For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কোনও নোটিশ দেয়নি ইডি', অন্যায়ভাবে পরিবারকে জড়ানো হচ্ছে, বিস্ফোরক ফিরহাদ

'কোনও নোটিশ দেয়নি ইডি', অন্যায়ভাবে পরিবারকে জড়ানো হচ্ছে, বিস্ফোরক ফিরহাদ

  • |
Google Oneindia Bengali News

এদিন সকাল পর্যন্ত তাঁর মেয়েকে কোনও নোটিশ দেয়নি ইডি (ed)। এব্যাপারে সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন বলেই দাবি করেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (firhad hakim)। তাঁকে না পেয়ে পরিবারকে ধরা হচ্ছে বলে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম।

যত গোলমাল ইডির সূত্রে পাওয়া খবরে

যত গোলমাল ইডির সূত্রে পাওয়া খবরে

এদিন সকালে প্রায় সব সংবাদ মাধ্যমে ইডির সূত্রকে উদ্ধৃত করে খবর প্রকাশিত হয় যে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে অসঙ্গতি এবং বিদেশে টাকা পাচারের অভিযোগ ফিরহাদ হাকিমের বড় মেলে প্রিয়দর্শিনীকে নোটিশ দিয়েছে ইডি। এছাড়াও সেই খবরে উল্লেখ ছিল প্রিয়দর্শিনীর স্বামী ইয়াসির হায়দার বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন। সেই সূত্রেও বিদেশে টাকা পাচার করা হয়েছে।

অস্বীকার করেছেন ফিরহাদ

অস্বীকার করেছেন ফিরহাদ

রবিবার দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ দেয় সিবিআই। তারপর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। এরমধ্যে খবর প্রকাশিত হয় ইডি নোটিশ দিয়েছে ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে। যদিও এদিন তা স্বীকার করেছেন ফিরহাদ হাকিম। সোমবার সকাল পর্যন্ত তাঁরা এধরনের কোনও নোটিশ পাননি বলে জানিয়েছেন ফিরহাদ।

তাঁকে না পেয়ে পরিবারকে জড়ানো হচ্ছে

তাঁকে না পেয়ে পরিবারকে জড়ানো হচ্ছে

এদিন ফিরহাদ হাকিম বলে তাঁকে না পেয়ে পরিবারকে জড়ানো হচ্ছে। অন্যায়ভাবে পরিবারকে জড়ানো হচ্ছে। সামনা সামনি রাজনৈতিক লড়াই করার ক্ষমতা নেই বিজেপির। তাই এখন মা-বোনেদের নিশানা করছে তারা। তিনি বলেন ২০১৬-র ভোটের আগে নারদা প্রকাশিত হয়েছিল। কিন্তু গত পাঁচ বছরে চার্জশিট দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার তাঁর পরিবারকে জড়ানো হচ্ছে। তিনি রাজনীতিতে যুক্ত বলেই মেয়েকে কালিমালিপ্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পুরমন্ত্রী। তিনি বলেছেন, বাবা রাজনীতি করে, কিন্তু বিজেপির সামনে মাথা নত করে না। তিনি সত্যি কথা বলার সাহস রাখেন বলেও দাবি করেছেন। ফিরহাদ হাকিম বলেছেন মেয়ে চাকরি করে, বাচ্চাকে নিয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনী সিইএসসিতে সোশ্যাল মিডিয়ার কাজকর্ম দেখাশোনা করেন।

মিথ্যা প্রচারে মানহানির মামলা

মিথ্যা প্রচারে মানহানির মামলা

বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, ওদের মাথায় অনেক কিছু ঘুরছে। চাইলেই মামলা করতে পারে তারা। তবে কোনও প্রমাণ ছাড়া তলব করা যায় না। আদালতে বিষয়টি বিচার হবে বলেও মন্তব্য করেছেন তিনি। ফিরহাদ বলেছেন, সেখানেই (আদালত) বুঝে নেবেন। পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমকেও দোষারোপ করেন। বলেন, সব শিয়ালের এক রা। একজনকে খবর করতে দেখে সবাই ঝাঁপিয়ে পড়েছে। মিডিয়া ট্রায়াল চলছে। এই ধরনের মিথ্যা প্রচার যারা করছে, তাদের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন।

এবার 'বেসুরো' ঘাসফুল শিবিরের অপর এক বর্ষীয়ান বিধায়ক, ২০২১-এর লক্ষ্যে জল্পনা তুঙ্গেএবার 'বেসুরো' ঘাসফুল শিবিরের অপর এক বর্ষীয়ান বিধায়ক, ২০২১-এর লক্ষ্যে জল্পনা তুঙ্গে

English summary
West bengal election 2021: Firhad Hakim claims ED has not served any notice to his daughter Priyadarshini
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X