For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাড়িতে পৌঁছে যাবে রেশন, হবে হাজার হাজার চাকরি, ভোটের মুখে প্রতিশ্রুতির বন্যা মমতার

ভোটের মুখে প্রতিশ্রুতির বন্যা মমতার

  • |
Google Oneindia Bengali News

তাঁর কাজে দুঃখ পেলে ক্ষমা করে দেবেন। পুরুলিয়ার (purulia) বাঘমুণ্ডির সভা থেকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। পরে তিনি বলরামপুরেও সভা করেন। সরকারের উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরে প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিজেপিকেও (bjp)কড়া ভাষায় আক্রমণ করেন।

ভরসা হুইল চেয়ার

ভরসা হুইল চেয়ার

বুধবার নন্দীগ্রামে আঘাত পাওয়ার পরে সোজা এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর শুক্রবার সন্ধেয় সেখান থেকে ছাড়া পান তিনি। রবিবার হুইলচেয়ারে বসেই কলকাতায় কর্মসূচিতে অংশ নেন তিনি। আর সোমবার সেই হুইল চেয়ারেই হেলিকপ্টারে করে পুরুলিয়া। কেননা তৃণমূলের প্রচারের মুখ তিনিই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন তিনিই ২৯৪ টা কেন্দ্রের প্রার্থী।

রেশন নিয়ে প্রতিশ্রুতি

রেশন নিয়ে প্রতিশ্রুতি

বিনামূল্যের রেশন নিয়ে পুরুলিয়ার সভা থেকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য নির্বাচনের দিন ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। আর তৃণমূল ফের ক্ষমতায় আসলে সারাজীবনের জন্য বিনামূল্যে রেশন দেওয়া হবে। সাম্প্রতিক সময়ে তৃণমূলের তরপ থেকে বলা হয়েছে এবার তারা ক্ষমতায় আসলে রেশন পৌঁছে দেওয়া হবে বাড়িতে। রেশন তোলার জন্য কাউকে রেশন দোকানে যেতে হবে না।
প্রসঙ্গত উল্লেখ্য গতবছরে লকডাউন জারির পর থেকেই রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়ার কাজ শুরু করা হয়েছে। ধাপে ধাপে রেশন বিলির মেয়াদও বাড়ানো হয়েছে।

মানুষের পাশে থাকার বিবরণ

মানুষের পাশে থাকার বিবরণ

এদিন পুরুলিয়ার সভা থেকে মুখ্যমন্ত্রী তাঁর সরকার যে সাধারণ মানুষের পাশে থাকতে যেসব প্রকল্প হাতে নিয়েছে, তার উল্লেখ করেন। তিনি বলেন কৃষিজমির খাজনা মকুব করে দেওয়া হয়েছে। কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনার সময় কেন্দ্র সরকার সাহায়্য না করলেনও ৩০০ ট্রেন ভাড়া করে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে আনা হয়েছে। ৪ লক্ষ পরিযায়ী শ্রমিককে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তিনি বলেছেন, পুরুলিয়ার শুকনো মাটিতে চাষ করতে মাটির সৃষ্টি প্রোজেক্ট নেওয়া হয়েছে। একদিকে যেমন কুর্মি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, অন্যদিকে মানভূমি সংস্কৃতি অ্যাকাডেমিও তৈরি করা হয়েছে। রাজ্যে পুরোহিতদের ভাতা, আদিবাসীদের পেনশন, ১৮ বছরে বিধবা ভাতার কথাও তুলে ধরেন তিনি। পুরুলিয়ার রঘুনাথপুরে ৬৪ হাজার কোটি টাকার শিল্প তৈরি হচ্ছে। সেখানে হাজার হাজার ছেলেমেয়ের চাকরি হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

 বিজেপিকে আক্রমণ

বিজেপিকে আক্রমণ

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক ছন্দে বিজেপিকে আক্রমণ করেন। চ্যালেঞ্জ করে তিনি বলেছেন ভাঙা পায়েই খেলা হবে। তিনি বলেছেন, বিজেপি লোক দেখানো ধর্ম করে আর গুণ্ডামি, মস্তানি করে বেড়ায় তারা। বিজেপিকে সর্বঘটের কাঁঠালি কলা বলেও আক্রমণ করেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রেল, বিএসএনএল, এয়ার ইন্ডিয়াকে বিক্রি করে দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

 বঙ্গ বিজেপিতে জিতেন্দ্র থেকে যশ সহ ৭৯ নেতা সিআইএসএফ-এর হাইভোল্টেজ নিরাপত্তায়, একনজরে তালিকা বঙ্গ বিজেপিতে জিতেন্দ্র থেকে যশ সহ ৭৯ নেতা সিআইএসএফ-এর হাইভোল্টেজ নিরাপত্তায়, একনজরে তালিকা

English summary
West bengal election 2021: Mamata Banerjee has given promise from her purulia meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X