For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রশান্ত কিশোরের মতো 'পরামর্শদাতা' আছে বিজেপিরও, নাম নিয়ে জল্পনায় তৃণমূলের হেভিওয়েট

প্রশান্ত কিশোরের মতো 'পরামর্শদাতা' আছে বিজেপিরও, নাম নিয়ে জল্পনায় তৃণমূলের হেভিওয়েট

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের (trinamool congress) মতো পরামর্শদাতা রয়েছে বিজেপিরও (bjp)। এমনটাই দাবি করেছেন তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র (omprakash mishra)। তাঁর আরও দাবি, এব্যাপারে নাম প্রকাশ্যে আনতে চাইছে না বিজেপি। দাবি উড়িয়ে বিজেপি বলছে, প্রশান্ত কিশোরের (prashant kishor) ফলাফল নিয়ে সন্দেহে থাকায় দৃষ্টি ঘোরাতেই এই কথা বলছে তৃণমূল শিবির।

 লোকসভা নির্বাচনের পরেই প্রশান্ত কিশোরকে নিয়োগ

লোকসভা নির্বাচনের পরেই প্রশান্ত কিশোরকে নিয়োগ

২০১৯-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল ৪২-এ ৪২। কিন্তু ২০১৪-র ফলাফল তো তারা ধরে রাখতে পারেইনি, বিজেপি তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করে লোকসভা নির্বাচন থেকেই। ফলাফল ২২-১৮ হলেও, অনেক আসনেই বিজেপি দ্বিতীয় হয়েছে। পরিস্থিতি আঁচ করতে পেরে, ভোটের পরেই প্রশান্ত কিশোরকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সহযোগিতায় দিদিকে বলো, বাংলার গর্ব মমতার মতো একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। এমন কি দুয়ারে সরকার, তাঁরই মস্তিস্কপ্রসূত বলেও অনেকে দাবি করেন।

 কটাক্ষ করে বিজেপিতে যোগ দিয়েছেন হেভিওয়েটরা

কটাক্ষ করে বিজেপিতে যোগ দিয়েছেন হেভিওয়েটরা

কিন্তু প্রশান্ত কিশোরের কাজ নিয়ে অনেক পুরনো নেতাই সন্তুষ্ট হতে পারেননি। রাজনৈতিক দল কোনও সংস্থাকে দিয়ে চালানো যায় না, মন্তব্য করেছিলেন মিহির গোস্বামী, শীলভদ্র দত্তের মতো নেতারা। প্রশান্ত কিশোরের সংস্থার তরফ থেকে তাঁদের ক্ষোভ মেটানোর চেষ্টা হলেও, পরবর্তী সময়ে তাঁরা বিজেপিতে যোগ দেন। আর বিজেপিতে যোগ দিয়ে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের। প্রশান্ত কিশোরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এখনও তৃণমূলেই রয়ে গিয়েছেন সিঙ্গুরের রবীন্দ্রনাথ ভট্টাচার্য। রাজ্যের বিরোধী দলগুলি প্রশান্ত কিশোরের সাহায্য নেওয়া তৃণমূলকে কটাক্ষ করেছে।

 নতুন দাবি তৃণমূলের

নতুন দাবি তৃণমূলের

এবার তৃণমূলের দাবি, বিজেপিও তৃণমূলের মতোই পরামর্শদাতা নিয়োগ করেছেন। দাবি করেছেন তৃণমূল নেতা ওমপ্রকাশ মিশ্র। তাঁর দাবি, গেরুয়া শিবির অনেকগুলি সংস্থার প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগ করেছে। তালিকায় রয়েছে বিশ্ব ব্যাঙ্ক, আইএমএফও। তবে সবাইকেই কাজ করাচ্ছে লুকিয়ে। কাউকেই সামনে আনা হচ্ছে না বলে দাবি করেছেন তিনি।

 দাবি উড়িয়েছে বিজেপি

দাবি উড়িয়েছে বিজেপি

যদিও তৃণমূলের এই দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। তারা বলেছে, আইপ্যাকের মতো টিমের তাদের দরকার নেই। কারণ তাদের সঙ্গে মানুষ যেমন আছে, রয়েছেন নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য লোকও। প্রসঙ্গত বলা ভাল পশ্চিমবঙ্গে কাজ করছে অমিত শাহের হাতে তৈরি বিশেষ টিম। যাঁর মধ্যে রয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। রয়েছেন সুনীল বনসলের মতো নেতারা। আর এইসব নেতাদেই লক্ষ্য করেই তৃণমূলের 'বহিরাগত' আক্রমণ।

বিশ্বজিৎকে নিয়ে কি এখনও ধোঁয়াশায় বিজেপি? শাহের সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে জল্পনা বিশ্বজিৎকে নিয়ে কি এখনও ধোঁয়াশায় বিজেপি? শাহের সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে জল্পনা

English summary
West bengal election 2021: BJP also have Prashant Kishor like people for consultation, claims TMC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X