For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল, গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে কমিশনের কাজের প্রশংসা

সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল, গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে কমিশনের কাজের প্রশংসা

  • |
Google Oneindia Bengali News

সস্ত্রীক ভোট দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (jagdeep dhankhar)। এদিন সাড়ে দশটার আশপাশে স্ত্রী সুদেশ ধনখড়কে সঙ্গে নিয়ে তিনি চৌড়ঙ্গি (chowringhee) বিধানসভার অন্তর্গত প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলের অফিসে থাকা বুথে ভোট দেন। পরে তিনি নির্বাচন কমিশনের কাজের প্রশংসাও করেন।

ভোটদিনের রাজ্যপাল

ভোটদিনের রাজ্যপাল

এদিন সকাল সাড়ে দশটার আশপাশে চৌড়ঙ্গীতে রাজভবনের খুব কাছেই প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলের অফিসে ভোট দেন। সঙ্গে ছিলেন স্ত্রী সুদেশ ধনখড়। নিজের কেন্দ্রে ভোটের আয়োজনে তিনি সন্তুষ্ট বলে জানিয়েছেন রাজ্যপাল।

গণতন্ত্রের সব থেকে বড় উৎসব

গণতন্ত্রের সব থেকে বড় উৎসব

এদিন ভোট দিয়ে বেরিয়ে তিনি বলেন, নির্বাচন হল গণতন্ত্রের সব থেকে বড় উৎসব। তিনি নিজের আঙুল তুলে ধরেন। তাঁর স্ত্রীও আঙুল তুলে ধরেন। রাজ্যপাল বলেন, তাঁরা দুজনেই ভোট দিয়েছেন। একশো শতাংশ কোভিড প্রটোকল মানা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর কাজের প্রশংসা

নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর কাজের প্রশংসা

এদিন রাজ্যপাল নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর কাজের প্রশংসা করেছেন। তিনি বলেন, একটি ভোটের দ্বারাই গণতন্ত্র শক্তিশালী হয়। তিনি বলেন যে ভোট দেয় না সে অভিযোগের অধিকার হারায়।

মুখ্যমন্ত্রী কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন

মুখ্যমন্ত্রী কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন

রাজ্যপাল নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর কাজের প্রশংসা করলেও, মুখ্যমন্ত্রী কমিশন ও বাহিনীর কাজ নিয়ে সরব হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল এরা বিজেপির হয়ে কাজ করছে। সেই পরিস্থিতিতে রাজ্যপালের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর কাজের প্রশংসা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল।

English summary
West bengal election 2021 Governor Jagdeep Dhankhar votes at a polling booth in Chowringhee in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X