For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতেও লোক আছে তাঁর, গেরুয়া শিবিরের সম্ভাব্য আসন সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার

এবারের নির্বাচনে সরকার গড়তে তৃণমূলকে (trinamool congress) রোখার আর কোনও ক্ষমতাই নেই বিজেপির (bjp)। এদিন বোলপুরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। বিজেপিতেও

  • |
Google Oneindia Bengali News

এবারের নির্বাচনে সরকার গড়তে তৃণমূলকে (trinamool congress) রোখার আর কোনও ক্ষমতাই নেই বিজেপির (bjp)। এদিন বোলপুরে সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। বিজেপিতেও তাঁর লোক আছে বলেও এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলকে রোখার ক্ষমতা নেই বিজেপির

তৃণমূলকে রোখার ক্ষমতা নেই বিজেপির

এবারের নির্বাচন আটদফার। রাজ্যের ক্ষেত্রে সব থেকে বেশি। প্রথম থেকেই তৃণমূলের আপত্তি ছিল। যার ভোটের মাঝপথে এসে করোনা ছড়িয়ে পড়তেই তৃণমূলের তরফে ভোটের বাকি দফা একসঙ্গে করার দাবি করা হয়েছিল। যদিও কোনও কথাই শোনেনি কমিশন। তৃণমূলের তরফে কমিশনের বিরুদ্ধে বিজেপির কথায় চলবার অভিযোগ করা হয়েছিল। এবার শেষ দুদফার নির্বাচন প্রক্রিয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন তৃণমূলকে রোখার ক্ষমতা নেই বিজেপির।

বিজেপির ৭০-এর বেশি আসন পাবে না

বিজেপির ৭০-এর বেশি আসন পাবে না

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফের একবার বলেন, নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনী মিলিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে গিয়েছে। তবে সেই সুবিধা দিয়ে বিজেপি আট থেকে দশটা আসন বড় জোড় বেশি পেতে পারে। সব মিলেয়ে গেরুয়া শিবির ৭০টির বেশি আসন পাবে না বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে বাম ও কংগ্রেস ২৫ টির কম আসন পাবে বলেও এদিন দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিতে লোক আছে

বিজেপিতে লোক আছে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বোলপুরের সাংবাদিক সম্মেলন থেকে দাবি করেন, বিজেপিতেও তাঁর লোক আছে। তারাই তাঁকে বিজেপির অন্দরমহলের খবরের জোগান দেন। কোথায় কখন কোন চিঠি দেওয়া হয়, সেই খবরও তিনি পেয়ে যান বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ইভিএম-এ ভোট ভরে রাখবে অমিত শাহ

ইভিএম-এ ভোট ভরে রাখবে অমিত শাহ

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, শেষ দুদফায় মরিয়া হয়ে উঠবে বিজেপি। ফলে দলের কর্মীদের ইভিএম-এর দিকে বেশি করে নজর দিতে হবে। প্রথমে ইভিএম-এর পরীক্ষার সময় ৩০ টি ভোট দেওয়া হলেও, পরে অন্তত দুবার মেশিন অন অফ করে দেখে নেওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। তিনি বলেন, ভাল করে দেখে না নিলে ওরা ইচ্ছা করেই ইভিএম বন্ধ করে দেবে। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহের নাম করে বলেন, ইভিএম-এ ভোট ভরে রাখবে।

ভোটের পরে সুপ্রিম কোর্টে যাব, নির্বাচন কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়েরভোটের পরে সুপ্রিম কোর্টে যাব, নির্বাচন কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের

English summary
Mamata Banerjee claims BJP will get not more than 70 seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X