For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের শহিদ দিবসে রিমঝিম মিত্রের সঙ্গে বিজেপিতে যোগ, কে এই পামেলা গোস্বামী, কী তাঁর পরিচিতি

বিজেপির (bjp) যুব মোর্চার পরিচিত মুখ পামেলা গোস্বামী (pamela goswami), কিন্তু রাজ্য রাজনীতিতে খুব একটা পরিচিত নন পামেলা গোস্বামী। কোকেন রাখার অপরাধে তাঁকে শুক্রবার কলকাতা থেকে গ্রেফতার করেছে পুলিশ (police)। সোশ্যা

  • |
Google Oneindia Bengali News

বিজেপির (bjp) যুব মোর্চার পরিচিত মুখ পামেলা গোস্বামী (pamela goswami), কিন্তু রাজ্য রাজনীতিতে খুব একটা পরিচিত নন পামেলা গোস্বামী। কোকেন রাখার অপরাধে তাঁকে শুক্রবার কলকাতা থেকে গ্রেফতার করেছে পুলিশ (police)। সোশ্যাল মিডিয়ায় বিজেপির পদাধিকারীদের সঙ্গে তাঁর ছবিও চোখে পড়েছে সবার।

একের পর এক ঘূর্ণাবর্তের উপস্থিতি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরেএকের পর এক ঘূর্ণাবর্তের উপস্থিতি, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

শুক্রবার নিউআলিপুর থেকে গ্রেফতার

শুক্রবার নিউআলিপুর থেকে গ্রেফতার

সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন ধরেই পুলিশের নজরে ছিলেন বিজেপি নেত্রী। আগেও তিনি এলাকায় গিয়েছেন এবং একাধিক বাইক আরোহীকে প্যাকেট তুলে দিয়েছেন বলে অভিযোগ। এরপর থেকেই পুলিশ নজরদারি চালাচ্ছিল। শুক্রবার নিউআলিপুরে পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে ধরে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী। পরে পুলিশের তরফে জানানো হয় ১০০ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর কাছ থেকে। সঙ্গে গ্রেফতার করা হয় বন্ধু প্রবীর দে-কেও।

বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন পামেলা

বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন পামেলা

কলকাতার মেয়ে পামেলা একটি বেসরকারি সংস্থা থেকে এমবিএ করেন। বাংলা, হিন্দি ইংরেজি ছাড়াও ফরাসি ভাষাও জানেন এই পামেলা। একটি বেসরকারি বিমান সংস্থায় এয়ার হোস্টেস হিসেবে কাজ করতেন। পরবর্তী সময়ে তিনি মডেলিং-এ যান। কাজ করেছে ইন্টিরিয়র ডিজাইনার হিসেবেও। এছাড়াও বেসরকারি সংস্থায় সেলস এক্সিকিউটিভ হিসেবেও কাজ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারের কারণেই ক্রাউড পুলার হয়ে ওঠেন তিনি।

২০১৯-এ বিজেপিতে যোগদান

২০১৯-এ বিজেপিতে যোগদান

২০১৯-এর ২১ জুলাই তিনি বিজেপিতে যোগ দেন। প্রতিবছরের মতো ২০১৯-এর ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেন ধর্মতলা। ওই বছরে সেই সভা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল ওয়ার্কার হিসেবে তিনি বিজেপিতে যোগ দেন। প্রকাশিত খবর অনুযায়ী, সেইদিন সাংবাদিক সম্মেলনটি করেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওইদিন পামেলার সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী রিমঝিম মিত্র।

বিজেপির পদাধিকারীও হয়ে যান পামেলা

বিজেপির পদাধিকারীও হয়ে যান পামেলা

যুব ভোটারদের কাছে যথেষ্টই আকৃষ্ট পামেলা। পামেলাকে বিজেপি যুবমোর্চার হুগলি জেলার পর্যবেক্ষকের পদও দেওয়া হয়। এছাড়াও রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। সব সময়েই তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকতেন। কোনও কর্মসূচিতে অংশ নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ছবি দিতে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় কখনও মুকুল রায়, কখনই যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বা সূর্যের সঙ্গেও তিনি ছবি তুলে দিয়েছিলেন। ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেওয়া থেকে বিরত থাকেন, সেই অনুষ্ঠানেও উপস্থিতি ছিলেন এই পামেলা।

তবে দিন কয়েক আগে একটি অনুষ্ঠানে পামেলার মঞ্চে ওঠা নিয়ে বিতর্ক তৈরি হয়। এক নেত্রীকে দায়ী করে পামেলা সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, সেই নেত্রীর জন্য তাঁকে মঞ্চে উঠতে দেওয়া হয়নি। একইসঙ্গে অপমানের অভিযোগও তিনি করেছিলেন।

ছবি সৌজন্য পামেলার ফেসবুক পেজ

English summary
Introduction to BJp leader Pamela Goswami
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X