trinamool congress mamata banerjee candidate west bengal west bengal assembly election 2021 তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ politics
তৃণমূলের তালিকা থেকে সম্ভাব্য বাদ একাধিক 'বড়' নাম, প্রাক্তন সিপিএম সাংসদ-সহ কারাই বা হতে চলেছেন নতুন মুখ
২৪ ঘন্টার মধ্যেই প্রকাশিত হতে পারে তৃণমূলের (trinamool congress) প্রার্থী তালিকা। সেই তালিকা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। সূত্রের খব অনুযায়ী এবার তৃণমূলের তালিকা থেকে অনেক হেভিওয়েট বাদ পড়তে চলেছেন। অন্যদিকে অনেক নতুন নামও ঢুকতে চলেছে সেই তালিকায়।
বাংলায় বিজেপির প্রচারে ১০৯ জন সাংসদ, নেতৃত্বে মোদী-শাহ-নাড্ডা

দুই মন্ত্রীর নাম নিয়ে জল্পনা
সূত্রের খবর অনুযায়ী, দুইমন্ত্রীর নাম নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। একজন হলেন খড়দহ থেকে নির্বাচিত অর্থমন্ত্রী অমিত মিত্র। এবার প্রার্থী তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হতে পারে। এছাড়াও শারীরিক কারণে রাসবিহারী কেন্দ্র থেকে নির্বাচিত বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে অব্যাহতি দেওয়া হতে পারে। অন্য একটি সূত্রের খবর শোভনদেব চট্টোপাধ্যায়ের কেন্দ্র বদল করা হতে পারে।

যেসব বিধায়ক বাদ পড়তে পারেন
তৃণমূলের নির্বাচনী কমিটির তরফে সুব্রত মুখোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, দলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৮০ বছরের বেশি বয়সের কাউকে এবার টিকিট দেওয়া হবে না। সেই তালিকায়
রয়েছেন ব্রজ মজুমদার, শিবপুরের জটু লাহিড়ী, বর্ধমান উত্তরের রবিরঞ্জন চট্টোপাধ্যায়, সিঙ্গুরের রবীন্দ্রনাথ ভট্টাচার্য। এঁদের মধ্যে রবিরঞ্জন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আগেই চিঠি লিখে না দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করেছিলেন। এছাড়াও সোনালী গুহ, মালা সাহা, শঙ্কর সিং, পরেশ দত্ত, গৌরীশঙ্কর দত্তকে টিকিট নাও দেওয়া হতে পারে।

তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন হতে পারেন যাঁরা
তৃণমূলের প্রার্থী তালিকায় থাকবে চমক, এমনটাই খবর ঘাসফুল শিবির সূত্রে। সেই তালিকায় এবার দেখা যেতে পারে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোরাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তালিকায় নতুনদের মধ্যে নাম থাকতে পারে জয়া দত্ত, তৃণাঙ্কুর ভট্টাচার্য, দেবাংশু ভট্টাচার্য, মনোজ তিওয়ারি, বীরবাহা হাঁসদা, হুমায়ুন কবীর। এছাড়াও যাঁদের নাম থাকতে পারে তাঁরা হলেন, জীবন সাহা, অতীন ঘোষ, মানিক ভট্টাচার্য, অশোক রুদ্র, তাপস মণ্ডল।

তৃণমূলের ইস্তেহার প্রকাশ ৯ মার্চ
৫ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় দলেোর প্রার্থী তালিকা প্রকাশ করবেন, এমনটাই কথা রয়েছে। এরপর ৯ মার্চ তিনি এবারের নির্বাচনে দলের ইস্তেহার প্রকাশ করবেন বলে জানা গিয়েছে।