For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ইস্তেহারে সহজ পাঠ, রাজনীতি বিহীন প্রশাসনের প্রতিশ্রুতি

এদিন প্রকাশিত বিজেপির (bjp) ইস্তেহারে (manifesto) রাজনীতি মুক্ত প্রশাসনের কথা বলা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক উন্নতিতে বিশেষ পদক্ষেপের কথা বলা হয়েছে। শিক্ষা এবং পর্যটনের উন্নতিতেও পদক্ষেপের কথা বলা হয়েছে। ইজেডসিসিতে অমিত

  • |
Google Oneindia Bengali News

এদিন প্রকাশিত বিজেপির (bjp) ইস্তেহারে (manifesto) রাজনীতি মুক্ত প্রশাসনের কথা বলা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক উন্নতিতে বিশেষ পদক্ষেপের কথা বলা হয়েছে। শিক্ষা এবং পর্যটনের উন্নতিতেও পদক্ষেপের কথা বলা হয়েছে। ইজেডসিসিতে অমিত শাহ (amit shah) এই ইস্তেহার প্রকাশ করেছেন।

ইস্তেহার গভর্ন্যান্স

ইস্তেহার গভর্ন্যান্স

বিজেপির ইস্তেহার রাজনীতি মুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ, সময় মতো পঞ্চায়েত এবং পুরসভার নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজ্যে কঠোর হাতে আইনশৃঙ্খলা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। দুর্নীতি দূর করতে অ্যান্টি কোরাপশন ব্যুরো তৈরি করা হবে। পাশাপাশি ওয়েস্টবেঙ্গল হুইসেল ব্লোয়ার অ্যাক্ট তৈরি করা হবে। চালু করা হবে অ্যান্টি কোরাপশন হেল্পলাইন। আম্ফান, বুলবুলের মতো ত্রাণ কার্যে দুর্নীতি রুখতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে স্পেশাল টাস্কফএার্স তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কয়লা মাফিয়া, বালি মাফিয়াদের রুখতে টাস্কফোর্স তৈরি করা হবে।

অর্থনৈতিক উন্নতি

অর্থনৈতিক উন্নতি

অর্থনৈতিক উন্নতি দ্রুত করতে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করা হবে। পাশাপাশি সোনার বাংলা ইকনোমিক রিভাইভ্যাল টাস্কফোর্স তৈরি করা হবে। সামনের পাঁচ বছরে ব্যবসায় রাজ্যকে প্রথম তিন রাজ্যের মধ্যে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এমএসএমইগুলিতে স্বল্পমূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজ্যের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এই চার অংশে চারটি মেগা ফুড পার্ক তৈরি করা হবে। ইস্তেহারে পাট শিল্পের প্রতি আলাদা করে নজর দেওয়ার কথাও বলা হয়েছে।

পর্যটন, সংস্কৃতিতে জোর

পর্যটন, সংস্কৃতিতে জোর

বাংলার সংস্কৃতিতে জোর দিতে গিয়ে নোবেল পুরস্কার মতো টেগোর প্রাইজ দেওয়ার কথা বলা হয়েছে। বিদেশে অস্কারের মতো সত্যজিত রায় পুরস্কার দেওয়ার কথাও বলা হয়েছে। দেশের সংস্কৃতির রাজধানী গড়ে তুলতে ১১ হাজার কোটি টাকার প্রকল্পের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। সোনারপুরে মহানায়ক উত্তম কুমার ফিল্ম সিটি তৈরি করা হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটনে উৎসাহ দিতে নতুন পর্যটন নীতি ঘোষণা করা হবে। পাশাপাশি রাজ্যে নতুন টুরিজম সার্কিট তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিজেপির ইস্তেহারে সহজ পাঠ

বিজেপির ইস্তেহারে সহজ পাঠ

বিজেপির ইস্তেহারে রাখা হয়েছে ৫০০ কোটি টাকার সহজ পাঠ প্রকল্পে কথা। যেখানে তফশিলি ভুক্ত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এবং বালিকাদের জন্য বিনামূল্যে বই, ব্যাগ, স্কুলের পোশাক, ষষ্ঠ শ্রেণির শুরুতেই সাইকেল, নবম শ্রেণি থেকে ডিজিটাল ট্যাবলেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে মিড-ডে মিলে পুষ্টিকর খাবার দেওয়ার কথা বলা হয়েছে।
ইস্তেহারে রাখা হয়েছে ২০ হাজার কোটি টাকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফান্ডের কথা। নতুন ক্লাসরুম তৈরি থেকে স্মার্ট ক্লাসরুম তৈরির কথা বলে হয়েছে এই প্রকল্পে। নেতাজি ভোকেশনাল ট্রেনি সেন্টারের কথাও বলা হয়েছে।

বিজেপির ইস্তেহারে গুরুত্ব পিএম কিষাণ, আয়ুষ্মাণ ভারতকে! সফেদ বিপ্লবের ডাকবিজেপির ইস্তেহারে গুরুত্ব পিএম কিষাণ, আয়ুষ্মাণ ভারতকে! সফেদ বিপ্লবের ডাক

English summary
BJP's manifesto stress on good governance and cycle from class Six
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X