For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি-টোয়েন্টি নয়, ৫ ওভারেই খেলা শেষ করবে তৃণমূল, মদনের মন্তব্যে জল্পনা

মালাইকারী দিয়ে খেলা হবে না। আটদফায় খেলার জন্য যা যা লাগবে তা তিনি কলকাতা থেকে পাঠিয়ে দিবেন। ফের একবার খেলা হবে স্লোগান দিয়ে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস (trinamool congress) নেতা মদন মিত্র (madna mitra) । ডে

  • |
Google Oneindia Bengali News

মালাইকারী দিয়ে খেলা হবে না। আটদফায় খেলার জন্য যা যা লাগবে তা তিনি কলকাতা থেকে পাঠিয়ে দিবেন। ফের একবার খেলা হবে স্লোগান দিয়ে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস (trinamool congress) নেতা মদন মিত্র (madna mitra) । ডেবরা গ্রামীণ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী। বিজেপিকেও (bjp) চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।

সক্রিয় ঘূর্ণাবর্ত, কয়েকটি জেলা বৃষ্টির পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরেসক্রিয় ঘূর্ণাবর্ত, কয়েকটি জেলা বৃষ্টির পূর্বাভাস, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

বিস্ফোরণের ডিটোনেটর দিতে পারবেন না

বিস্ফোরণের ডিটোনেটর দিতে পারবেন না

মদন মিত্র মানেই ক্রেজ। দিন কয়েক আগে মন্তব্য করেছিলেন তৃণমূলের যোগ দেওয়া অভিনেত্রী সায়নী ঘোষ। তবে তা যে মিথ্যা নয়, প্রমাণ হয়ে গেল ডেবরা গ্রামীণ উৎসবে। অনেকেই সেখানে হাজির থাকলেও ভিড়টা যেন মদন মিত্রকে ঘিরেই। সেই অনুষ্ঠানে খোশ মেজাজে মদন মিত্র। তিনি বলেন, মেলায় মালাইকারী থাকতে পারে তবে খেলা তো তা দিয়ে হবে না। খেলার জন্য যা যা দরকার, যেমন হকিস্টিক, উইকেট, ব্যাট, বারপোস্ট তিনি সেখানে দেখছেন না। আটদফা নির্বাচনের জন্য তৈরি থাকতে এসব তিনি কলকাতা থেকে পাঠিয়ে দেবেন। তবে বিস্ফোরণের জন্য ডিটোনেটর তিনি দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মদন মিত্র।

পাঁচ ওভাবেই খেলা শেষ

পাঁচ ওভাবেই খেলা শেষ

মদন মিত্র বলেছেন, বিজেপিতে টি টোয়েন্টি খেলতে পারবে না। পাঁচ ওভারেই খেলা শেষ হয়ে যাবে। মদন মিত্রের মন্তব্য ভোটের দফা বাড়লেও বিজেপি সুবিধা করতে পারবে না। এতে তৃণমূলের সুবিধা হবে। কেননা তারা এখানেও খেলবে, ওখানেই খেলবে।

মদন মিত্রকে পাল্টা বার্তা বিজেপির

মদন মিত্রকে পাল্টা বার্তা বিজেপির

একের পর এক সভায় মদন মিত্র যা বলে বেড়াচ্ছেন, তা হিংসায় প্ররোচনা দেওয়ার মতেই। আর নির্বাচনী দিন ঘোষণার সঙ্গে মদন মিত্রের এই মন্তব্য নির্বাচনী বিধিভঙ্গের সামিল বলেই মনে করে জেলা বিজেপি নেতৃত্ব। কটাক্ষ করে গেরুয়া শিবির বলেছে, মদন মিত্রের 'ম' অফ করে দিয়েছে বিজেপি। যেই কারণে এইসব মন্তব্য করছেন এই তৃণমূল নেতা। তবে জেলা তথা ডেবরার মানুষ মদন মিত্রের হুঁশিয়ারিতে ভয় পায় না, বলে জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

 আগেও একই কথা বলেছেন মদন

আগেও একই কথা বলেছেন মদন

শুধু ডেবরার সভাতেই নয়, কাঁথির পিছাবনির সভাতেও খেলতে গেলে যা যা লাগে তার তালিকা দিলে তিনি রাতের অন্ধকারে পৌঁছে দেবেন বলেছিলেন। শুভেন্দু অধিকারীকে আক্রমণ করার পাশাপাশি তৃণমূলের বুথ এজেন্টদের ট্রিনিংও তিনি দেবেন বলে মন্তব্য করেছিলেন।

ডেবরা গ্রামীণ উৎসবের সভাপতি তথা প্রধান উদ্যোক্তে ঘাটালের তৃণমূল সাংসদ দেব। ওই উৎসবে খড়গপুর, পিংলা, সবং-এর মানুষরাও এসেছেন। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ৫ মার্চ পর্যন্ত। প্রতিদিনই রয়েছেন বিশেষ বিশেষ অনুষ্ঠান। তবে অনুষ্ঠানের শেষ হবে আদিবাসী, নাচ-গানের মধ্যে দিয়ে।

English summary
Madan Mitra claims TMC will win with five overs against BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X