For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাঠি নেড়েছেন জ্যোতিপ্রিয়! প্রার্থী না হতে পেরে ক্ষোভ উগরে দিলেন দুই বারের বিধায়ক

Google Oneindia Bengali News

এদিকে প্রার্থী বদলের দাবি জানিয়ে উত্তর ২৪ পরগনার আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ তৃণমূল নেতা রফিকার রহমানের অনুগামীদের। ঘণ্টা খানেকের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল৷ পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ ২০১১ ও ২০১৬ সালে উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে বিধায়ক নির্বাচিত হন রফিকার রহমান৷

স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে রফিকুরের

স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে রফিকুরের

অনুগামীদের দাবি, 'স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে রফিকুরের৷' এবারে রফিকারের বদলে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মোস্তাক মোর্তাজাকে৷ আর তাতেই ক্ষুব্ধ অনুগামীরা৷ তাদের অভিযোগ, 'জ্যোতিপ্রিয় মল্লিকের কলকাঠির জন্যই টিকিট পাননি রফিকার৷' যদিও এবিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷

কী বলছেন জ্যোতিপ্রিয়?

কী বলছেন জ্যোতিপ্রিয়?

শুক্রবার দুপুরে তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়। হাবরা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার হাবড়া থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, জেলায় বিজেপির লাফালাফিতে চিন্তিত ছিলাম।

উত্তর ২৪ পরগনাতে '৩৩-০' হবে

উত্তর ২৪ পরগনাতে '৩৩-০' হবে

দলনেত্রী যা প্রার্থী নির্বাচন করেছেন তাতে ৩৩-০ না হয়ে যায়।' তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন মুখ নিয়ে তিনি বলেন, 'নতুন-পুরানো নিয়েই আমাদের সামঞ্জস্য হবে। নতুনদের সুযোগ দিতে হবে। যা টিম হয়েছে তাতে সুন্দর খেলা হবে। খুব ভাল খেলে বিজেপিকে ২২১টা গোলে হারাব।'

আমডাঙায় তৃণমূল প্রার্থীর নাম নিয়ে বিভ্রাট

আমডাঙায় তৃণমূল প্রার্থীর নাম নিয়ে বিভ্রাট

এদিকে আমডাঙায় তৃণমূল প্রার্থী কে, তাই নিয়ে চরম বিভ্রান্তি স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে। দলের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে নাম রয়েছে 'মুস্তাক মুর্তাজা'র। আমডাঙার তৃণমূল কর্মী তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষের নাম আবার মুস্তাক আহমেদ। এদিকে প্রার্থিতালিকা ঘোষণার সময় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সেই মোর্তাজা হোসেনের কথাই বলেছিলেন। এই মোর্তাজা অবশ্য বাম জমানার মন্ত্রী।

English summary
West Bengal Election 2021: MLA Rafiqur Islam slams Jyotipriya Mallick after not getting ticket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X