For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নবীন মুখেই কামব্যাকের আশায় বামেরা, ২১-এর প্রার্থী তালিকায় চমক

এবারের নির্বাচনে ওপিনিয়ন পোলের ফল যাই হোক না কেন, ক্যামব্যাকের আশায় বামেরা (left) । তার জন্য ছাত্র-যুব ( student-youth) নেতৃত্বের ওপরেই ভরসা রাখলেন তারা। এদিন প্রকাশিত প্রার্থী তালিকায় (candidate list) একের পর এক ছা

  • |
Google Oneindia Bengali News

এবারের নির্বাচনে ওপিনিয়ন পোলের ফল যাই হোক না কেন, ক্যামব্যাকের আশায় বামেরা (left) । তার জন্য ছাত্র-যুব ( student-youth) নেতৃত্বের ওপরেই ভরসা রাখলেন তারা। এদিন প্রকাশিত প্রার্থী তালিকায় (candidate list) একের পর এক ছাত্র-যুব নেতানেত্রীকে তালিকায় স্থান দেওয়া হয়েছে।

বুধেও তৃণমূলে ভাঙন অব্যাহত, আজ দল ছাড়লেন যাঁরাবুধেও তৃণমূলে ভাঙন অব্যাহত, আজ দল ছাড়লেন যাঁরা

একনজরে বামেদের তালিকায় ছাত্র-যুবরা

একনজরে বামেদের তালিকায় ছাত্র-যুবরা

ডায়মন্ডহারবার থেকে প্রতিক-উর-রহমান, নন্দীগ্রাম-মীনাক্ষী মুখোপাধ্যায়, সিঙ্গুর-সৃজন ভট্টাচার্য, টালিগঞ্জ-দেবদূত ঘোষ, বালি-দীপ্সিতা ধর, মহেশতলা-প্রভাত চৌধুরী, বেহালা পশ্চিম- নীহার ভক্ত, জামুড়িয়া-ঐশী ঘোষ, বালিগঞ্জ-ফুয়াদ হালিম, সায়নদীপ-কামারহাটি, দমদম-পলাশ দাস, রাজারহাট-নিউটাউন সপ্তর্ষি দেব, বর্ধমান দক্ষিণ পৃথা তা, চাকুলিয়া আলি ইমরান রামজ

পুরনোদেরও গুরুত্ব

পুরনোদেরও গুরুত্ব

বামেদের প্রার্থী তালিকায় পুরনোদেরও গুরুত্ব দেওয়া হয়েছে। তালিকায় রায়দিঘি থেকে কান্তি গাঙ্গুলি, বাসন্তি সুভাষ নস্কর, শিলিগুড়ি অশোক ভট্টাচার্য, মেখলিগঞ্জ গোবিন্দ রায়, যাদবপুর সুজন চক্রবর্তী, রানাঘাট দক্ষিণ রমা বিশ্বাস, গাইঘাটা কপিলকৃষ্ণ ঠাকুর, দমদম উত্তর তন্ময় ভট্টাচার্য, দুর্গাপুর পূর্ব আভাস রায়চৌধুরী, মানিকতলা রূপা বাগচি, বোলপুর তপন হোড়, চণ্ডিতলা মহঃ সেলিম।

যেসব কেন্দ্র ছাড়ল কংগ্রেসকে

যেসব কেন্দ্র ছাড়ল কংগ্রেসকে

ক্যানিং পশ্চিম, ফলতা, শ্যামপুর, আমতা, উদয়নারায়ণপুর, ধনেখালি, পুড়শুড়া, তুফানগঞ্জ, কালচিনি, আলিপুরদুয়ার, বজবজ, হাওড়া মধ্য, শ্রীরামপুর, চাঁপদানি, সপ্তগ্রাম, জলপাইগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, রানাঘাট উত্তর পশ্চিম, পানিহাটি, বরাহনগর, বিধাননগর, বসিরহাট দক্ষিণ, ইসলামপুর, গোয়ালপোখর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, কালীগঞ্জ, কৃষ্ণনগর উত্তর, বাগদা, বাদুড়িয়া, নোয়াপাড়া, পূর্বস্থলী দক্ষিণ, কাটোয়া, কুমারগঞ্জ, চাঁচোল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, ফরাক্কা, সামসেরগঞ্জ, সুতি, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, কলকাতা পোর্ট, ভবানীপুর, রাসবিহারী, দুর্গাপুর পশ্চিম, বারাবনী, মানিকচক, মালদহ, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, খড়গ্রাম, বড়ঞা, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, চৌরঙ্গি, জোড়াসাঁকো, হাসান, মুরারই।

যেসব কেন্দ্র ছাড়ল আইএসএফকে

যেসব কেন্দ্র ছাড়ল আইএসএফকে

কুলপি, ক্যানিং পূর্ব, জগতবল্লভপুর, জাঙ্গিপাড়া, হরিপাল, ভাঙড়, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, হাড়োয়া, সন্দেশখালি, বসিরহাট উত্তর, চোপড়া, আমডাঙা, আসানসোল উত্তর, এন্টালি, ময়ুরেশ্বর।

English summary
Left have given importance to youth candidate in their list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X