For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুলের সঙ্গে একমত নন লকেট! 'ঘরের মেয়ে' ইস্যুতে দ্বিধা বিভক্ত বিজেপির দুই হেভিওয়েট

Google Oneindia Bengali News

ভোটের উত্তাপ বাড়তেই বেলাগাম রাজনৈতিক নেতারা। এই আবহে এদিন একটি বিতর্কিত টুইট করে নিজের দলের নেতারই সমর্থন পেলেন না বাবুল সুপ্রিয়। এদিন আসানসোলের সাংসদ মমতাকে কটাক্ষ করে বাবুল লিখেছিলেন 'বেটি পরায়া ধন'। তৃণমূল কংগ্রেসের 'বাংলা নিজের মেয়েকে চায়' স্লোগানকে কটাক্ষ করেই সাংসদ বাবুল সুপ্রিয়র এই টুইট।

বাবুলের সঙ্গে একমত নন লকেট

বাবুলের সঙ্গে একমত নন লকেট

এদিন বাবুলের এই টুইট নিয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি প্রথমে বলেন, 'আমি এরকম কিছু দেখিনি।' এরপর তিনি বলেন, 'এরম কিছু কেউ বলে থাকলে আমি তা সমর্থন করি না। বিয়ের পড়েও বাংলার মেয়েরা তাদের মা-বাবার সন্তানই থাকে, ঘরের মেয়েই থাকে। পাশাপাশি যেই বাড়িতে বিয়ে হয়ে তারা যায়, সেখানেও সে ঘরের মেয়েই থাকে।'

রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছে তৃণমূল

রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছে তৃণমূল

উল্লেখ্য, তৃণমূলের তরফে প্রকাশ করা হয় 'বাংলা নিজের মেয়েকেই চায়'। তৃণমূলের দাবি, 'ফের একবার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই।' এই দাবিতে সরব হয়ে গোটা রাজ্যজুড়ে প্রচার চালাচ্ছে তৃণমূল। তার পাল্টা হিসাবে সোশ্যাল মিডিয়ার বিশেষ প্রচার শুরু করেছে বিজেপির আইটি সেলও। বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি ও রাজ্যের সহকারি পর্যবেক্ষক অমিত মালব্যের নির্দশে বিশেষ প্রচার শুরু হল।

বিজেপিকে 'বহিরাগত' তকমা

বিজেপিকে 'বহিরাগত' তকমা

মূলত বিজেপির বিরুদ্ধে 'বহিরাগত' তকমা দিয়ে, বাংলায় বাংলার মানুষ শাসন করবে এটাই বোঝাতে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই প্রচার তৃণমূল কংগ্রেসের। যার পাল্টা নতুন প্রচার হাজির রাজ্য বিজেপি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে 'পিসি' বলে কটাক্ষ করে বিজেপি তাঁদের মহিলা নেত্রীদের মুখ সামনে রেখে শ্লোগান তুলেছেন 'বাংলা তার মেয়েকেই চায় পিসিকে নয়'।

'বাংলা তার মেয়েকেই চায় পিসিকে নয়'

'বাংলা তার মেয়েকেই চায় পিসিকে নয়'

বিজেপির পোস্টারে আছেন, বিজেপির রাজ্য সভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেত্রী ভারতী ঘোষ, বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক। আসন্ন বিধানসভা নির্বাচনে নবান্নের কুর্সি দখলের লড়াইয়ে রাজ্যের শাসক দলকে একইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি।

English summary
West Bengal Election 2021: Locket Chatterjee does not support Babul Supriyo's tweet snubbing Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X