For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের ভোটার তালিকায় আদৌও আপনার নাম আছে কি, জানার উপায় খুবই সহজ

রাজ্যের ভোটার তালিকায় আদৌও আপনার নাম আছে কি, জানার উপায় খুবই সহজ

  • |
Google Oneindia Bengali News

প্রচারের লড়াই চলছে। আর মাসের শেষে ভোটের প্রথম পর্যায়। ভোট তো দিতে যাবেন, তবে ভোটার তালিকায় নাম আছে কিনা তা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। কয়েকটি সাধারণ ধাপেই তা জানা যেতে পারে। মোবাইল কিংবা কম্পিউটারে তা চেক করে নিতে পারবেন আগেই।

ভোটার তালিকা ২০২১ ডাউনলোড

ভোটার তালিকা ২০২১ ডাউনলোড

ভোটার তালিকায় ডাউনলোড করতে হলে যেতে হবে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। http://ceowestbengal.nic.in/Index। এখান থেকে যেতে হবে Electoral roll-এ। সেখান থেকে আপনার বিধানসভা কেন্দ্রের নাম দিতে হবে। তারপর ড্রাফট রোলে যেতে হবে। এরপরেই আপনার কেন্দ্রের ভোটার তালিকা পেয়ে যাবেন।

ভোটার কার্ডে নম্বর দিয়ে তালিকা নাম পাওয়া যাবে

ভোটার কার্ডে নম্বর দিয়ে তালিকা নাম পাওয়া যাবে

এর জন্য http://ceowestbengal.nic.in/Index -এ যেতে হবে। সেখান থেকে Search your name in Voter list। সেখান থেকে Search by name কিংবা Search by EPIC number। এরপর ভোটার কার্ডের নম্বর দিতে হবে। দিতে হবে সেখানে থাকা ক্যাপচা কোড। সেখান থেকে Search। সেখান থেকে নাম পেয়ে যাবেন।

 এসএমএস-এ

এসএমএস-এ

এরজন্য মোবাইলে W EC লিখে ভোটার কার্ডের নম্বর দিয়ে এসএমএস করতে হবে ৫১৯৬৯-এ।

ভোট কেন্দ্র জানতে হলে

ভোট কেন্দ্র জানতে হলে

ভোট কেন্দ্র জানতে হলে http://ceowestbengal.nic.in/Index-এ গিয়ে know your polling station-এ যেতে হবে। জায়গার নাম দিতে হবে। সেখান থেকেই জানা যাবে কাছাকাছি ভোট কেন্দ্রের তালিকা।

উপদেশ কিংবা অভিযোগের জন্য

উপদেশ কিংবা অভিযোগের জন্য

ভোটার তালিকা নিয়ে কোনও উপদেশ কিংবা অভিযোগ থাকলে http://ceowestbengal.nic.in/Index-এ গিয়ে complaint-এ। সেখান থেকে NGSP portal-এ। সেখানে Sign up করতে হবে। মোবাইল নম্বরের পাশাপাশি ইমেল আইডি দিতে হবে। এরপর ক্যাপচা টাইপ করতে হবে। তারপর registerএ ক্লিক করতে হবে। লগ ইনের জন্য রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং পাসোয়ার্ড দিতে হবে। আবেদন পত্রে সব কিছু লিখে দিয়ে Submit-এ ক্লিক করতে হবে।

 অভিযোগের অবস্থান জানতে

অভিযোগের অবস্থান জানতে

অভিযোগটি কোন পর্যায়ে রয়েছে তা জানতে http://ceowestbengal.nic.in/Index-এ যেতে হবে। সেখান থেকে complaint-এ। সেখান থেকে NGSP portal-এ। এরপর track your complaint-এ। সেখানে রেফারেন্স নম্বর কিংবা complaint id দিতে হবে। এরপর show status-এ ক্লিক করতে হবে।

টোল ফ্রি নম্বর এবং হেল্পলাইন নম্বর

টোল ফ্রি নম্বর এবং হেল্পলাইন নম্বর

এব্যাপারে টোল ফ্রি নম্বর হল 1950। ইমেল আইডি হল [email protected].

শিশির অধিকারী তৃণমূল না বিজেপিতে, মোদীর সভার আগে জল্পনার পারদ তুঙ্গেশিশির অধিকারী তৃণমূল না বিজেপিতে, মোদীর সভার আগে জল্পনার পারদ তুঙ্গে

English summary
West bengal election 2021: Check your name in West Bengal Voter list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X