For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের বেনোজল বিজেপিতে, তাপ বাড়িয়ে বাষ্প করে ওড়ানোর হুঙ্কার সেলিমের

ব্রিগেডের (brigade) সভা। আর সেই সভা থেকে দিদি, মোদীকে লকআউট করার ডাক দিলেন সিপিএম-এর (cpim) কেন্দ্রীয় কমিটির সদস্য মহঃ সেলিম (md salim)। দলবদলের কড়া সমালোচনা করে বিজেপিকে (bjp) নিশানা করেন তিনি। এদিন তিনি বলেন, তাপ

  • |
Google Oneindia Bengali News

ব্রিগেডের (brigade) সভা। আর সেই সভা থেকে দিদি, মোদীকে লকআউট করার ডাক দিলেন সিপিএম-এর (cpim) কেন্দ্রীয় কমিটির সদস্য মহঃ সেলিম (md salim)। দলবদলের কড়া সমালোচনা করে বিজেপিকে (bjp) নিশানা করেন তিনি। এদিন তিনি বলেন, তাপ বাড়াতে হবে। চৈত্রের পরে বৈশাখ। তৃণমূল (trinamool congress) গলে জল হচ্ছে। এবার বাষ্প হয়ে উড়ে যাবে।

আরও তপ্ত বঙ্গের তাপমাত্রা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরেআরও তপ্ত বঙ্গের তাপমাত্রা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে

ঝড়া পাতার দিন শেষ কচি পাতা উঠছে

ঝড়া পাতার দিন শেষ কচি পাতা উঠছে

এদিন সিপিএম পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে। তিনি বলেছেন, কেউ কেউ বলছেন খেলা হবে। আর মোদী একটা স্টেডিয়ামই দখল করে নিলেন। বামদের দলে যুবদের সংখ্যাধিক্য দেখে খুশি বর্ষীয়ান এই নেতা। তিনি বলেন, ঝড়াপাতার দিন শেষ। কচি পাতা উঠছে। বসন্তে বিভিন্ন রং-এর ফুল ফোটার কথাও উল্লেখ করেন তিনি। গত ১০ বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বামেদের অন্তত ২৫০ জনকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন সেলিম। তিনি বলেন, হামলার পরে মামলা করেও বামেদের দমানো যায়নি।

শুভেন্দু অধিকারীকে নাম না করে আক্রমণ

শুভেন্দু অধিকারীকে নাম না করে আক্রমণ

এদিন সেলিম নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন। তিনি বলেন, এক নেতা বলেছিলেন লাল ন্যাতাও থাকবে না। সেই নেতা এখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে নরেন্দ্র মোদীর জুতো পালিশ করছেন। তিনি কটাক্ষ করে বলেন, ব্রিগেডে আসতে গেলে চাটার্ড প্লেন লাগে না।

দিদি-মোদীকে নকআউট করার ডাক

দিদি-মোদীকে নকআউট করার ডাক

ব্রিগেডের সভা থেকে দিদি-মোদী উভয়কেই নকআউট করার ডাক দিয়েছেন মহঃ সেলিম। তিনি বলেন, রাজ্যে শিল্প ও কারখানা তৈরি করার স্লোগান দিয়েছিল বামেরাই। গত ১০ বছরে রাজ্যে বড় কোনও শিল্প তৃণমূল সরকার আনতে পারেনি বলে অভিযোগ করেছেন সেলিম। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় সরকারও সাত বছরে রাজ্যের জন্য তা পারেনি। মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার দেশের সব রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

দিন বদলের লড়াই করছে বামেরা

দিন বদলের লড়াই করছে বামেরা

সিপিএম পলিটব্যুরোর সদস্য মহঃ সেলিম এদিন বলেন, একদিকে যখন, তৃণমূল ও বিজেপি দলবদলের লড়াই করছে, সেই সময় বামেরা দিন বদলের লড়াই করছে। মমতাই রাজ্যে বিজেপিকে স্থান করে দিয়েছেন, বলে অভিযোগ করে তিনি বলেন কাকের বাসায় ডিম ফুটে কোকিল এখন বিজেপির কাছে যাচ্ছে।

প্রশাসনে ভূত, তাপ বাড়াতে হবে

প্রশাসনে ভূত, তাপ বাড়াতে হবে

তিনি বলেছেন, যবে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের কারখানার জমিতে গিয়ে সর্ষের বীজ ছড়িয়েছিলেন, তবে থেকেই প্রশাসনে ভূত ঢুকে গিয়েছে। বুথ থেকে ভূত তাড়ানোর ডাকও তিনি দিয়েছেন। বলেছেন আন্দোলনে তাপ বাড়াতে হবে। চৈত্রের পরে বৈশাখ। দলবদলকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন, তৃণমূল গলে জল হচ্ছে, এরপর বাষ্প হয়ে উড়ে যাবে।

English summary
CPM's MD Salim criticises TMC and BJP from Brigade rally
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X