For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের পর কংগ্রেস কোন দিকে, ডালুবাবুর মন্তব্যে অবস্থান স্পষ্ট করলেন অধীর

ভোটের পর কংগ্রেস কোন দিকে, ডালুবাবুর মন্তব্যে অবস্থান স্পষ্ট করলেন অধীর

  • |
Google Oneindia Bengali News

মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর মন্তব্য ভোটের পর কংগ্রেস তৃণমূলকে(trinamool congress) সমর্থন করবে। যা নিয়ে তোলপাড় বাম-কংগ্রেসের শীর্ষ মহল। তবে এনিয়ে কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অধীর চৌধুরী (adhir chowdhury)। কটাক্ষ করে তিনি বলেছেন, ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) বিজেপিতে যোগ দিতে পারেন।

প্রয়োজনে তৃণমূলকে সমর্থন, বলেছেন ডালুবাবু

প্রয়োজনে তৃণমূলকে সমর্থন, বলেছেন ডালুবাবু

বিজেপিকে রুখতে ভোটের পরে প্রয়োজনে তৃণমূলকে সমর্থন। এদিন এমনটাই মন্তব্য করেছেন মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। যার পরেই কংগ্রেসের অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়। দক্ষিণ মালদহে সাংসদ বলেছেন, যেভাবে বিজেপি রাজনীতি করছে তাতে তাদেরকে আটকানোটা বিশেষ ভাবে জরুরি। ভোটের পরে যদি এমন পরিস্থিতি তৈরি হয়, যাতে তৃণমূল এবং বিজেপির মধ্যে কাউকে বেছে নিতে হলে তিনি তৃণমূলকেই সমর্থনের ইঙ্গিত করেছেন।

 সিপিএম-এর অবস্থান

সিপিএম-এর অবস্থান

মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর মন্তব্যের পরে বাম-কংগ্রেস জোটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করায় সিপিএম জেলা সম্পাদক জানিয়েছেন, দিল্লির সবুজ সংকেত নিয়েই কংগ্রেস জোটে সামিল হয়েছে। ডালুবাবুর মতো বর্ষীয়ান নেতা কেন এমন বলছেন, তা তিনিই বলতে পারবেন। নির্বাচনে বাম-কংগ্রেস-আইএসএফ যৌথভাবেই লড়াই করছে বলে জানিয়েছেন তিনি।

বিজেপির কটাক্ষ

বিজেপির কটাক্ষ

এদিকে বিজেপির তরফে মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর মন্তব্যকে কটাক্ষ করা হয়েছে। গেরুয়া শিবির বলেছে, অনেক আগে থেকেই বিজেপি বলে আসছে, বিজেপিকে রুখতে তৃণমূল-বাম-কংগ্রেস একজোট। আর তারা ভাল করেই জানেন, ভোটের ফল ত্রিশঙ্কু হলে ডালুবাবুর মতো অনেকেই তৃণমূলকে সমর্থন করবেন।

 অধীর চৌধুরীর প্রতিক্রিয়া

অধীর চৌধুরীর প্রতিক্রিয়া

এব্যাপারে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ধরনের কথা তিনি জানেন না। তিনি বলেছেন, কংগ্রেসের স্পষ্ট অবস্থান এখন নির্বাচন। ভবিষ্যতের প্রশ্নে তিনি বলেন, ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন। মমতার দলের বিধায়করা যেভাবে ভোটের আগে বিজেপিতে যাচ্ছে, ভোটের পরেও তারা বিজেপিতে যেতে পারে। তিনি বলেছেন, ডালুবাবু কোন প্রশ্নের উত্তরে কী বলেছেন, তা তিনি জানেন না। তিনি পাল্টা প্রশ্ন করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দিয়ে লাভ কী, কেননা বিধায়করা তো বিজেপির দিকে লাইন লাগিয়েই আছে। তিনি বলেছেন বাম-কংগ্রেসকে নিয়ে তৃতীয় শক্তি বাংলায় ক্ষমতা দখলের লক্ষে এগোচ্ছে, কাউকে মুখ্যমন্ত্রী করার জন্য নয়।

 প্রকাশ করা হোক এক্সরে রিপোর্ট, ধাপে ধাপে 'নাটক' মমতার, বিস্ফোরক অধীর প্রকাশ করা হোক এক্সরে রিপোর্ট, ধাপে ধাপে 'নাটক' মমতার, বিস্ফোরক অধীর

English summary
West bengal election 2021: Mamata Banerjee can join BJP after election says Adhir Chowdhury on Dalu babu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X