For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধীদের দাবি মানল কমিশন, শেষ পর্যন্ত ভোটের দিন পরিবর্তন

শেষ পর্যন্ত ভোটের দিন পরিবর্তনে সায় দিল নির্বাচন কমিশন (election commission)। জানিয়ে দেওয়া হল দুই কেন্দ্রের নির্বাচনের ভোটের দিন। এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সামশেরগঞ্জ (shamsergunge) এবং জঙ্গিপুর

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত ভোটের দিন পরিবর্তনে সায় দিল নির্বাচন কমিশন (election commission)। জানিয়ে দেওয়া হল দুই কেন্দ্রের নির্বাচনের ভোটের দিন। এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে সামশেরগঞ্জ (shamsergunge) এবং জঙ্গিপুরে (jangipur) ভোট নেওয়া হবে ১৬ মে। ভোটগণনা করা হবে ১৯ মে। ভোট প্রক্রিয়া শেষ হবে ২১ মে।

 শেষ দুদফার নির্বাচন একসঙ্গে করার দাবি খারিজ

শেষ দুদফার নির্বাচন একসঙ্গে করার দাবি খারিজ

ভয়াবহ করোনা পরিস্থিতিতে চতুর্থদফা ভোটের পরেই তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল শেষ তিনদফা একসঙ্গে করা হোক। আর পঞ্চমদফা নির্বাচনের পরে তৃণমূল আবারও দাবি করে শেষ দুদফার ভোট একসঙ্গে করানো হোক। আগেকার দাবি খারিজের মতো সেই দাবিও নির্বাচন কমিশন খারিজ করে দেয়। বুধবার নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, নির্বাচনী নির্ঘন্ট চাইলেই বদল করা যায় না। তা ছাড়া গতবারের বিধানসভা নির্বাচনের থেকে অনেক কম সময়ে এবারের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

দুই কেন্দ্রের ভোট ঘোষণা করা হয়েছিল ১৩ মে

দুই কেন্দ্রের ভোট ঘোষণা করা হয়েছিল ১৩ মে

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ আর জঙ্গিপুর। প্রথম কেন্দ্র কংগ্রেস প্রার্থী ছিলেন রেজাউল হক আর দ্বিতীয় আরএসপি প্রার্থী ছিলেন প্রদীপ নন্দী। করোনা আক্রান্ত হয়ে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন কমিশনের তরফে জানানো হয় ১৩ মে নির্বাচন হবে। এর মধ্যে কংগ্রেস এবং বামেদের তরফে নতুন প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থী করেছে মৃত নেতার স্ত্রী রাকেয়া খাতুনকে। অন্যদিকে জঙ্গিপুর কেন্দ্রে আরএসপির তরফে প্রার্থী করা হয়েছে জানে আলম মিয়াকে।

ইদের কারণে ভোটের দিন পরিবর্তনের দাবি

ইদের কারণে ভোটের দিন পরিবর্তনের দাবি

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছিল, ১৩ মে ওই দুই কেন্দ্রে নির্বাচন হবে। কিন্তু এইদিনে কিংবা পরের দিন পড়েছে ইদ। ফলে বাম-কংগ্রেস এবং তৃণমূলের তরফে নির্বাচন কমিশনের কাছে ভোটের দিন পরিবর্তনের দাবি করা হয়। বলা হয়, ওই দুই কেন্দ্রের বড় অংশের মানুষ ইসলাম ধর্মাবলম্বী। তাই নির্ধারিত দিনে ভোট করা হলে সমস্যায় পড়বেন বহু মানুষ।

অসুস্থ রাজ্যের আরও একমন্ত্রী, হাসপাতাল থেকে ফেরানো হল বাড়িঅসুস্থ রাজ্যের আরও একমন্ত্রী, হাসপাতাল থেকে ফেরানো হল বাড়ি

 ভোটের দিন পরিবর্তনে সায় কমিশনের

ভোটের দিন পরিবর্তনে সায় কমিশনের

এদিন নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ১৩ মে-র বদলে এই দুই কেন্দ্রে ভোট নেওয়া হবে ১৬ মে। আর ভোট গণনা করা হবে ১৯ মে। দুই কেন্দ্রে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে ২১ মে।

English summary
Election date for Shamsegunge and Jangipur havebeen changed by EC to 16 May
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X