For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ইস্তেহারে গুরুত্ব পিএম কিষাণ, আয়ুষ্মাণ ভারতকে! সফেদ বিপ্লবের ডাক

বিজেপির (bjp) প্রকাশিত ইস্তেহারে (manifesto) কৃষকদের (farmers) দিকে বিশেষভাবে ( PM Kissan) নজর দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে স্বাস্থ্যক্ষেত্রের (health) প্রতিও (Ayushman Bharat)। রাজ্যে আরও তিনটি এইমস গড়ে তোলার কথা

  • |
Google Oneindia Bengali News

বিজেপির (bjp) প্রকাশিত ইস্তেহারে (manifesto) কৃষকদের (farmers) দিকে বিশেষভাবে ( PM Kissan) নজর দেওয়া হয়েছে। জোর দেওয়া হয়েছে স্বাস্থ্যক্ষেত্রের (health) প্রতিও (Ayushman Bharat)। রাজ্যে আরও তিনটি এইমস গড়ে তোলার কথা বলা হয়েছে। বিজেপি ইস্তেহার সফেদ বিপ্লবের ডাক দেওয়া হয়েছে।

বিজেপির ইস্তেহারে ভাঁওতা, অনুকরণে ভরা, দাবি তৃণমূলেরবিজেপির ইস্তেহারে ভাঁওতা, অনুকরণে ভরা, দাবি তৃণমূলের

ক্ষমতায় এলেই চালু করা হবে কৃষক সম্মাননিধি

ক্ষমতায় এলেই চালু করা হবে কৃষক সম্মাননিধি

এদিন প্রকাশিত বিজেপির ইস্তেহারে বলা হয়েছে, বিজেপির সরকার ক্ষমতায় এলেই মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যে কৃষমক সম্মাননিধির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ৭৫ লক্ষ কৃষককে দেওয়া হবে বকেয়া থাকা ৩ বছরের মোট ১৮ হাজার টাকা। তারপর কৃষকদের জন্য বছরে সেই সাহায্যের পরিমাণ বাড়িয়ে করা হবে বছরে ১০ হাজার টাকা করে। সেচ সেবিত এলাকার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ২০ হাজার কোটি টাকার কৃষক সুরক্ষা এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের।

ভূমিহীন, ভাগচাষীদেরও সাহায্য

ভূমিহীন, ভাগচাষীদেরও সাহায্য

ভূমিহীন কৃষক এবং ভাগচাষীদেরও সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজেপির ইস্তেহারে। বলা হয়েছে ভূমিহীন, ভাগচাষীদের বছরে ৪ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও কৃশকদের জন্য কৃষক সুরক্ষা উদ্যোগ প্রকল্প নেওয়া হবে। যেখানে কৃষকদের সুর বিহীন ঋণ দেওয়া হবে ২৫ লক্ষ টাকা পর্যন্ত। এছাড়াও পিএম কিষাণ মন্ধন প্রকল্পে কৃষকদের জন্য মাসে ৩ হাজার টাকা করে পেনশন দেওয়া কথাও বলা হয়েছে। কৃষকদের জন্য কৃষ সুরক্ষা বোর্ড গঠন করা হবে। পাশাপাশি ভূমিহীন, ভাগচাষীদের সন্তানদের কেজি থেকে স্নাতনক স্তর পর্যন্ত নিরখরচায় শিক্ষার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জেসি বোস এগ্রিকালচারাল রিসার্চ ফান্ড তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে বিজেপির ইস্তেহারে।

বিজেপি ক্ষমতায় আসলে জেলে সুরক্ষা যোজনায় প্রত্যেক মৎস্যজীবীকে প্রতিবছরে ৬ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। এছাড়াও ৩ লক্ষ টাকা করে দুর্ঘটনা বিমাও করে দেওয়া হবে।

সফেদ বিপ্লবের ডাক

সফেদ বিপ্লবের ডাক

বিজেপির ইস্তেহারে সফেদ বিপ্লবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যার জন্য খরচ ধরা হয়েছে হাজার কোটি টাকা। গরু পাচার রুখতে ১০০ শতাংশ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সারা রাজ্যে পাঁচটি বড় মিল্ক প্রসেসিং প্ল্যান্ট তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পশু সুরক্ষা বিমা যোজনা চালুরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সবার জন্য স্বাস্থ্যে গুরুত্ব

সবার জন্য স্বাস্থ্যে গুরুত্ব

বিজেপির ইস্তেহারে সবার জন্য স্বাস্থ্যে গুরুত্ব দিয়ে রাজ্যের প্রত্যেক পরিবারকে আয়ুষ্মাণ ভারত প্রকল্পের আওতায় আনার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যে উত্তরবঙ্গ ছাড়াও জঙ্গলমহল এবং সুনন্দর বনে তিন এইমস তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ১০ হাজার কোটি টাকা ব্যয়ে কাদম্বিনী গাঙ্গুলি হেলথ ইনফ্রাস্ট্রাকটার ফান্ড তৈরির কথা বলা হয়েছে। রাজ্যে ফাঁকা থাকা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পদ পূরণ করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আশাকর্মীদের মাসিক ভাতা ৪৫০০ টাকা থেকে বাড়িয়ে ছয় হাজার টাকা করা হবে। এছাড়াও একদেশ এক হেলথ কার্ড চালু করা হবে বলেও বলা হয়েছে বিজেপির ইস্তেহারে।

English summary
BJP's manifesto stress on PM Kissan and Ayushman Bharat scheme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X