For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তারাপীঠে ভরল না মাঠ, ঝাড়গ্রামে ফাঁকা থাকল চেয়ার! নাড্ডার বঙ্গ সফর নিয়ে চিন্তায় রাজ্য বিজেপি

Google Oneindia Bengali News

তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর গড়ে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সভায় জনজোয়ার দেখাতে পারল না রাজ্য বিজেপি। নাড্ডার সভার পর থেকেই জেলা তৃণমূলের গলায় কটাক্ষের সুর৷ মঙ্গলবার তারাপীঠের চিলের ব্রিজ মাঠে সভা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

প্রায় ফাঁকা মাঠেই বক্তৃতা দিলেন নাড্ডা

প্রায় ফাঁকা মাঠেই বক্তৃতা দিলেন নাড্ডা

মঙ্গলবার বেলা ২টো ২০ মিনিট নাগাদ মঞ্চে বক্তব্য দিতে ওঠেন জে পি নাড্ডা৷ তবে প্রায় ফাঁকা মাঠেই বক্তৃতা দিলেন নাড্ডা৷ এবিষয়ে রাজ্য বিজেপিকে কটাক্ষের সুরে জেলা তৃণমূলের এক নেতৃত্ব বলেন, 'জেলার বাইরে থেকে এমনকি ঝাড়খণ্ড থেকে মানুষ এনেও এই ছোট মাঠ ভড়াতে পারেনি বিজেপি।' যদিও বিজেপির দাবি আশানুরূপ সফল হয়েছে আজকের জনসভা।

চেয়ার ফাঁকা, ফিরলেন নাড্ডা

চেয়ার ফাঁকা, ফিরলেন নাড্ডা

এদিকে মঙ্গলবার ঝাড়গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল জেপি নাড্ডারও। চবে সেই সভায় চেয়ার ফাঁকা। তাই অনুষ্ঠান যোগ না দিয়েই ফিরে যান নাড্ডা। আধ ঘণ্টা অপেক্ষার পর ফিরে গিয়েছিলেন জে পি নাড্ডা। 'যানজটে শিল্পীরা আসতে পারেনি, তাই ফিরেছেন নাড্ডা।' নাড্ডার মঞ্চে না ওঠা নিয়ে দাবি বিজেপি নেতৃত্বের।

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ

মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ

এদিকে এদিন ঝাড়গ্রামের লালগড়ে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় প্রকল্পের ইস্যুতে ফের একবার আক্রমণ করলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাঁর অভিযোগ, কেন্দ্রের সমস্ত প্রকল্পের কাজ তিনি আটকে রেখেছেন। কিষাণ সম্মান নিধি প্রকল্প থেকে বঞ্চিত হয়েছে বাংলার কৃষকরা। বেশিরভাগ প্রকল্প তিনি করতে দেননি।

বিজেপি ক্ষমতায় এলে কিষাণ নিধি প্রকল্পের সুবিধা দেবে কৃষকদের

বিজেপি ক্ষমতায় এলে কিষাণ নিধি প্রকল্পের সুবিধা দেবে কৃষকদের

এদিন জেপি নাড্ডা দাবি করেন, 'বিজেপি ক্ষমতায় এলে কিষাণ নিধি প্রকল্পের সুবিধা দেবে চাষিদের। কাটমানি প্রসঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে ছাড়েননি তিনি। মমতা তুষ্টিকরণের রাজনীতি করছেন, সংস্কৃতির অপমান করেছেন। তৃণমূল ভ্রষ্টাচারের জায়গা। আর তার নেত্রী হলেন মমতা নিজেই।

<strong>লাদাখ ইস্যুতে 'বন্ধুর' পাশেই আছি, চিনের বিরুদ্ধে ভারতের পাশেই আছে বাইডেন প্রশাসন</strong>লাদাখ ইস্যুতে 'বন্ধুর' পাশেই আছি, চিনের বিরুদ্ধে ভারতের পাশেই আছে বাইডেন প্রশাসন

English summary
West Bengal Election 2021: Nadda's Bengal trip under scanner as chairs remained empty in Jhargram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X