For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল ত্যাগী প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে কি ক্ষোভ তুঙ্গে, বিস্ফোরক অভিযোগের পোস্টার ঘিরে জল্পনা চড়ছে

তৃণমূল ত্যাগী প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে কি ক্ষোভ তুঙ্গে, বিস্ফোরক অভিযোগের পোস্টার ঘিরে জল্পনা চড়ছে

  • |
Google Oneindia Bengali News

রবিবার ঘোষণা হয়েছে বিজেপির দুটি দফার কয়েকজন প্রার্থীর তালিকা। তাতে স্টার চমক হিসাবে বাবুল সুপ্রিয় থেকে যশ দাশগুপ্তদের নাম দেখা যায়। এদিকে, বিজেপির এই তালিকা প্রকাশের পরই দল থেকে ইস্তফা দেন দলের কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়। ইস্তফা আসে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের তরফেও। এরপর এদিন হুগলির উত্তরপাড়ায় কী ঘটল দেখা যাক।

 বিস্ফোরক পোস্টার উত্তর পাড়ায়

বিস্ফোরক পোস্টার উত্তর পাড়ায়

প্রবীর ঘোষালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। কোন্নগরে ফেরিঘাটে দুর্নীতি থেকে মধুচক্র ঘিরে একাধিক অভিযোগ রয়েছে বিজেপির উত্তরপাড়ার প্রার্থী প্রবীর ঘোষালের বিরুদ্ধে। আর সেই জায়গা থেকেই এদিন তাঁর নামে এই সমস্ত অভিযোগ ঘিরে পর পর বিস্ফোরক পোস্টার পড়তে থাকে।

বিজেপির তরফেই কি পোস্টার?

বিজেপির তরফেই কি পোস্টার?

এদিন উত্তরপাড়া জুড়ে সকালে যে পোস্টারগুলি পড়তে থাকে, তাতে 'প্রবীর হটাও , বিজেপি বাঁচাও' লেখা থাকে। এই পোস্টারগুলির এমন অভিযোগ সামনে আসতেই তা নিয়ে শুরু হয়েছে চর্চা। প্রবল জল্পনা তৈরি হয়েছে বিজেপির অন্দরের কোন্দল নিয়ে।

আদি বনাম নব্য কোন্দল?

আদি বনাম নব্য কোন্দল?

এদিকে হুগলিতে বিজেপির পুরনো নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যকে প্রার্থীপদ দেওয়ার জন্য প্রবলভাবে সরব হয়েছেন একাধিক বিজেপি নেতা। এই কৃষ্ণা ভট্টাচার্য পন্থীদের দাবি, এতদিন বিজেপিতে যাঁরা রয়েছেন, তাঁদের ছেড়ে হঠাৎ করে তৃণমূল থেকে আসা একজনকে প্রার্থী করাটা অনুপযুক্ত হয়েছে।

নির্দলের সম্ভাবনা কতটা?

নির্দলের সম্ভাবনা কতটা?

এদিকে, শোনা যাচ্ছে যদি উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী বদল না হয়, তাহলে সম্ভবত বিজেপির 'আদি' অংশের অন্যতম নাম নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য ভোটে দাঁড়াতে পারেন নির্দল হয়ে। এদিকে , বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল জোরকদমে প্রচার শুরু করে দিয়েছেন নিজের। তবে প্রবীরবাবুর দাবি যাঁরা পোস্টার লাগিয়েছে তাঁরা বিজেরপির কেউ নয়। এমনই দাবি এক টিভি চ্যানেলের।

বামেদের সঙ্গে জোটকে 'অসম্মান', প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রভাবশালী কংগ্রেস নেতা বামেদের সঙ্গে জোটকে 'অসম্মান', প্রকাশ্যে ক্ষমা চাইলেন প্রভাবশালী কংগ্রেস নেতা

English summary
West Bengal Assembly election 2021, part of BJP protests against party's uttarpara candidate Prabir Ghoshal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X