For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট পরবর্তী জোট, কোথায় থাকবেন, অবস্থান জানালেন আব্বাস সিদ্দিকি

পিরজাদা আব্বাস সিদ্দিকির (abbas siddiqui) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (indian secular front) সঙ্গে বাম-কংগ্রেসের (left-congress) জোটের আলোচনা এগোতেই বিজেপির (bjp) তরফে কটাক্ষ করে বলা হয়েছিল আব্বাস তো তৃণমূলের (trinamoo

  • |
Google Oneindia Bengali News

পিরজাদা আব্বাস সিদ্দিকির (abbas siddiqui) ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (indian secular front) সঙ্গে বাম-কংগ্রেসের (left-congress) জোটের আলোচনা এগোতেই বিজেপির (bjp) তরফে কটাক্ষ করে বলা হয়েছিল আব্বাস তো তৃণমূলের (trinamool congress) সরকারের উপমুখ্যমন্ত্রী হবেন। যা নিয়ে এদিন জবাব দিয়েছেন আব্বাস সিদ্দিকি নিজেই। ভোট পরবর্তী নিজের অবস্থান কী হবে, তা নিয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন তিনি।

মোদীর ব্রিগেডের দিন উত্তরবঙ্গ মাতাবেন মমতা, একনজরে কোথায় কী কর্মসূচিমোদীর ব্রিগেডের দিন উত্তরবঙ্গ মাতাবেন মমতা, একনজরে কোথায় কী কর্মসূচি

 বাম-কংগ্রেস-আব্বাস জোটের সমাধান সূত্র

বাম-কংগ্রেস-আব্বাস জোটের সমাধান সূত্র

সূত্রের খবর অনুযায়ী, সবপক্ষই নমনীয় মনোভাব নেওয়ায় বাম-কংগ্রেস-আব্বাস জোটের সামনে আর সেরকম কোনও বাধা তৈরি হওয়ার উপায় নেই। ইতিমধ্যেই আব্বাস ব্রিগেডের সভায় জানিয়েছিলেন, বামেরা তাদেরকে ৩০ টি আসন ছেড়ে। পরবর্তী সময়ে আলোচনায় কংগ্রেস তাদেরকে আরও ৮ টি আসন ছেড়েছে।

আব্বাসের অবস্থান নিয়ে কটাক্ষ বিজেপির

আব্বাসের অবস্থান নিয়ে কটাক্ষ বিজেপির

পিরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বাম-কংগ্রেসের আলোচনা গড়াতেই বিজেপির তরফে কটাক্ষ করে বলা হয়েছিল তিনি তো তৃণমূল সরকারের উপমুখ্যমন্ত্রী হবেন। অর্থাৎ যদি কোনও কারণে ত্রিশঙ্গু বিধানসভা তৈরি হয় আর আব্বাসের দল কিছু সংখ্যক আসন পায় তাহলে তারা বাম-কংগ্রেস জোট ছেড়ে সামিল হবে তৃণমূলের সঙ্গে। শর্ত হিসেবে থাকবে উপমুখ্যমন্ত্রীর পদ।

আব্বাসের জবাব

আব্বাসের জবাব

শুধু বিজেপিই নয়, সোশ্যাল মিডিয়াওতেও রবিবার ব্রিগেডের সভায় আব্বাস কংগ্রেসের প্রতি অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। যা নিয়ে এদিন আব্বাস সাংবাদিকদের বলেছেন, কেউ যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়, তাহলে তাদের সঙ্গে থাকা প্রয়োজন। ভোটের পরে তৃণমূলের সঙ্গে যাওয়ার প্রশ্ন নেই বলেও জানিয়েছেন তিনি। এব্যাপারে তিনি তাঁর প্রতি বিজেপি ও তৃণমূলের কথাও উল্লেখ করেছেন। তবে বিজেপি কিংবা তৃণমূল কি বলল তাতে কিছু যায় আসে না, মন্তব্য করেছেন তিনি।

একইসঙ্গে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা

একইসঙ্গে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা

এদিকে বাম-কংগ্রেস-আব্বাস জোটের তিন দলই ১০০ শতাংশ জোট নিশ্চিত করতে নয়া পরিকল্পনা করেছে। বামেরা আগেই ঘএাষণা করেছে ৮ মার্চ তারা প্রার্থী তালিকা প্রকাশ করবে। ওইদিনই তারা প্রার্থী তালিকা ঘোষণার জন্য কংগ্রেস ও আব্বাস সিদ্দিকিকে অনুরোধ করেছে।

English summary
ISF supremo Abbas Siddiqui says he will be with Left-Congress after election also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X