For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খাস কলকাতাতেও প্রার্থী দিচ্ছে আব্বাসের আইএসএফ

কলকাতাতেও লড়াই করবে সংযুক্ত মোর্চার ( united alliance) অন্যতম সদস্য আব্বাস সিদ্দিকির আইএসএফ (isf)। এই লড়াইয়ে বাম এবং কংগ্রেস (left-congress) অবশ্যই থাকছে। জানা গিয়েছে, কলকাতার ১১ টি আসনের মধ্যে কংগ্রেস ও বামেরা ৫ ট

  • |
Google Oneindia Bengali News

কলকাতাতেও লড়াই করবে সংযুক্ত মোর্চার ( united alliance) অন্যতম সদস্য আব্বাস সিদ্দিকির আইএসএফ (isf)। এই লড়াইয়ে বাম এবং কংগ্রেস (left-congress) অবশ্যই থাকছে। জানা গিয়েছে, কলকাতার ১১ টি আসনের মধ্যে কংগ্রেস ও বামেরা ৫ টি করে আসনে আর আইএসএফ লড়াই করবে ১ টি আসনে।

আসন সংখ্যা নিয়ে জোটে জট অব্যাহত, চূড়ান্ত সমঝোতা নিয়ে তৎপরতা সিপিএম-এরআসন সংখ্যা নিয়ে জোটে জট অব্যাহত, চূড়ান্ত সমঝোতা নিয়ে তৎপরতা সিপিএম-এর

কংগ্রেস লড়বে যেসব আসনে

কংগ্রেস লড়বে যেসব আসনে

আসন সমঝোতা নিয়ে আলোচনায় ঠিক হয়েছে, ভবানীপুর, রাসবিহারী, কলকাতা পোর্ট, চৌরঙ্গি এবং জোড়াসাঁকোতে লড়াই করবে কংগ্রেস। এক্ষেত্রে কংগ্রেস কলকাতা নতুন দুটি আসন পেয়েছে। সেগুলি হল কলকাতা পোর্ট এবং জোড়াসাঁকো। এর বদল হিসেবে তারা উত্তরবঙ্গে আসন দিয়েছে আইএসএফকে।

বামেরা লড়াই করবে যেসব আসনে

বামেরা লড়াই করবে যেসব আসনে

বামেরা যে পাঁচটি আসনে লড়াই করবে, সেগুলি হল কাশীপুর-বেলগাঠিয়া, শ্যামপুকুর, মানিকতলা, বেলেঘাটা, এন্টালি। এছাড়াও শহরকে ঘিরে থাকা কেন্দ্র যেমন যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, বরাহনগরে লড়াই করবে বামফ্রন্ট।

আইএসএফ যে আসনে লড়াই করবে

আইএসএফ যে আসনে লড়াই করবে

বাম-কংগ্রেস নেতারা আইএসএফকে বালিগঞ্জ আসনটি ছেড়ে দিয়েছেন, জোট প্রক্রিয়া মসৃন করতে। শহরতলির একটি আসন মেটিয়াবুরুজে লড়াই করবে আইএসএফ।

 আসন ও বামপ্রার্থীরা

আসন ও বামপ্রার্থীরা

শেষ মুহুর্তে কোনও পরিবর্তন না হলে টালিগঞ্জ থেকে লড়াই করতে দেখা যেতে পারে টলিউড অভিনেতা দেবদূত ঘোষকে। এছাড়াও শতরূপ ঘোষ কসবায়, সমিতা হর চৌধুরী কিংবা সৃজন ভট্টাচার্য বেহালা পূর্ব, নীহার ভক্ত বেহালা পশ্চিম, প্রতীপ দাশগুপ্ত কিংবা কনিনীকা ঘোষ কাশীপুর-বেলগাছিয়া, রূপা বাগচি মানিকতলা, রাজীব বিশ্বাস বেলেঘাটা, তন্ময় ভট্টাচার্য দমদম উত্তর, মানস মুখোপাধ্যায় কামারহাটি, প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সম্পর্ষী দেব রাজারহাট-নিউটাউন এবং ঐশী ঘোষ দুর্গাপুর পূর্ব থেকে।

English summary
Left-Cong-abbas all three partners of united alliance will contest in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X