For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার উন্নয়ন, স্বপ্নে লাথি মারতে দেব না! বাঁকুড়ায় মমতার উদ্দেশে বিস্ফোরক মোদী

বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) নিয়ে বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তিনি বলেছেন দিদি আপনি যদি চান আপনি আমার মাথায় পা রাখতে পারেন। যদি আপনি চান তাহলে আমা

  • |
Google Oneindia Bengali News

বাঁকুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) নিয়ে বিস্ফোরক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। তিনি বলেছেন দিদি আপনি যদি চান আপনি আমার মাথায় পা রাখতে পারেন। যদি আপনি চান তাহলে আমায় লাথিও মারতে পারেন। কিন্তু বাংলার উন্নয়ন আর স্বপ্নে লাথি মারতে দেব না।

 ২ মে দিদি যাচ্ছেনই

২ মে দিদি যাচ্ছেনই

বাঁকুড়ার সভাতেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ শুরু করেন বাংলায়। বাঁকুড়ার মাটিকে প্রণাম জানিয়ে তিনি বলেন, লালমাটির জেলায় এসে তিনি আপ্লুত। তিনি দাবি করেন ২ মে দিদি যাচ্ছেনই। বাংলায় এবার আসল পরিবর্তন আসছেন। বাংলার তিন থেকে চারটি প্রজন্মকে নষ্ট করেছে, বাঁকুড়ার তিলাবেদিয়ার ময়দাবে কংগ্রেস-বাম-তৃণমূল অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

 মা বোনেদের কাছে আশীর্বাদ প্রার্থনা

মা বোনেদের কাছে আশীর্বাদ প্রার্থনা

এদিন হেলিকপ্টার থেকে নেমে সভা মঞ্চ পর্যন্ত গাড়িতে যান প্রধানমন্ত্রী। হাত নাড়তে নাড়তে যান তিনি। সেই কথাই মঞ্চে উল্লেখ করেন। মোদী বলেন, তিনি হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে গাড়িয়ে থাকতে থাকতে দেখেছেন বহু মানুষকে দাঁড়িয়ে থাকতে। যার মধ্যে বিশাল সংখ্যা মা-বোনেরা। তিনি মা-বোনেদের প্রণাম জানিয়ে বলেন, লোকসভার মতো এবারও তাঁকে (মোদী) যেন আশীর্বাদ করেন। তিনি বলেন, সভার ভিড় দেখে মনে হচ্ছে যেন ব্রিগেডের সঙ্গে প্রতিযোগিতা হচ্ছে।

 আগে সভা বানচালের চেষ্টা

আগে সভা বানচালের চেষ্টা

এদিন প্রধানমন্ত্রী বলেন, ভোটের আগে তিনি বাঁকুড়ায় এসেছিলেন। সেই সময় সভা বানচালের চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, সেইসময় রাস্তা বন্ধ করার চেষ্টা করেছিলেন দিদি। তারপরেও বিজেপিকে জিতিয়েছিলেন মানুষ।

মোদীর মাথায় দিদির পা

মোদীর মাথায় দিদির পা

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, দিদির লোকজন দেওয়ালে ছবি আঁকছেন, সেই ছবিতে দেখা যাচ্ছে দিদি তাঁর (মোদী) মাথায় পা রাখছেন। প্রধানমন্ত্রী প্রশ্ন কেন বাংলার সংস্কৃতি, ঐতিহ্যের অপমান করছেন দিদি। প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেছেন, দিদি আপনি যদি চান তাঁর মাথায় পা রাখতে পারেন। যদি তিনি চান তাহলে লাথিও মারতে পারেন। কিন্তু তিনি (মোদী) মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার উন্নয়নে পাথি মারতে দেবেন না। মানুষের অধিকারের নাথি মারতে দেবেন না। গরিব ভাইবোন-আদিবাসীদের স্বপ্নে লাথি মারতে দেবেন না।

 বাংলায় তোষণ আর ভোট ব্যাঙ্কের রাজনীতি

বাংলায় তোষণ আর ভোট ব্যাঙ্কের রাজনীতি

এদিন ফের একবার প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করেছেন। তিনি বলেছেন, বাংলায় তোষণ আর ভোট ব্যাঙ্কের রাতনীতি করছেন দিদি। তাঁকে (মমতা) প্রশ্ন করা যাবে না, এটাই ভেবেছিলেন। কিন্তু প্রশ্নের উত্তর না দিয়ে দিদি বলছেন খেলা হবে। কেন্দ্রের টাকায় তৃণমূল নেতাদের পকেট ভরানোর অভিযোগের পাশাপাশি তিনি কেন্দ্রীয় প্রকল্প থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করার অভিযোগও করেছেন। এব্যাপারে প্রধানমন্ত্রী বলেছেন, জলের সমস্যায় কষ্ট পাচ্ছেন বাঁকুড়ার মানুষ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ধরে শুধুই প্রতিশ্রুতি দিয়েছেন।

শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের মরশুম, বঙ্গোপসাগরে ধেয়ে আসছে পরবর্তী যে 'সাইক্লোন'শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের মরশুম, বঙ্গোপসাগরে ধেয়ে আসছে পরবর্তী যে 'সাইক্লোন'

English summary
Mamata Banerjee is criticised by PM Modi from Bankura on leg
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X