For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একুশের আগে কৃষক নেতারা বাংলায় আসছেন আন্দোলনের ঝড় তুলতে! টিকাইতের কণ্ঠে কোন ইঙ্গিত

একুশের আগে কৃষক নেতারা বাংলায় আসছেন আন্দোলনের ঝড় তুলতে! টিকাইতের কণ্ঠ কোন ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

দিল্লি সীমান্ত জুড়ে তাঁদের আন্দোলন রীতিমতো ঝড় তুলেছিল ভারত জুড়ে। মোদী সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিকে রাকেশ টিকাইতের মতো কৃষক আন্দোলনের নেতারা এখনও অনড় অবস্থানে রয়েছেন। সরকারের সঙ্গে বহু আলোচনার পরও এখনও মেলেনি কৃষি আইন নিয়ে কোনও বড় সুরাহা। এদিকে, এমন এক পরিস্থিতিতে একুশের ভোটের আগে বাংলার বুকে আসছেন কৃষক নেতারা। কোন জল্পনা চড়তে শুরু করল।

কৃষক আন্দোলনের জের পাঞ্জাবের পুরভোটে বিজেপি ধরাশায়ী!

কৃষক আন্দোলনের জের পাঞ্জাবের পুরভোটে বিজেপি ধরাশায়ী!

কৃষক আন্দোলের জের যে রাজনৈতিক প্রতিটি স্তরে পড়তে পারে,তা পাঞ্জাবের পুরভোটের আগে তেকেই আঁচ করা গিয়েছিল। আর ভোটের ফলাফলে এদিন দেখা গিয়েছে পাঞ্জাবে কার্যত কংগ্রেস বিজেপিকে দুরমুশ করে ছেড়েছে। মনে করা হচ্ছে, কৃষক আন্দোলন পাঞ্জাবের পুরভোটে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

বাংলায় আসছেন কৃষক নেতারা

বাংলায় আসছেন কৃষক নেতারা

হরিয়ানার রোহতকে চলছে কৃষকদের বিশাল জমায়েত। সেখান থেকেই দেশের তাবড় কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, কৃষক আন্দোলনের নেতারা বাংলায় গিয়ে বাংলার কৃষকদের জাগ্রত করবেন। ব্রিটিশ যুগে কৃষক নেতা স্য়ার ছোটু রাম যেভাবে কৃষকদের সংঘবদ্ধ করেছিলেন সেই পথ ধরেই এবার কৃষক আন্দোলনের রাস্তা আরও পাকা হবে বলে তিনি ডাক দেন।

 বাংলায় কৃষক আন্দোলনের ঝড় উঠলে কোন রাজনৈতিক শিবিরের লাভ?

বাংলায় কৃষক আন্দোলনের ঝড় উঠলে কোন রাজনৈতিক শিবিরের লাভ?

প্রসঙ্গত, রাকেশ টিকাইত বলছেন, কোনও রাজনৈতিক রঙ ছাড়াই বাংলার বুকে কৃষক আন্দোলনের নেতারা পা রাখবেন। সেখানে কৃষকদের দুঃখ কষ্ট বুঝতেই এমনন পদক্ষেপ। এদিকে , এর আগে, দিল্লিতে কৃষক আন্দোলনের গতি যখন তীব্র , তখন তাঁদের কাছে তৃণমূল দূত হিসাবে ডেরেক ও ব্রায়ানদের পাঠিয়েছিল। সেখান থেকে ফোনে কৃষক নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাও বলেন। এরপরও বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের দাবির পাশে দাঁড়ানোর কথা বলেছেন। তবে রাকেশ টিকাইতের এক বক্তব্যে , মমতার সঙ্গে তাঁদের সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে জল্পনা বাড়ছে।

 বাংলার কৃষকদের নিয়ে রাকেশ টিকাইতের কোন সুর ?

বাংলার কৃষকদের নিয়ে রাকেশ টিকাইতের কোন সুর ?

এদিকে, বাংলার কৃষকদের পরিস্থিতি নিয়ে যখন ইতিমধ্যেই বিজেপি সরব হতে শুরু করেছে, দিলীপ ঘোষের মন্তব্যে বারবার আসছে, বাংলার কৃষকদের অবস্থা নিয়ে অভিযোগের কথা। এরই মাঝে টিকাইত বলছেন, 'দেশের বাকি অংশের মতো বাংলার চাষিরা শস্যের সঠিক মূল্য পাচ্ছেন না। ' এমনই খবর 'টাইমস অফ ইন্ডিয়া' সূত্রে। আর এই জায়গা থেকেই বাংলার বুকে কৃষক নেতাদের প্রবেশ ঘিরে জল্পনা চড়ছে।

সিস্টেমে বদল চাইলে সিস্টেমের অংশ হতে হবে, বিজেপিতে যোগ দিয়েই ইঙ্গিতপূর্ণ বার্তা অভিনেতা যশের সিস্টেমে বদল চাইলে সিস্টেমের অংশ হতে হবে, বিজেপিতে যোগ দিয়েই ইঙ্গিতপূর্ণ বার্তা অভিনেতা যশের

English summary
West Bengal Election 2021, Farmer agitation leaders will visit Bengal before poll to awaken state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X