For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে ঠেকাতে মমতার অলআউট আক্রমণ, প্রত্যেক নেতা-মন্ত্রীর জন্যে নির্দিষ্ট 'গেমপ্ল্যান'

Google Oneindia Bengali News

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের রণকৌশল ঠিক করতে শুক্রবার কালীঘাটে বৈঠকে বসে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এদিনের বৈঠকে কী রণকৌশল নেওয়া হল সে প্রসঙ্গে সৌগত জানান, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের সব নেতাকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় মানুষের কাছে পৌঁছনোর নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বৈঠকে আগামী ১ ফেব্রুয়ারি, সোমবার থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দলের প্রচারের পরিকল্পনা করে দিয়েছেন মমতা।

রাজ্যের বাজেট অধিবেশনে থাকতে হবে সব বিধায়ককে

রাজ্যের বাজেট অধিবেশনে থাকতে হবে সব বিধায়ককে

এদিকে এদিন সৌগত রায় আরও জানান, আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশ এবং ৮ তারিখ বাজেট পাশ হবে। এই দুই দিন বিধানসভায় সব বিধায়ককে থাকতে হবে। অধিবেশনে উপস্থিত থাকা ছাড়াও মিছিল করা, জনসভা করার উপরই নেত্রী জোর দিতে নির্দেশ দিয়েছেন বলে জানান সৌগত রায়। সৌগত জানান, প্রচারে সকলকেই সময় দিতে হবে। সেই ক্ষেত্রে সংসদে গুটিকয়েক তৃণমূল সদস্য থাকবেন।

কোর কমিটির সদস্য সহ ২৯ জন উপস্থিত ছিলেন বৈঠকে

কোর কমিটির সদস্য সহ ২৯ জন উপস্থিত ছিলেন বৈঠকে

জানা যায়, কোর কমিটির সদস্য এবং সাংসদ মিলিয়ে মোট ২৯ জনকে ওই বৈঠকে ডাকা হয়েছিল গতকালকের বৈঠকে। জানা গিয়েছে, ভোটের আগে প্রতিটি কেন্দ্র ধরে ধরে প্রচারের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ময়দানে মমতা নিজেই নেমে পড়েছেন। সেই মতোই দলের হেভিওয়েট নেতাদের ভোটের কাজ এবং পরিকল্পনা শুরু করে দিতে বললেন মমতা।

মমতা 'টাইমটেবিল' বানিয়ে দিয়েছেন দলের নেতা-মন্ত্রীদের

মমতা 'টাইমটেবিল' বানিয়ে দিয়েছেন দলের নেতা-মন্ত্রীদের

এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় 'টাইমটেবিল' বানিয়ে দিয়েছেন দলের নেতা-মন্ত্রীদের। তৃণমূল সুপ্রিমোর কথায়, ১ ফেব্রুয়ারি, সোমবার থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত দলের প্রচারের পরিকল্পনা করে দিয়েছেন মমতা। রচারে সকলকেই সময় দিতে হবে। দলের প্রত্যেক শীর্ষনেতাকে কমপক্ষে প্রতি মাসে দলের জন্য ১০ দিন করে সময় দিতেই হবে।

উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে বিজেপির কাছে পিছিয়ে তৃণমূল

উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে বিজেপির কাছে পিছিয়ে তৃণমূল

এদিকে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে বিজেপির কাছে অনেকটাই পিছিয়ে রয়েছে তৃণমূল। সেই ক্ষেত্রে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে বেশি জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। উত্তরবঙ্গে নেত্রী নিজেই ফের যাবেন বলে ঘোষণা করেছিলেন দুই দিন আগেই। এদিন বৈঠকে উত্তরবঙ্গের দুই নেতাকেও গোলমাল মিটিয়ে দলকে জেতানোর দিকে নজর দিতে বলেন মমতা। ১ ফেব্রুয়ারি তাঁর এই সফর শুরু হচ্ছে। ফেরার কথা ৪ ফেব্রুয়ারি। সেখানে প্রশাসনিক বৈঠক ছাড়াও একাধিক দলীয় সভাতেও অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে আর বেশি দেরি নেই

বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে আর বেশি দেরি নেই

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের ঘোষণা হতে আর বেশি দেরি নেই৷ তাই তার আগে একটুও সময় নষ্ট করতে চান না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দলের বৈঠকে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়তে নির্দেশ দিয়েছেন৷ গতকালকের বৈঠকে দলের সমস্ত সাংসদ ও বিধায়কদের উপস্থিত থাকতে বলা হয়েছিল৷ সেই বৈঠকেই তৃণমূল নেত্রী এই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে৷ যদিও এই বৈঠক নিয়ে গত কয়েকদিন ধরেই কটাক্ষ করছিল বিরোধীরা৷ দলের ভাঙন ঠেকাতে তৃণমূল নেত্রী 'রোল কলে' বসেছেন বলেও অনেকে শ্লেষাত্মক মন্তব্য করছিলেন৷

নেতাদের মাথা ঘামাতে নিষেধ করেছেন মমতা

নেতাদের মাথা ঘামাতে নিষেধ করেছেন মমতা

যদিও এই সব নিয়ে দলের নেতাদের মাথা ঘামাতে নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের একটি সূত্রের খবর, দলীয় নেতাদের তিনি পরামর্শ দিয়েছেন যে কারা দল ছাড়ছে তা নিয়ে ভাবতে হবে না। বরং এলাকায় বেশি করে সময় দেওয়ার কথা বলেছেন মমতা। সমাজের সর্বস্তরে সকলকে পৌঁছাতে হবে বলেও জানিয়ে দিয়েছেন দলের নেতাদের৷

English summary
West Bengal Election 2021 : Mamata Banerjee pans out plans for each MPs and Ministers for campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X