For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক মাস ভোট বাক্স পাহারা দিন, কোন আশঙ্কায় এগরা থেকে ভোটারদের সকতর্ক করে বার্তা দিলেন মমতা

এক মাস ভোট বাক্স পাহারা দিন, কোন আশঙ্কায় এগরা থেকে ভোটারদের সকতর্ক করে বার্তা দিলেন মমতা

Google Oneindia Bengali News

প্রথম দফার ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ। শেষ হতে হতে প্রায় ১ মাস সময় পেরিয়ে যাবে। সেই ২ মে ভোটের ফল প্রকাশ। এই এক মাস ভোট বাক্স পাহারা দিতে হবে। এগরার সভা থেকে ভোটারদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যতই কেন্দ্রীয় বাহিনী বলুক ভোট বাক্স পাহারা দেওয়া এবং রক্ষা করা সকলের দায়িত্ব তাই তাঁদের কথা না শুনে ভোট বাক্স পাহারা দিন বার্তা দিয়েছেন মমতা।

ভোট বাক্স পাহারা দিন

ভোট বাক্স পাহারা দিন

এগরার সভা থেকে ভোট বাক্স লুঠের আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি ভোট বাক্স রক্ষার জন্য ভোটারদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন। তিনি বলেছেন এক মাস ভোট বাক্স পাহারা দিতে হবে। সকতর্কথাকতে হবে। ভোট বাক্স পাহারা দেওয়া আপনার দায়িত্বের মধ্যে পড়ে।কাজেই যতই কেন্দ্রীয় বাহিনী বলুক আমরা দেখে নেব। কিন্তু ভোট বাক্স পাহারা দেওয়া আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে।

শুভেন্দুকে নিশানা মমতার

শুভেন্দুকে নিশানা মমতার

এগরার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন তিনি। তিনি অভিযোগ করেছিলেন আগে পূর্ব মেদিনীপুরে আসতে হলে অনুমতি নিয়ে আসতে হত। গদ্দাররা সব বেইমানি করেছে। আজ বিজেপির প্রার্থী হয়েছে তারা। প্রসঙ্গত উল্লেখ্য গতকাল বিজেিপ প্রার্থী হয়েছেন মুকুল রায়। মুকুল রায়ও শুভেন্দু অধিকারীকে নিশানা করেই মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছেন বলে মনেকরছে রাজনৈিতক মহল।

বিজেপিকে নিশানা মমতার

বিজেপিকে নিশানা মমতার

বিজেপিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন বাইরে থেকে লোক এনে বুথ দখল করার চক্রান্ত করছে বিজেপি। বিজেপির সেই চক্রান্ত যাতে সফল না হয় তার জন্য বাংলার মহিলাদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। বিজেপিকে গোল দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিতে বলেছেন মমতা। বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মেয়েদের নিরাপত্তা থাকবে না দাবি করেছেন মমতা।

সিপিএম-কংগ্রেসকে ভোট না দেওয়ার বার্তা

সিপিএম-কংগ্রেসকে ভোট না দেওয়ার বার্তা

সিপিএমের হার্মাদরাই বিজেপিতে গিয়েছে। তাঁরা বিজেপিতে গিয়ে ছরি ঘোরাচ্ছে। তাই সিপিএম-কংগ্রেস বিজেপির বড় বন্ধু বলে আক্রমণ শানিয়েছেন মমতা। সিপিএম কংগ্রেসকে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মমতা। গতকাল জঙ্গলমহলের সভা থেকে মাওবাদীদেরও সিপিএমকে ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন িতনি।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

গদ্দাররা এবার সব বিজেপি প্রার্থী, এক ইঞ্চি জমি ছাড়ব না, এগরার সভা থেকে শুভেন্দু, মুকুলকে চ্যালেঞ্জ মমতারগদ্দাররা এবার সব বিজেপি প্রার্থী, এক ইঞ্চি জমি ছাড়ব না, এগরার সভা থেকে শুভেন্দু, মুকুলকে চ্যালেঞ্জ মমতার

English summary
West Bengal Assembly Election 2021: Mamata Banrjee messege to voters to protect EVMs for one month after election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X