For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাকির হোসেনের উপর হামলার ঘটনায় রেলের ঘাড়ে দোষ চাপালেন মমতা, পাল্টা তোপ বিজেপির

জাকির হোসেনের উপর হামলার ঘটনায় রেলের ঘাড়ে দোষ চাপালেন মমতা, পাল্টা তোপ বিজেপির

Google Oneindia Bengali News

রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন এর উপর হামলার ঘটনার তদন্তভার গ্রহণ করল সিআইডি। তদন্তে নেমে তাঁদের অনুমান এটা পূর্ব পরিকল্পিত একটি হামলা। সিআইডি ছাড়াও এই ঘটনার তদন্ত করবে সিএসএফ ও এসটিএফ বলে আজ এসএসকেএমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভবানী ভবন সূত্রে খবর ইতিমধ্যেই ডিআইজি (সিআইডি) অজয় ঠাকুরের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।

রেলের দায়িত্ব

রেলের দায়িত্ব

এদিন মমতা অভিযোগ করেন, 'রেল স্টেশনে কিছু হলে তার পুরো দায়িত্ব কেন্দ্রীয় সরকাররে৷ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে৷' পাশাপাশি তাঁর অভিযোগ যেখান দিয়ে জাকির হোসেন যাচ্ছিলেন সেই স্থানটি অন্ধকার ছিল। এতেও রেলের উপর দোষ চাপান মমতা। এদিকে মমতার এই অভিযোগের পাল্টা দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। তথাগত রায় বলেন, 'রেল কেন্দ্রের দায়িত্বে থাকলেও আইনশৃঙ্খলা রাজ্যের অধীনে। সেই ক্ষেত্রে এখন দায়িত্ব পালন না করতে পেরে এভাবে দোষ চাপাতে চাইছে তৃণণূল কংগ্রেস।'

খোঁজ নিয়েছেন ভবানী ভবনের উচ্চপদস্থ আধিকারিকরা

খোঁজ নিয়েছেন ভবানী ভবনের উচ্চপদস্থ আধিকারিকরা

মুর্শিদাবাদের সিআইডি রেঞ্জের সঙ্গেও কথা বলেছেন ভবানী ভবনের উচ্চপদস্থ আধিকারিকরা। ইতিমধ্যেই ভবানী ভবন থেকে একটি বিশেষ দল ঘটনাস্থানের চলে গিয়ে তদন্ত করছে। হামলার পর বৃহস্পতিবার সকালেই মুর্শিদাবাদের নিমতিতা স্টেশন চত্বরে যায় সিআইডির একটি দল।

ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ

ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ

প্রাথমিকভাবে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে কিছু নমুনা সংগ্রহ করেছে বলে জানা গিয়েছে। দুই নম্বর প্ল্যাটফর্মের রেললাইনে নেমেও তল্লাশি চালায় তদন্তকারীরা। জাকির হোসেনের সঙ্গেই জখম হন জিহাদ হোসেন নামে আরও এক স্থানীয় বাসিন্দা৷ তিনি জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে বুধবার রাতেই কলকাতায় স্থানান্তরিত করা হয় মন্ত্রী জাকির হোসেনকে।

কী ঘটেছিল?

কী ঘটেছিল?

গতকাল রাতে স্টেশন সংলগ্ন এলাকায় শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনের উপর বোমাবাজির হামলার অভিযোগ ওঠে৷ তার জেরে গুরুতর আহত হন তিনি৷ কে বা কারা এই ঘটনার নেপথ্যে তা এখনও অস্পষ্ট৷ তারপর থেকেই পুলিশে পুলিশে ছয়লাপ স্টেশন এলাকা৷ আজ সকালেই নিমতিতা স্টেশনে পৌঁছান ফরেনসিক দল৷ গোটা স্টেশন চত্বর পরিদর্শন করেন তাঁরা৷ বিশেষ করে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম খতিয়ে দেখেন৷ যত্রতত্র এখনও ছড়িয়ে বিস্ফোরণের হাজারও চিহ্ন৷ এদিন ঘটনাস্থান থেকে বিস্ফোরণের নমুনাও সংগ্রহ করে ফরেনসিক দল৷

মাঝ পথেই রোড শো ছেড়ে গাড়িতে উঠলেন অমিত শাহ! হইহই কর্মীদের মধ্যে

English summary
West Bengal Election 2021: Mamata Banerjee Accused Rail In Zakir Hussain case, BJP snaps back
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X