For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অষ্টমদফায় বেশি সংখ্যায় ভোট দিন, বাংলার উন্নয়ন সুনিশ্চিত করতে আহ্বান মোদী-শাহ-নাড্ডার

রাজ্যে অষ্টম তথা শেষ দফার নির্বাচন (election)। এদিন ভোট শুরু হওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(jp nadda)

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে অষ্টম তথা শেষ দফার নির্বাচন (election)। এদিন ভোট শুরু হওয়ার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(jp nadda) ভোটদাতাদের কাছে বেশি সংখ্যায় ভোট দিতে আহ্বান জানালেন। এদিনের অমিত শাহ এবং জেপি নাড্ডার আবেদন করেন বাংলায়।

প্রধানমন্ত্রীর আবেদন

প্রধানমন্ত্রীর আবেদন

এদিন ভোট শুরুর পরে করা টুইটে প্রধানমন্ত্রী বলেছেন, ২০২১ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনের শেষ পর্বটি আজ অনুষ্ঠিত হচ্ছে। COVID-19 প্রোটোকলের সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি সাধারণ মানুষকে তাদের ভোট দেওয়ার এবং গণতন্ত্রের উৎসবকে সমৃদ্ধ করার আহ্বান জানাচ্ছেন।

অমিত শাহের আবেদেন

অমিত শাহের আবেদেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর আবেদনে বলেছেন, আজ বাংলায় অষ্টম দফার অর্থাৎ অন্তিম পর্বের নির্বাচন। তিনি এই পর্বের সকল ভোটারদের কাছে আবেদন জানাচ্ছেন, পূর্বের সাত দফা নির্বাচনের মতোই এবারও বাংলায় উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে উৎসাহের সঙ্গে অধিক সংখ্যায় ভোট দান করুন।

জেপি নাড্ডার আবেদন

জেপি নাড্ডার আবেদন

টুইটারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, আজ পশ্চিমবঙ্গে শেষ দফার অর্থাৎ অষ্টম দফার নির্বাচন চলছে। তিনি সকল ভোটারদের কাছে আবেদন করছেন কোভিড সাবধানতা অবলম্বন করে 'সোনার বাংলা' নির্মাণের জন্য অধিক থেকে অধিকতর সংখ্যায় ভোট দিন।

দোসরা মে ভোটগণনা

দোসরা মে ভোটগণনা

এদিনের ভোট গ্রহণ হয়ে যাওয়ার পরে ২ মে-র জন্য ভোট গণনার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আদালতের তরফ থেকে ইতিমধ্যেই কোভিড বিধি মেনে গণনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে গণনার দিনের জন্য কী ব্যবস্থা নেওয়া হয় এখন সেটাই দেখার।

কাটমানির তির এবার মোদী সরকারের দিকে, ভ্যাকসিনের দাম নিয়ে নিশানা অভিষেকেরকাটমানির তির এবার মোদী সরকারের দিকে, ভ্যাকসিনের দাম নিয়ে নিশানা অভিষেকের

English summary
Modi Amit Shah Jp Nadda appeals to cast vote in more numbers in 8th Phase
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X