For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রুজিরার উত্তর পাওয়ার পরেই বৈঠকে সিবিআই, দিল্লির সঙ্গেও আলোচনা

রুজিরার উত্তর পাওয়ার পরেই বৈঠকে সিবিআই, দিল্লির সঙ্গেও আলোচনা

  • |
Google Oneindia Bengali News

কয়লা পাচার-কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে রাজি নারুলা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের দ্বিতীয় নোটিশ যাওয়ার আগেই সোমবার সকালে প্রথম নোটিশের উত্তর দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। মঙ্গলবার তিনি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করার জন্যে সময় দেন বলে জানা যায়। ফলে মঙ্গলবার যে কোনও সময় শান্তিনিকেতন পৌঁছে যেতে পারেন সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাও। যদিও সেখানে পৌঁছানোর আগে নিজেদের মধ্যেও প্রস্তুতি সেরে নিতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা

নিজাম প্যালেসে বৈঠকে বসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা

নিজাম প্যালেসে বৈঠকে বসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা

সূত্রে জানা গিয়েছে, অভিষেক-পত্নীর চিঠি দফতরে পৌঁছনোর পরেই নিজাম প্যালেসে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্তারা। সূত্রের খবর, মঙ্গলবারই কালীঘাটের শান্তিনিকেতন ভবনে গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে, তবে অভিযুক্ত হিসেবে নয়, সাক্ষ্য হিসেবেই ডায়মন্ডহারবারের স্ত্রীকে জেরা করবেন তদন্তকারীরা। তবে সেখানে কোনও রকম ফাকফোঁকর রাখতে চান না তদন্তকারীরা। তদন্তকারীদের একটা ভুল আইনি জটিলতায় ফেলে দিতে পারে সিবিআইকে। আর সেই কারনে দফায় দফায় নিজেদের মধ্যে আলোচনা করে, ঘুটি সাজিয়েই এখন দেখছেন তদন্তকারীরা আধিকারিকরা।

দিল্লির কর্তাদের সঙ্গে বৈঠক করেন তদন্তকারী আধিকারিকরা

দিল্লির কর্তাদের সঙ্গে বৈঠক করেন তদন্তকারী আধিকারিকরা

সাক্ষ্য হিসাবে সিবিআইয়ের মুখোমুখি হতে রাজি রুজিরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, কয়লা কেলেঙ্কারির তদন্তে ফৌজদারী আইনের ১৬০ ধারায় সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। জানা গিয়েছে, রুজিরা নারুলা সিবিআইয়ের তদন্তকারীদের উত্তর দেওয়ার পরেই দিল্লির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তদন্তকারী আধিকারিকরা। সকাল থেকে দিল্লির সিবিআই কর্তাদের মধ্যে বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে, তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যের স্ত্রীকে কী কী প্রশ্ন করবেন তা নিয়েই মূলত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, যে চার বিদেশি ব্যাঙ্কের অ্যাকাউন্টের খোঁজ মিলেছে, তাতে টাকার লেনদেন-সহ একাধিক বিষয়ে সাক্ষী হিসেবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে।

সিবিআইয়ের মহিলা আধিকারিকরা সামনে থাকতে পারেন

সিবিআইয়ের মহিলা আধিকারিকরা সামনে থাকতে পারেন

যাতে কোনও কমম সমস্যা না থাকে সেজন্যে সবদিক থেকে ঘুটি সাজাচ্ছে সিবিআই। সূত্রের জানা গিয়েছে, মহিলা সিবিআই আধিকারিকদের সামনে রেখেই এগিয়ে যেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। যেহেতু দুপুর ৩টে পর্যন্ত বাড়িতে থাকার কথা জানিয়েছেন রুজিরা সেই কারনে মঙ্গলবার সকাল ১১ টা থেকে যে কোনও সময়ে শান্তিনিকেতন ভবনে পৌঁছতে পারেন তদন্তকারীরা আধিকারিকরা।

মেনকেকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর বিশেষ দল

মেনকেকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর বিশেষ দল

সূত্রের খবর অনুযায়ী, কয়লা কাণ্ডে মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদের জন্য বিশেষ দল গঠন করেছে সিবিআই। এই দলে একাধিক মহিলা আধিকারিককে রাখা হয়েছে। এদিন সকালে সেই মহিলা আধিকারিকদের সঙ্গে নিয়েই জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর দল যায় পঞ্চসায়সের কমপ্লেক্সে। কমপ্লেক্সের বাইরে গাড়ি রেখেই সিবিআই আধিকারিকরা পায়ে হেঁটে সেখানে মেনকা গম্ভীরের ফ্ল্যাটে পৌঁছে যান। জানা গিয়েছে, দু'ঘন্টা হয়ে গেলেও এখনও মেনকাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। সূত্রের খবর, মেনকাকে জেরা করে যে তথ্য হাতে পাবেন তদন্তকারীরা সেই তথ্যের ভিত্তিতে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জেরা করবেন তদন্তকারী আধিকারিকরা।

বড় চমকের ছক কষছে বিজেপি, এবার গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন এই অ্যাথলিট বড় চমকের ছক কষছে বিজেপি, এবার গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন এই অ্যাথলিট

English summary
west bengal election 2021 cbi meeting with higer official in coal scam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X