For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বঙ্গ জয়ে নতুন 'অঙ্ক' মুকুলের! দিল্লি যাত্রার আগে নয়া জল্পনা

বিজেপির বঙ্গ জয়ে নতুন 'অঙ্ক' মুকুলের! দিল্লি যাত্রার আগে নয়া জল্পনা

  • |
Google Oneindia Bengali News

বঙ্গ জয়ে নতুন অঙ্ক। সোমবার কালনার সভায় এই অঙ্কই তুলে ধরেছেন বিজেপির (bjp) সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (mukul roy)। সঙ্গে নিজের জায়গা ছাড়ার কথাও বলেছেন। মঙ্গলবার বারুইপুরের সভার পরেই শুভেন্দু অধিকারী (suvendu adhikari) ও তিনি যাচ্ছেন দিল্লিতে। তার আগে মুকুল রায়ের মন্তব্য নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

জায়গা ছাড়ার পালা শুরু

জায়গা ছাড়ার পালা শুরু

সোমবার কালনায় সভা করেন শুভেন্দু অধিকারী। সেই সভায় উপস্থিতি ছিলেন মুকুল রায়ও। তিনি বলেন, এখন জায়গা ছেড়ে দেওয়ার পালা শুরু হয়েছে। তিনিও জায়গা ছেড়ে দিচ্ছেন। জায়গা ছাড়াটাকে একটা আর্ট মন্তব্য করেছিলেন তিনি। মুকুল রায় বলেন, এটাও শিখতে হয়। কখন ছাড়তে হবে, তা শিখতে হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এব্যাপারে মুকুল রায় নিজের ছেলে শুভ্রাংশু রায়ের কথাও বলেছেন। তিনি বলেছেন, পুত্র দুবাবের বিধায়ক। এখন যদি তিনি (মুকুল) বলেন, রাজনীতি করবেন, তাহলে ওদের কী হবে?

বঙ্গ জয়ে নতুন অঙ্ক মুকুল রায়ের

বঙ্গ জয়ে নতুন অঙ্ক মুকুল রায়ের

এইসভায় মুকুল রায় আরও বলেন, পরীক্ষাটা দেবেন একশোয়। যদি সেখান থেকে তিরিশ বাদও দেওয়া হয়, তাহলেও সত্তরে একান্ন পেতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিরিশ শতাংশ বলতে মুকুল রায় সংখ্যালঘু ভোটের কথা বলতে চেয়েছেন। সেই ভোটের যে বড় অংশ তৃণমূল পাবে তা ধরে নিয়েই এগোচ্ছে বিজেপি। তাই মুকুল রায়কে মন্তব্য করতে শোনা গিয়েছে তিনি কট্টর হিন্দু হলেও, সবাইকে সম্মান করেন।

নতুনদের বেশি সুযোগ

নতুনদের বেশি সুযোগ

মুকুল রায় বিজেপিতে যোগ দিয়েছিলেন ২০১৭-র শেষের দিকে। তারপর থেকে নিজেকে বারবার প্রমাণ করেছেন মুকুল রায়। ২০১৯-এর আগে তৃণমূলে বড় ভাঙন ধরিয়েছেন। নিজের ক্যারিস্মায় একাধিক প্রার্থীকে জিতিয়ে এনেছেন। তারপরে গতবছরের মাঝামাঝি সময়ে সর্বভারতীয় সব সভাপতির পদ দেওয়া হয়েছে মুকুল রায়কে। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়া দিন দশেকের মধ্যেই তাঁকে জুট কর্পোরেশনের চেয়ারম্যানের পদে বসানো হয়েছে। অন্যদিকে শনিবার রাজীব বন্দ্যোপাধ্যায়দের দিল্লি নিয়ে যেতে বিশেষ বিমান পাঠিয়েছিলেন অমিত শাহ। শুভেন্দু অধিকারী এবং রাজীব বন্দ্যোপাধ্যায়, দুজনকেই জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়। এই মুহুর্তে নতুনরাই সুযোগ পাচ্ছেন বিজেপিতে। ফলে বিজেপির দুর্দিনে মুকুল রায়ের মতো যাঁরা এসেছিলেন, তাঁরা কি আড়ালে চলে যাচ্ছেন, এনিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরমহলে।

কৈলাসের মন্তব্যেও জল্পনা

কৈলাসের মন্তব্যেও জল্পনা

শুরু থেকেই মুকুল রায় কৈলাশ বিজয়বর্গীয়ের ঘনিষ্ঠ। সেই কৈলাশ বিজয়বর্গীও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এবার বিজেপিতে যোগদানে রাশ টানা হবে। প্রশ্ন উঠছে, তাহলে কি মূলত তৃণমূল থেকে আসা নেতাদের নিয়ে দলের অভ্যন্তরেই ক্ষোভ তৈরি হচ্ছে, যার জেরেই ওই মন্তব্য মুকুল ঘনিষ্ঠ কৈলাশের।

শুধু দীপক হালদারই নন, বারুইপুরে শুভেন্দু-মুকুলের সভায় দলবদলে থাকছে আরও চমকশুধু দীপক হালদারই নন, বারুইপুরে শুভেন্দু-মুকুলের সভায় দলবদলে থাকছে আরও চমক

English summary
West bengal election 2021: Mukul Roy gives simple mathematics to BJP to win over TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X