For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হুইলচেয়ার, গরুর গাড়ি, রথ! অভিনব বাহনে বাজিমাত করেই ভোটারদের মন জয়ের ছক নেতাদের

Google Oneindia Bengali News

গোটা দেশের নজর এখন ভোটমুখী পশ্চিমবঙ্গে। বঙ্গে এবার লড়াই যেন মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদীর। এরই মাঝে পায়ে চোট পেয়ে হুইলচেয়ারে করে প্রচারে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার নির্বাচনের আর মাত্র ১ সপ্তাহ বাকি। তার আগে ক্রমেই উত্তাপ বাড়ছে রাজ্যে। আর সঙ্গে সঙ্গে বাড়ছে ভোট প্রচারে নেতা কর্মীদের অভিনবত্ব। তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গরুর গাড়িতে চড়ে প্রার্থীদের প্রচার দেখে বাংলা। আবার হেলিকপ্টার, রথও প্রচারে নামানো হয়েছে বিভিন্ন দলের তরফে।

হুইলচেয়ারে মমতা

হুইলচেয়ারে মমতা

নন্দীগ্রামে পায়ে চোট পাওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে যেতে হুইলচেয়ারের সাহায্য নিয়েছেন মমতা বন্দ্যেপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, 'চিকিৎসকরা আমাকে বিশ্রাম নিতে বলেছেন। কিন্তু আমি যদি প্রচারে না বের হই তাহলে বিজেপি পুরো ভোট লুঠ করে নেবে। আমার পায়ে এখনও খুব ব্যথা। তবে আমার মনে হয় মানুষের ব্যথা আমার এই ব্যথা থেকে অনেক বেশি।'

বিজেপির পাল্টা কটাক্ষ

বিজেপির পাল্টা কটাক্ষ

এহেন পরিস্থিতিতে কতকটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেই বিজেপি কলকাতায় হুইলচেয়ার মিছিল করেছিল। গেরুয়া শিবিরের অভিযোগ, গত কয়েক বছরে তাদের দলের ১৩০ জন কর্মী রাজনৈতিক হিংসার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ প্রথম থেকে অস্বীকার করে এসেছে। এই পরিস্থিতিতে নিজেদের কর্মীদের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে বিজেপিও পথে নেমেছে।

ইলেকট্রিক স্কুটারে মমতা

ইলেকট্রিক স্কুটারে মমতা

এদিকে এর আগে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে গিয়েছিলেন। নবান্ন থেকে ফেরার পথে নিজেই স্কুটার চালিয়েছিলেন। এদিকে তাঁর দলেরই প্রার্থী জাভেদ খানকে দেখা গিয়েছে গরুর গাড়িতে চেপে প্রচার করতে। কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে ফেলতে এহেন অভিনব প্রচারের মাধ্যমে তৃণমূল যেমন ভাবে ময়দানে নেমেছে। তেমনই পিছিয়ে নেই বিজেপিও।

বিজেপির রথযাত্রা

বিজেপির রথযাত্রা

এর আগে বিজেপি রাজ্য জুড়ে রথ যাত্রায় নেমেছিল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচারের লক্ষ্যে ক্যারাভান গাড়িতে চেপে প্রচার করেছেন বিজেপি নেতারা। তাতে এলইডি টিভি থেকে শুরু করে প্রচারের বিভিন্ন ব্যবস্থা ছিল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজে একটি বিশেষ প্রচার গাড়ি আনিয়েছেন, যাতে চড়ে রাজ্য চষে বেরানোর ছক কষেছেন তিনি। এদিকে সুন্দরবনের গোসাবার তৃণমূল প্রার্থীও নৌকায় চড়ে প্রচারে গিয়েছেন। বিভিন্ন বাহনের সাহায্যেই এভাবে মানুষের কাছে পৌঁছে যেতে চাইছেন বিভিন্ন দলের নেতারা। তবে তাদের প্রয়াসে কে কতটা লাভবান হবে, তা বলবে সময়।

অনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফারঅনলাইন ট্রেডিংয়ের দুনিয়ায় নয়া দিগন্ত খুলে দিচ্ছে এই সংস্থা! হোলিতে রয়েছে একাধিক দুর্দান্ত অফার

English summary
West Bengal Election 2021: Bengal leaders relying on Wheel Chair, Bullock Cart, Rath, Caravans for campaign
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X