্র রোহন মিত্রও। কেননা সূত্রের খবর অনুযায়ী শুভেন্দু অধিকারী শিখা মিত্রকে বিজেপির তরফে চৌরঙ্গী আসনে লড়াইয়ের অনুরোধ জানিয়েছিলেন। অন্যদিকে শিখা মিত্র তাঁর কাছ থেকে কিছু সময় চেয়ে নিয়েছিলেন।

কংগ্রেসের প্রতি তোপ দেগেছিলেন শিখা-রোহন

কংগ্রেসের প্রতি তোপ দেগেছিলেন শিখা-রোহন

সেই সময় কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছিলেন শিখা মিত্র। অভিযোগ করেছিলেন, কংগ্রেসে তাঁদের কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তার মধ্যে থেকেই তাঁকে এবং তাঁর ছেলেকে বাঁচতে হবে। তিনি অনুযোগ করে বলেছিলেন, যাঁদেরকে একটা সময় সোমেন মিত্র লালন-পালন করেছিলেন, তাঁরাই পদ পেয়ে এখন খারাপ ব্যবহার করছেন। নির্দিষ্ট করে কারও নাম না বলেও, অধীর চৌধুরীর প্রতিই এই নিশানা ছিল বলেই মত রাজনৈতিক মহলের। তিনি বলেছিলেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। সেই সময় রোহন মিত্রও দলবদলের সম্ভাবনা খারিজ করে দেননি।

অবস্থান স্পষ্ট করলেন রোহন

অবস্থান স্পষ্ট করলেন রোহন

যদিও একসপ্তাহের মধ্যেই অবস্থান স্পষ্ট করলেন প্রদেশ কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রোহন মিত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, তাঁদের দলবদল নিয়ে যে জল্পনা চলছে, তা ঠিক নয়। কংগ্রেসেই আছেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেছেন, কংগ্রেস কর্মীদের মধ্যে তাঁদের দল ছাড়ার কথায় বিভ্রান্তি তৈরি করা হয়েছে। তিনি বলেছেনয়, কেউ এসে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ করতেই পারে। তিনিও সুযোগ পেলে, তাঁদেরকে কংগ্রেসে আসতে বলবেন। সঙ্গে তিনি বলেন, বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে লড়াইটা কংগ্রেসে থেকেই করবেন।

অধীর চৌধুরীকে বার্তা

অধীর চৌধুরীকে বার্তা

পাশাপাশি রোহন মিত্র সংযুক্ত মোর্চার প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, কংগ্রেসই হোক কিংবা বাম, মোর্চার প্রার্থীদের প্রচারে যেতে তাঁর আপত্তি নেই।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ৬৩ জন প্রার্থী তালিকা: রাজীব, রবীন্দ্রনাথদের কেন্দ্র ঘোষিতপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ৬৩ জন প্রার্থী তালিকা: রাজীব, রবীন্দ্রনাথদের কেন্দ্র ঘোষিত

English summary
West bengal election 2021: Somen Mitra's son Rohan Mitra says he and his mother will not leave Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X