ওয়েইসির গলায় আব্বাস বন্দনা, জমে উঠল বাংলার তৃতীয় ফ্রন্টের সমীকরণ!
বাম-কংগ্রেস আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করতে চাইছে৷ যদিও সেই জোটেও আসন বণ্টন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এই অবস্থায় আব্বাস সিদ্দিকির সঙ্গে কি মিমের সমঝোতা হবে? উত্তরে ওয়েইসি বলেন, 'ফুরাফুরে শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকিকে সম্মান করি আমি৷ তিনি মিমকে সমর্থন করবেন।'

সিদ্দিকিদের সঙ্গে দেখা করেছিলেন ওয়েইসি
আব্বাস সিদ্দিকি ও আব্বাস সিদ্দিকির ভাই নৌসাদ সিদ্দিকি হায়দরাবাদে এসে আমার সঙ্গে দেখা করেছিলেন৷ আমার সঙ্গে আব্বাস সিদ্দিকির কথা হয়েছে ৷ কিন্তু ওঁর ভাই দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি কী সিদ্ধান্ত নেবেন জানি না৷ গতকালও আব্বাস সিদ্দিকি জানিয়েছেন, তিনি মিমকে সমর্থন করবেন৷'

রাজ্যে মিমের সংগঠন কোথায়?
বাংলায় ভোটে দাঁড়াচ্ছেন যে, রাজ্যে মিমের সংগঠন কোথায়? ভোট পাবেন? এই প্রশ্নে আসাদউদ্দিন ওয়েইসির উত্তর, 'কংগ্রেস, সিপিএমের ভোট কোথায়। ওদের ভোট থাকলে বিজেপি এই রাজ্যে লোকসভায় এতগুলো আসন পেত। আমেদাবাদের নির্বাচনেও বলা হয়েছিল, মিমের ভোট কই। আমেদাবাদে আমরা সাতটা আসন জিতেছিলাম৷ সবচেয়ে বড় কথা, বাংলায় আমরা সংগঠনকে মজবুত করতে কাজ শুরু করেছি৷'

একা লড়তেও তৈরি আব্বাস
এদিকে আব্বাস সিদ্দিকি জানিয়ে দিয়েছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা না হলে একাই লড়বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। গত কয়েক দিন ধরেই জোট নিয়ে একটা টানাটানি চলছিল বাম কংগ্রেসের সঙ্গে। বিশেষ করে কয়েকটি আসন দর কষাকষি চলছিল। এই পরিস্থিতিতে আব্বাস সিদ্দিকি স্পষ্ট করে দিয়েছেন তাঁদের পক্ষে অনন্তকাল আর অপেক্ষা করা সম্ভব নয়। কাজেই তারা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করবেন। প্রয়োজনে একা লড়তেও তৈরি তাঁর দল।

ক্রমেই জল্পনা বাড়ছে
কংগ্রেসের প্রবীণ নেতা আব্দুল মান্নান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন এই জোট নিয়ে প্রদেশ নেতৃত্বের আন্তরিকতার অভাব রয়েছে। কারণ সকলকে নিয়ে চলার জন্য যে মনোবৃত্তির প্রয়োজন হয় তা প্রদেশ কংগ্রেস শীর্ষ নেতৃত্ব দেখাতে চাইছে না। আব্দুল মান্নানের এই বক্তব্যের পর পরিস্থিতি কোনদিকে গড়াতে চলেছে বুঝতে ভুল করেননি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা আব্বাস সিদ্দিকি। এরপরই তিনি বলেন যে মিম-এর সঙ্গে যে তারা সংঘাতে যাবে না, তা নিশ্চিত। এই আবহে মিম প্রধানের গলায় আব্বাস বন্দনা ফের নতুন করে জল্পনা বাড়িয়ে দিল।