For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গের ভোটে কংগ্রেসের তারকা ক্যাম্পেনারের তালিকায় অন্তর্দ্বন্দ্বের গন্ধ, বাদ গেল আজাদ, সিবলদের নাম

বঙ্গের ভোটে কংগ্রেসের তারকা ক্যাম্পেনারের তালিকায় অন্তর্দ্বন্দ্বের গন্ধ, বাদ গেল আজাদ, সিবলদের নাম

Google Oneindia Bengali News

বঙ্গের ভোটে তারকা ক্যাম্পেনারদের তালিকা প্রকাশ করেছে কংগ্রেস। কিন্তি সেই তালিকাতেও রয়ে গিয়েছে অন্তর্দ্বন্দ্বের ছোঁয়া। বাদ পড়েছে বিদ্রোহী নেতাদের নাম। গুলাম নবি আজাদ, কপিল সিবল, অনন্দ শর্মাদের নাম। কারণ প্রকাশ্যেই দলের এক শ্রেণির নেতার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তাঁরা।

বঙ্গের ভোটের প্রচারে কংগ্রেস নেতারা

বঙ্গের ভোটের প্রচারে কংগ্রেস নেতারা

বাংলার ভোটকে পাখির চোখ করে কোমর কষেছে কংগ্রেসও। হাইকমান্ডের নির্দেশ মেনেই ৩০ তারকা ক্যাম্পেনারের তালিকা তৈরি হয়েছে। তাতে রয়েছেন,সোনিয়া, মনমোহন, রাহুল গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধী, শচীন পাইলট, সিধুরা। একুশের ভোটে কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করবেন তাঁরা। তবে কবে থেকে তাঁরা আসবেন সেই দিনক্ষণ এখনও স্পষ্ট করে জানানো হয়নি। তবে প্রথম ২ দফার ভোটের আগে যে বঙ্গে প্রচারে ঢেউ তুলবেন এঁরা সেটা ঠিক হয়ে গিয়েছে।

তালিকায় নেই আজাদ,সিবলরা

তালিকায় নেই আজাদ,সিবলরা

কংগ্রেসের এই তালিকা থেকে বাদ পড়েছেন একাধিক প্রথম সারির নেতা।খতিয়ে দেখলে স্পষ্ট যে বিদ্রোহী নেতাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গুলাম নবী আজাদ, কপিল সিবল, অনন্দ শর্মাদের নাম নেই সেই তালিকায়। তার মূলে সেই বিদ্রোহ। অথচ দলের দীর্ঘদিনের নেতা এঁরা। সুবক্তাও বটে। কেবল মাত্র দলের নীতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় বাংলার প্রচারে ব্রাত্য রাখা হয়েছে তাঁদের।

একুশের ভোটে জোট

একুশের ভোটে জোট

একুশের ভোটে বামেদের সঙ্গে জোট করে লড়ছে কংগ্রেস। অধীর চৌধুরীকে সামনে রেখেই মূলক লড়াই হচ্ছে কংগ্রেসের। ইতিমধ্যেই অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকরা হোক বলে দাবি উঠতে শুরু করেছিল। সেই বিতর্ক দূরে সরিয়ে রেখে কোনও রকম মুখ্যমন্ত্রী মুখ ছাড়াই লড়াই শুরু হয়ে গিয়েছে। এই জোটে আবার সামিল হয়েছে আব্বাস সিদ্দিকির দল আইএসএফ।

জোটের প্রার্থীদের প্রচারে কী কংগ্রেস

জোটের প্রার্থীদের প্রচারে কী কংগ্রেস

জোটের প্রার্থীদের প্রচারেও কী রাহুল, প্রিয়াঙ্কা ঝড় তুলবেন বঙ্গে এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে েখনও কংগ্রেসের পক্ষ থেকে সেবিষয়ে কিছু জানানো হয়নি। শুধু দিল্লি থেকেই প্রচারে আসবেন না কংগ্রেস নেতারা। অধীর চৌধুরী, অভিজিৎ মুখোপাধ্যায়কেও প্রচারে দেখা যাবে।স

বাংলায় ভোটের প্রচারে কংগ্রেসের ৩০ স্টার ক্যাম্পেনার, প্রিয়াঙ্কা, রাহুল, বামেদের প্রচারেও কী থাকবেন তাঁরা?বাংলায় ভোটের প্রচারে কংগ্রেসের ৩০ স্টার ক্যাম্পেনার, প্রিয়াঙ্কা, রাহুল, বামেদের প্রচারেও কী থাকবেন তাঁরা?

English summary
West Bengal Assembly Election 2021, Congress drop Gulam Nabi Azad, Kapil Sibbals name from star campaigner list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X