For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার পায়ে আঘাতে কড়া কমিশন, অপসারিত একাধিক আধিকারিক, কোপের তালিকায় আরও বেশ কয়েকজন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পায়ে আঘাত লাগার ঘটনায় কড়া নির্বাচন কমিশন (election commission)। এদিন সরিয়ে দেওয়া হয়েছে ডিরেক্ট সিকিউরিটি বিবেক সহায়কে। সরানো হয়েছে জেলাশাসক এবং পুলিশ সুপারকেও।

  • |
Google Oneindia Bengali News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) পায়ে আঘাত লাগার ঘটনায় কড়া নির্বাচন কমিশন (election commission)। এদিন সরিয়ে দেওয়া হয়েছে ডিরেক্ট সিকিউরিটি বিবেক সহায়কে। সরানো হয়েছে জেলাশাসক এবং পুলিশ সুপারকেও। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

 অপসারিত ডিরেক্টর সিকিউরিটি

অপসারিত ডিরেক্টর সিকিউরিটি

নির্বাচন কমিশনের তরফে এক বিবৃতি দিয়ে বলা হয়েছে, মুখ্যসচিবের পাশাপাশি বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের রিপোর্ট খতিয়ে দেখে। ১০ মার্চ নন্দীগ্রামে ভিড়ের চাপে গাড়ির দরজায় আঘাত লেগেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এদিন নির্বাচন কমিশনের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ডিরেক্টর সিকিউরিটি বিবেক সহায়কে সরিয়ে দিয়ে সাসপেনশনের আওতায় রাখা হচ্ছে। একসপ্তাহের মধ্যে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করতে বলা হয়েছে। কেননা ডিরেক্টর সিকিউরিটি হিসেবে একজন জেডপ্লাস নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তির নিরাপত্তা তিনি সুনিশ্চিত করতে পারেননি। ১৫ মার্চ বেলা একটার মধ্যে মুখ্যসচিব এবং ডিজিকে বলা হয়েছে এর বিকল্প খুঁজে নিতে। এছাড়াও মুখ্যসচিব এবং ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে, ডিরেক্টর সিকিউরিটির নিচে থাকা আধিকারিক যাঁরা এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন, তাঁদেরও চিহ্নিত করতে। এব্যাপারে ১৭ মার্চ বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

পাশাপাশি মুখ্যসচিবকে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে ১১ মার্চ নন্দীগ্রাম থানায় যে মামলা করা হয়েছে ১৫ দিনের মধ্যে তার ব্যবস্থাগ্রহণ সম্পর্কে রিপোর্ট কমিশনের কাছে ৩১ মার্চের মধ্যে দিতে।

সরানো হয়েছে জেলা শাসককে

সরানো হয়েছে জেলা শাসককে

নির্বাচন কমিশনের নির্দেশে বলা হয়েছে, পূর্ব মেদিনীপুরের বর্তমান জেলাশাসক বিভু গোয়েলকেও অপসারণ করা হচ্ছে। বদলে আইএএস স্মিতা পাণ্ডেকে সেখানে পাঠানো হচ্ছে। বিভু গোয়েলকে এবারের নির্বাচনের কোনও কাজে ব্যবহার করা যাবে না।

অপসারিত পুলিশ সুপারও

অপসারিত পুলিশ সুপারও

জেলার পুলিশ সুপারকে প্রবীণ প্রকাশকেও অপসারণের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন। তাঁকের সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও চার্জ গঠন করতে বলা হয়েছে। তাঁর জায়গায় ২০০৯-এর আইপিএস সুনীল যাদবকে পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গের জন্য আরও বিশেষ পুলিশ পর্যবেক্ষক

পশ্চিমবঙ্গের জন্য আরও বিশেষ পুলিশ পর্যবেক্ষক

নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, পঞ্জাব পুলিশের প্রাক্তন ডিজিপি ইন্টেলিজেন্স অনিল কুমার শর্মাকে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে। বিবেক দুবের পরে একে শর্মা হবেন দ্বিতীয় বিশেষ পুলিশ পর্যবেক্ষক।

নন্দীগ্রামে কেমন করে ভোট, নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর ইঙ্গিতে জল্পনানন্দীগ্রামে কেমন করে ভোট, নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর ইঙ্গিতে জল্পনা

English summary
Election Commission tough on Mamata Banerjee's injury in Nandigram suspend officers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X