For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নন্দীগ্রামে অটোমোবাইল কম্পানির উদ্যোগ ভেস্তে যাওয়া নিয়ে মমতাকে বিঁধলেন মোদী মন্ত্রিসভার হেভিওয়েট

  • |
Google Oneindia Bengali News

কুড়ি দিনেরও কম সময় হাতে রয়েছে বাংলার প্রথম ভোট পর্বের শুরুর আগে। এদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পারদ চড়ছে একের পর এক নেতার বক্তব্য পাল্টা বক্তব্যে। এদিন এগরার এক সভায় যোগ দেন মোদী সরকারের পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। সেখান থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পারদ চড়িয়েছেন।

নন্দীগ্রাম ও শিল্প

নন্দীগ্রাম ও শিল্প

' পরিবহন মন্ত্রী হিসাবে, আমি উদ্যোগ নিয়েছিলাম নন্দীগ্রামে একটি অটোমোবাইল ফার্মের জন্য। তবে তৃণমূলের সরকার সেই কম্পানিকে আসতে দেয়নি।' এদিন এগরার সভা থেকে এমনই বক্তব্য রাখেন নীতিন গড়করি। আর এই বক্তব্যেই তিনি ফের একবার বাংলার শিল্প নিয়ে মমতাকে খোঁচা দিতে ছাড়েননি।

তাজপুর বন্দর নিয়ে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

তাজপুর বন্দর নিয়ে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর

নীতিন গড়করি বলেন, কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী হিসাবে তিনি তাজপুরে বন্দরের জন্যও বহু উদ্যোগ নিয়েছিলেন। গড়করির অভিযোগ তা সত্ত্বেও মমতা সরকারের অসহযোগিতার জন্য তা হতে পারেনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন,' আজ সেই বন্দর হলে, বহু মানুষের কর্মসংস্থান হত ।'

 তিন পার্টিকে তির!

তিন পার্টিকে তির!

প্রসঙ্গত, গড়করি এদিন বলেন, পশ্চিমবঙ্গ তিনটি পার্টিকে এত বছর ধরে সুযোগ দিয়েছে। তাঁর অভিযোগ, কংগ্রেস, বাম ও তৃণমূলের মতো দল এসে সেভাবে কোনও উন্নতি করতে পারেনি রাজ্যের। শুঘু তাই নয়, গড়করির অভিযোগ, এই দলগুলি রাজ্যকে পিছিয়ে দিয়েছে।

 কেন্দ্র-রাজ্য মিলে উন্নয়নের বার্তা

কেন্দ্র-রাজ্য মিলে উন্নয়নের বার্তা

কেন্দ্র-রাজ্য সহযোগিতার হাত ধরে এবার পশ্চিমবঙ্গের উন্নয়নের বার্তা দিলেন নীতিন গড়করি। তিনি বলেন, একমাত্র এই ফর্মুলাতেই বাংলা এগিয়ে যেতে পারবে। আর তার জন্য কেন্দ্রে মোদী সরকার যেমন আছে, তেমনই বাংলাতেও মোদীর নেতৃত্বে সরকার গঠন করার ডাক দেন নীতিন গড়করি।

English summary
West Bengal Election 2021, Nitin Gadkari says Mamata govt drove away automobile company from Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X