দক্ষিণ বঙ্গ জয়ের ছক কষতে রাজ্যে অমিত শাহ, 'চাণক্য'-র ঠাসা কর্মসূচিতে থাকছে কোন চমক?
আবারও বঙ্গ-সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ৷ বৃহস্পতিবার দিনভর তাঁর ঠাসা কর্মসূচি এই রাজ্যে৷ এই কদিন আগেই তিনি ঘুরে গিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে৷ তার পর আবারও আসছেন৷ ভোট যত এগিয়ে আসছে, ততই তাঁর সফর সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে৷ এদিকে এদিন বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতির পদেও ছিলেন হিরণ। অমিত শাহের সভায় তিনি যোগদান করবেন বলে খবর।

কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনাতেই সীমাবদ্ধ কর্মসূচি
আজ, অমিত শাহ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনাতেই নিজের কর্মসূচি সীমাবদ্ধ রেখেছেন৷ দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে তিনি সূচনা করবেন বিজেপির পরিবর্তন যাত্রার৷ এছাড়া সকালে ও বিকেলে একাধিক কর্মসূচিতেও অংশ নেবেন তিনি৷ দলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ভোটের রণকৌশল নির্ধারণের বৈঠক রয়েছে বলেও জানা গিয়েছে বিজেপির একটি সূত্র থেকে৷

পাখির চোখে দক্ষিণ বঙ্গ
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসন্ন৷ যে কোনওদিন ঘোষণা হয়ে যেতে পারে নির্বাচনের দিনক্ষণ৷ আর এবার পশ্চিমবঙ্গকে পাখির চোখ করেছে বিজেপি৷ তাই দলের কেন্দ্রীয় স্তরের শীর্ষনেতৃত্ব বারবার আসছেন এই রাজ্যে৷ জনসভা করছেন৷ তাঁদের হাত ধরে তৃণমূল কংগ্রেস ও অন্য রাজনৈতিক দল থেকে অনেকেই বিজেপিতে যোগদান করছেন৷ এদিকে বাংলায় মসনদ পেতে দক্ষিণ বঙ্গে ভালো ফল করতেই হবে বিজেপিকে। ন.ত লোকসভার তৃণমূলের সঙ্গে থাকা সেই 'ব্যবধান' মেটাতে পারবে না বিজেপি।

অমিত শাহের এই সফরে বিজেপিতে কেউ যোগদান করবেন কি?
এবার অমিত শাহের এই সফরে বিজেপিতে কেউ যোগদান করবেন কি না, তা জানা যায়নি৷ তবে সূত্রের খবর, এদিকে এদিন বিজেপিতে যোগ দিতে চলেছেন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতির পদেও ছিলেন হিরণ। অমিত শাহের সভায় তিনি যোগদান করবেন বলে খবর। তাছাড়া টলিউডের আরও তারকা আজ যোগ দিতে পারেন বলেই খবর। এদিকে অমিত শাহ এসে যে আবারও আক্রমণ করবেন তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারকে, তা বলাই বাহুল্য৷ তার মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি আটকে দেওয়া বা কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন-সহ রাজ্যে সন্ত্রাস ও অন্যান্য অভিযোগ তো থাকবেই৷ কিন্তু যে এলাকায় তিনি পরিবর্তন যাত্রায় যাবেন, সেই দক্ষিণ ২৪ পরগনার মানুষের জন্য তিনি কি আলাদা বার্তা দেবেন, সেই দিকেই তাকিয়ে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক পর্যবেক্ষকরা৷

বাংলা ও বাঙালির সঙ্গে নিজেদের একাত্ম করতে চাইছে বিজেপি
তবে বিজেপি গত কয়েক মাস ধরেই বাংলা ও বাঙালির সঙ্গে নিজেদের একাত্ম করতে চাইছিল৷ অমিক শাহের এই সফরেও তার কোনও ব্যতিক্রম দেখা যাচ্ছে না৷ এবার ভারত সেবাশ্রম সংঘ ও অরবিন্দ ভবনে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ ভারত সেবাশ্রম সংঘের সমাজসেবা মূলক কাজের সঙ্গে বহু বাঙালিই জড়িত৷ অনেকে উপকৃতও হয়েছেন৷ অন্যদিকে ঋষি অরবিন্দও বাঙালির কাছে চিরকালের শ্রদ্ধার৷ যেভাবে নেতাজি-স্বামীজির কথা বারবার উল্লেখ করে বিজেপি বাঙালির মন জয় করতে চাইছে, সেই উদ্যোগে এবার ভারত সেবাশ্রম সংঘ ও ঋষি অরবিন্দকে বিজেপি মেলাতে চাইছে বলে রাজনৈতিক মহলের মত৷
গরু পাচার নিয়ে সরব হওয়াই কি কাল হল? মন্ত্রী জাকির হোসেনের আরোগ্য কামনা বিজয়বর্গীয়র