For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুথে বুথে ঘুরে সারা বাংলায় পদ্ম ফোটাবেন! প্রথম দিনেই চ্যালেঞ্জ নিয়ে শুরু রাজীবের

বুথে বুথে ঘুরে সারা বাংলায় পদ্ম ফোটাবেন! প্রথম দিনেই চ্যালেঞ্জ নিয়ে শুরু রাজীবের

  • |
Google Oneindia Bengali News

জীবনের প্রথমবার নিজের পুরনো দলের বিরুদ্ধে ভাষণ। আর তাতেই আগুন ঝড়ালেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (rajib banerjee) । এদিন তিনি হাওড়ার ডুমুরজলার সভা থেকে বলেন, এদিন তিনি যে উন্মাদনা বিজেপি (bjp) কর্মীদের মধ্যে দেখেছেন, তাতে হলফ করে বলতে পারেন বাংলায় এবার পদ্ম ফুটবেই।

বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা

বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা

বিজেপির ঘোষণা মতো এদিন হাওড়ার ডুমুরজলার সভায় প্রধান বক্তা ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেইমতো তিনি ভাষণে আগুন ঝড়ালেন তিনি। রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এদিন সভায় আসার পথে তিনি বিজেপি কর্মীদের মধ্যে প্রবল উন্মাদনা লক্ষ্য করেছেন। তিনি একইসঙ্গে বলেন, এই পরিস্থিতি বজায় থাকলে তিনি নিশ্চি, বাংলায় পদ্মফুট ফুটবেই।

দলের কর্মীকাই সম্পদ

দলের কর্মীকাই সম্পদ

তৃণমূল থাকতে তিনি দলের কর্মীদের অপমান করার অভিযোগ তুলেছিলেন একাধিক নেতার বিরুদ্ধে নেতারা কর্মীদের বাড়িতে চাকরের কাজ করান বলেও অভিযোগ করেছিলেন তিনি। এদিন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, দলের কর্মীরাই সম্পদ। এব্যাপারে নিজের পুরনো দলের কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁরা কাজ করেছিলেন বলেই, আজ তিনি (রাজীব) এই জায়গায় পৌঁছেছেন। দলের কর্মীদের তিনি সেলাম করেন বলেও জানান।

উন্নয়নের স্বার্থ আর গদ্দার

উন্নয়নের স্বার্থ আর গদ্দার

তৃণমূল রাজ্যে ক্ষমতায় এসেছে ২০১১ সালে। তারপর থেকে কংগ্রেস ও বামদল ভাঙিয়েছে তৃণমূল কংগ্রেস। একাধিক জনপ্রতিনিধি তৃণমূলে যোগ দিয়েছেন, সেই সময় থেকে আজ পর্যন্ত। সবাই তৃণমূলে যোগ দিয়ে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হতেই তৃণমূলে লযোগ দিচ্ছেন। আর যাঁরা তৃণমূল থেকে বেরিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি তৃণমূলের তরফ থেকে বেইমান, গদ্দার বিশেষণ প্রয়োগ করা হয়েছে। এবিষয়টি নিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বের প্রতি প্রশ্ন ছুঁড়ে দেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি বলেন, যত গালাগালি তত জেদ, বাড়বে, ততই সাহস বাড়বে।

 বুথে বুথে প্রচার

বুথে বুথে প্রচার

শনিবার দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার সরকারিভাবে ঘোষণার আগে বৈঠক করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলার জন্য স্পেশাল প্যাকেজের পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়টিও অমিত শাহের সামনে তুলে ধরেছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী। অমিত শাহের কথায় তিনি সন্তুষ্ট বলে এদিনের সভায় জানিয়েছেন তিনি। সঙ্গে তিনি বলেছেন, শুধু ২৯৪ টি বিধানসভা আসনে গিয়টে প্রচার নয়, বিজেপি অনুমতি দিলে পাড়ায়, পুাড়ায়, গ্রামে গ্রামে, বুথে বুথে গিয়ে প্রচার করবেন তিনি। তৃণমূল সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক পরিকাঠামো ধ্বংসের অভিযোগ করতে গিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, এখানে মিছিল মিটিং-এর অনুমতি দেওয়া হয় না। এটাই তৃণমূলের শেষের শুরু বলে কটাক্ষ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

নির্বাচনের আগে তৃণমূল 'বিদায়' কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে! ডুমুরজলায় সময় ঘোষণা করলেন শুভেন্দু নির্বাচনের আগে তৃণমূল 'বিদায়' কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে! ডুমুরজলায় সময় ঘোষণা করলেন শুভেন্দু

English summary
West bengal election 2021: Rajib Banerjee claims Lotus will bloom in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X