For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঙালি আবেগ ছুঁয়ে দেখার চেষ্টা, মণীষীদের উপর ভর করেই ভোট বৈতরণী পার করার ছক বিজেপির

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই তাঁর এই রাজ্যে দলের কর্মসূচিতে যোগদান বৃদ্ধি পাচ্ছে৷ আর প্রতিবারই এসে বাঙালির আবেগ-মননকে ছুঁয়ে দেখার চেষ্টা করছেন তিনি৷ বৃহস্পতিবার তিনি যে শুধু দলের পরিবর্তন যাত্রার কর্মসূচিতেই অংশগ্রহণ করবেন, তা নয়৷ একই সঙ্গে বাংলার সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করবেন আবার৷

মণীষীদের স্মরণে নাড্ডা

মণীষীদের স্মরণে নাড্ডা

বুধবার বিজেপি নেতা দেবজিৎ সরকার জেপি নাড্ডার বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করেন৷ তাতে দেখা যাচ্ছে যে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর অঞ্চলে বাংলার অতীতদিনের মণীষীদের স্মরণ করবেন নাড্ডা৷ যাবেন নৈহাটিতে৷ সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি ও মিউজিয়াম ঘুরে দেখবেন৷ সেখানে শ্রদ্ধা জানাবেন৷ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে মেমোরিয়ালও পরির্দশন করবেন।

বাঙালি আবেগকে ছুঁতে মরিয়া বিজেপি

বাঙালি আবেগকে ছুঁতে মরিয়া বিজেপি

রাজনৈতিক মহলের মতে, বাঙালি আবেগকে ছুঁতে মরিয়া বিজেপি৷ কারণ, তারা জানে যে বাংলায় জিততে হলে আগে বাঙালির মনে জায়গা করে নিতে হবে৷ এই কাজ করতে গিয়ে তাঁদের কিছু ভুল হয়তো হচ্ছে৷ তবে তারা যে হাল ছাড়তে নারাজ, তা নাড্ডার কর্মসূচি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের অন্য একটি অংশের মতে, শুধু যে মণীষীদের স্মরণ করলে হবে না, বর্তমান বুদ্ধিজীবীদের পাশে টানতে হবে, এটাও বিজেপি বিলক্ষণ বোঝে৷ তাই বৃহস্পতিবার সন্ধ্যায় সায়েন্স সিটিতে বুদ্ধিজীবীদের সঙ্গে একটি আলোচনা চক্রেও উপস্থিত হবেন জেপি নাড্ডা৷

শ্রমিকদের ভাবাবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি

শ্রমিকদের ভাবাবেগকে কাজে লাগাতে চাইছে বিজেপি

ব্যারাকপুর শিল্পাঞ্চলে যাচ্ছেন নাড্ডা। বিজেপির একাংশের ধারণা, ব্যারাকপুর শিল্পাঞ্চলের বেহাল দশা নিয়েও হয়তো স্থানীয় আনন্দপুরী খেলার মাঠে আয়োজিত জনসভা থেকে মুখ খুলতে পারেন নাড্ডা৷ যদিও তার আগে শ্রমিকদের ভাবাবেগকে কাজে লাগাতে সেখানকার গৌরীপুরে এক জুটমিল শ্রমিকের বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷

সোনার বাংলা গড়ার ডাক

সোনার বাংলা গড়ার ডাক

গত মাস খানেকের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জেপি নাড্ডা-সহ বিজেপির অন্য নেতারা বিভিন্ন সভায় দাঁড়িয়ে সোনার বাংলা গড়ার ডাক দিচ্ছেন৷ কিন্তু কেমন হবে বিজেপির সেই সোনার বাংলা, তা নিয়ে আলোচনাও ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন মহলে৷ কিছু আভাস ইঙ্গিত হয়তো মোদি-অমিত-নাড্ডার সভায় মিলছে, কিন্তু সামগ্রিক চিত্রটা এখনও স্পষ্ট নয়৷

ইস্তাহার ও প্রচার কর্মসূচি

ইস্তাহার ও প্রচার কর্মসূচি

তবে সেটা বোধহয় স্পষ্ট হতে চলেছে বৃহস্পতিবার সকালে৷ এদিন বিজেপি নেতা দেবজিৎ সরকার জানিয়েছেন যে আগামিকাল সকালে নাড্ডা দলের 'লক্ষ্য সোনার বাংলা' সংক্রান্ত ইস্তাহার ও প্রচার কর্মসূচির ঘোষণা করা হবে৷ রাজনৈতিক মহলের ধারণা যে সেখানেই ক্ষমতায় এলে বিজেপি বাংলার জন্য কী কী করতে চায়, সেই বিষয়টি বিস্তারিত ভাবে তুলে ধরবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি৷

<strong>বিজেপির আচমকা এই বঙ্কিম প্রীতির কারণ কী? ভোটমুখী বাংলা কোন ছক কষছেন নাড্ডা</strong>বিজেপির আচমকা এই বঙ্কিম প্রীতির কারণ কী? ভোটমুখী বাংলা কোন ছক কষছেন নাড্ডা

English summary
West Bengal Election 2021: JP Nadda to visit Bankim Chandra Chatterjee's home to win voters' heart
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X