For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনার বাংলা গড়তে কোন অঙ্ক কষে এগোবে বিজেপি? একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে জনতার দরবারে নাড্ডা

Google Oneindia Bengali News

বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এখানে সপ্তম বেতন কমিশন চালু হবে। এদিন বিজেপির ইস্তেহার তৈরির প্রক্রিয়ার অধীনে মানুষের দরবারে পৌঁছে যাওয়ার কর্মসূচির উদ্বোধন করে এভাবেই সোনার বাংলার স্বপ্ন দেখান বিজেপির সর্ভারীতয় সভাপতি জেপি নাড্ডা।

আমাদের সোনার বাংলার পথ দেখাবে বাংলার মানুষ

আমাদের সোনার বাংলার পথ দেখাবে বাংলার মানুষ

এদিন জেপি নাড্ডা বলেন, 'বাংলার ইতিহাস গৌরবময়। আমাদের সোনার বাংলার পথ দেখাবে বাংলার মানুষ। ড্রপ বক্সে মতামত জানাতে পারবেন বাসিন্দারা। ট্যাবলোতেই থাকবে এলইডি স্ক্রিন এবং ড্রপবক্স। রাজ্যের ২ কোটি মানুষের মতামত নেব আমরা। মতামত জানাতে ৯৭২৭২৫৪২৯৪ নম্বরে মিসড কল দিতে হবে। ২৯৪টি আসনেই সাজেশন বক্স থাকবে। মোট ৩০ হাজার সাজেশন বক্স থাকবে। মমতা দি এত ভয় পাচ্ছেন কেন? আমরা এটা জানতে চাই সাধারণ মানুষের কাছে।'

সপ্তম পে কমিশন লাগু করা হবে

সপ্তম পে কমিশন লাগু করা হবে

বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও বলেন, 'সপ্তম পে কমিশন লাগু করা হবে। দুর্নীতি মুক্ত বাংলা বানাতে চাই। কোনও কাটমানি পরিবেশ থাকবে না বাংলায়। মতুয়াদের স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে। ৩ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে ক্যাম্পেন। সিন্ডিকেট সংস্কৃতিকে রুখব, কয়লা চুরি রুখব। কয়লা পাচার বন্ধ করা হবে। গ্লোবাল মার্কেটে লোকাল জিনিস নিয়ে যাব। বাংলাকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়া হবে। বাংলা ফের ভআরতকে পথ দেখাবে।'

সোনার বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প

সোনার বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প

নাড্ডা দাবি করেন, 'সোনার বাংলায় চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। মাওবাদী কার্যকলাপ বন্ধ করাও আমাদের অন্যতম লক্ষ্য। বাংলার মণীষীদের দেখানো পথে হেঁটেই আমরা রাজ্যকে তাদের পুরোনো গৌরব ফিরিয়ে দিতে চাই। বাংলার গৌরব নষ্ট করার চেষ্টা হয়েছে। সেই হতগৌরব পুনরুদ্ধার করাই আমাদের লক্ষ্য।'

রাজ্যের ৭৩ লক্ষ কৃষক উপকৃত হবে

রাজ্যের ৭৩ লক্ষ কৃষক উপকৃত হবে

এরপর বিজেপি নেতা বলেন, 'প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধিও চালু করা হবে বাংলায়। রাজ্যের ৭৩ লক্ষ কৃষক উপকৃত হবে এতে। বকেয়া ১৪ হাজার টাকা দেওয়া হবে সেই কৃষকদের। এককালীন হিসেবে সেই টাকা দেওয়া হবে কৃষকদের। বাংলার মনুষদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। ডেঙ্গির পরিসংখ্যান পর্যন্ত প্রকাশ করা হয় না, লুকোনো হয়। করোনা মোকাবিলার ক্ষেত্রেও কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করা হয়েছে।'

English summary
West Bengal Election 2021: JP Nadda inaugurates suggestion dropbox for voters for Manifesto
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X