For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে উন্নয়ন হবে, পুরুলিয়া থেকে রাম-সীতার শরণে মোদী

তোষণের রাজনীতির কারণেই রাম নামে বিরক্তি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। এদিন পুরুলিয়ার (purulia) সভা থেকে রাম-সীতাকে শরণ করে এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi। তিনি বলেন, দিদি বল

  • |
Google Oneindia Bengali News

তোষণের রাজনীতির কারণেই রাম নামে বিরক্তি দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee)। এদিন পুরুলিয়ার (purulia) সভা থেকে রাম-সীতাকে শরণ করে এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi। তিনি বলেন, দিদি বলছেন খেলা হবে, আর বিজেপি বলে বিকাশ হবে।

রাম-সীতার শরণে মোদী

রাম-সীতার শরণে মোদী

এদিন পুরুলিয়ায় ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী মোদীর কথায় চলে আসে রামায়নের কথা। রাম-সীতার কথা। তিনি বলেন, রাম-সীতার বনবাসের সাক্ষী এই মাটি। এখানে অযোধ্যার নামে পাহাড় আছে। আছে সীতকুণ্ডও। তিনি আরও বলেন, সীতা তৃষ্ণার্ত হলে ভগবান রাম তীরের আঘাতে মাটি থেকে জল তুলে এনেছিলেন। এদিন তিনি ভাষণের শুরুতেই শহিদ পরিবারদের প্রতি শ্রদ্ধা জানান।

জল সংকট এখনও বড় সমস্যা

জল সংকট এখনও বড় সমস্যা

মোদী বলেন, এটাই দুর্ভাগ্য যে পুরুলিয়ায় এখনও জলসংকট বড় সমস্যা। বাড়ির মা-বোনেদের অনেক দূতে যেতে হয় জল আনতে। এখানে চাষ-আবাদ ভাল ভাবে হয় না। এমন কী পশুপালনও ভাল ভাবে করতে পারেন না তাঁরা। আগে বামেরা ৩৪ বছর আর তৃণমূল ১০ বছর রাজত্ব করেছে। কিন্তু সমস্যা দূর করতে পারেনি তাঁরা। প্রধানমন্ত্রী বলেন, ডাবল ইঞ্জিন সরকার এলে রাজ্যে উন্নয়ন হবে। পুরুলিয়ায় কেন জল প্রকল্প হয়নি সেই প্রশ্ন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, যেখানে যেখানে বিজেপি'র সরকার গড়ে উঠেছে, সেখানে জল সংকট আগের তুলনায় অনেকাংশে কমে এসেছে। কিন্তু পুরুলিয়ায় জল সংকট থেকেই গিয়েছে।

 উন্নয়নের ডাক মোদীর

উন্নয়নের ডাক মোদীর

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, পুরুলিয়ার পর্যটনের উন্নতিতে কোনও কাজ হয়নি। প্রত্যেক এলাকায় রেলের সঙ্গে যুক্ত করা বিজেপি সরকারে প্রথম পদক্ষেপ। এতবছর একটাও সেতু তৈরি হয়নি। ক্ষমতায় এলে পর্যটন শিল্পের বিকাশ হবে। আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ২ মে'র পরে এখানে যখন বিজেপি সরকার তৈরি হবে, তখন পশ্চিমবাংলায় ডানকুনি বিভাগের কাজও শুরু হবে। প্রধানমন্ত্রী বলেছেন, পুরুলিয়া সহ জঙ্গলমহলে উন্নয়নের সুযোগ রয়েছে। পরিকাঠামো উন্নয়ন জোর দেওয়া হয়েছে। রেল যোগাযোগ বাড়ানো হবে। ফ্রেইট করিডোরের সম্মতি দেওয়া হয়েছে। ফ্রেইট করিডোর হলে কর্মসংস্থান হবে। পুরুলিয়ার মানুষকে বাইরে যেতে হবে না।

 তুষ্টিকরণের অভিযোগ

তুষ্টিকরণের অভিযোগ

প্রধানমন্ত্রী বলেছেন, তিনি জানেন এখানকার যুবকদের প্রাপ্য কীভাবে তুষ্টিকরণের নামে কেড়ে নেওয়া হয়েছে এবং অন্যকে দিয়ে দেওয়া হয়েছে। তিনি দিল্লিতে থেকেও এইসব মানুষদের দুঃখ কষ্ট অনুভব করতে পারেন। তাই তিনি ভরসা দিচ্ছেন এই কষ্ট লাঘব করবেন তিনি। মোদীর অভিযোগ, ওবিসি সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। মা-মাটি-মানুষের কথা বলা দিদি দলিত, পিছিয়ে পড়া শ্রেণী, আদিবাসীদের প্রতি যদি মমতা থাকত, তাহলে এটা করতে পারতেন না।

দিদি বলেন খেলা, হবে বিজেপি বলে উন্নয়ন হবে

দিদি বলেন খেলা, হবে বিজেপি বলে উন্নয়ন হবে

এরপর তিনি বাংলায় বলেন, দিদি বলেন খেলা হবে বিজেপি বলে চাকরি হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে বিকাশ হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে সবার পাকা বাড়ি হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে প্রত্যেক ঘরে পরিষ্কার জল হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে গ্রামে গ্রামে সুবিধা হবে। দিদি বলেন খেলা হবে, বিজেপি বলে হাসপাতাল হবে।

প্রার্থী তালিকা নিয়ে বিক্ষুব্ধদের বার্তা, নিজের প্রার্থী হওয়া নিয়ে অবস্থান জানালেন দিলীপপ্রার্থী তালিকা নিয়ে বিক্ষুব্ধদের বার্তা, নিজের প্রার্থী হওয়া নিয়ে অবস্থান জানালেন দিলীপ

English summary
PM Modi says BJP depends on development but Mamata Banerjee on playing
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X