For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আব্বাসের জন্য আজও অপেক্ষায় ওয়েইসি, জোটের সমীকরণে কি অনিশ্চয়তার কালো মেঘ

আব্বাসের জন্য আজও অপেক্ষায় ওয়েইসি, জোটের সমীকরণে কি অনিশ্চয়তার কালো মেঘ

  • |
Google Oneindia Bengali News

বিহারের সাফল্যকে সামনে রেখেই এগোচ্ছেন। তবে কোনও তাড়াহুড়ো নেই এআইএমআইএম (aimim) প্রধান আসাদউদ্দিন ওয়েইসির (asaduddin owaisi) । হায়দরাবাদ থেকেই পশ্চিমবঙ্গের (west bengal) রাজনৈতিক পরিস্থিতির ওপরে নজর রেখে চলেছেন তিনি। বাকি সবার প্রার্থী তালিকা দেখেই তিনি প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন বলেই সূত্রের খবর।

অন্তত ২০ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা

অন্তত ২০ আসনে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা

মিমের দাবি, সভা সমাবেশ থেকে যে ফিটব্যাক তারা পাচ্ছে, তাতে তারা খুশি। দলের সভাপতি নিজেই পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা প্রকাশ করবেন বলে সূত্রের খবর। আরও খবর রাজ্যের ২০৯৪ টি আসনের মধ্যে ২০ টিতে তারা প্রার্থী দিতে পারে বলেই জানা গিয়েছে। সময় আসলেই এব্যাপারে ঘোষণা করা হবে বলে ইতিমধ্যেই জানিয়েছেন ওয়েইসি নিজেই।

 আইএসঅফ-এর অপেক্ষায় ওয়েইসি

আইএসঅফ-এর অপেক্ষায় ওয়েইসি

সূত্রের খবর অনুযায়ী, আসাদউদ্দিন ওয়েইসি অপেক্ষা করছেন, আব্বাস সিদ্দিকির আইএসএফ-এর প্রার্থী তালিকার জন্য। প্রসঙ্গ উল্লেখ্য জানুয়ারির প্রথমে ওয়েইসি নিজে ফুরফুরা শরিফে গিয়ে আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করে আসার পরে ২১ জানুয়ারি নতুন দল গঠন করেন আব্বাস সিদ্দিকি। তারপর আব্বাস সিদ্দিকি বাম-কংগ্রেসের সঙ্গে সংযুক্ত মোর্চা গঠন করেন। বাম-কংগ্রেস তাদের প্রার্থীদের কিছু নাম ঘোষণা করলেও, আব্বাসের দল এখনও তা করেনি। সূত্রের খবর অনুযায়ী, যে সময়ে আব্বাসের সঙ্গে তাঁর কথা হয়েছিল সেই সময় তিনি ২৫ টি আসনের প্রার্থী তালিকা আব্বাসের কাছে পাঠিয়েছিলেন।
মিম-এর অন্দরমহলের কথায় আব্বাসের আইএসএফ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রভাব বিস্তার করতে পারলেও উত্তরবঙ্গ এবং মালদহ, মুর্শিদাবাদে এখনও তারা সেরকম প্রভাব বিস্তার করতে পারেনি। কিন্তু এইসব জায়গাতে তাদের প্রভাব রয়েছে বলে দাবি করেছে মিম।

 মুসলিম ভোট তিনভাগ হয়ে বিজেপির সুবিধা

মুসলিম ভোট তিনভাগ হয়ে বিজেপির সুবিধা

মিমি রাজ্যে লড়াই করার কথা আগেই জানিয়েছে। অন্যদিকে আব্বাস সিদ্দিকির সঙ্গে জোট করা নিয়ে কংগ্রেসের মধ্যে দ্বিমত আছে। এরই মধ্যে রাজ্যে মুসলিম ভোট তিনভাগে ভাগ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস, বাম-কংগ্রেস-আব্বাসের সংযুক্ত মোর্চা এবং এআইএমআইএম। যার জেরে বিজেপির সুবিধা হতে চলেছে বলেই মনে করছেন অনেকে।

বিহারকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের জন্য লড়াই

বিহারকে সামনে রেখেই পশ্চিমবঙ্গের জন্য লড়াই

বিহারের সীমাঞ্চলে ২০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ টি আসনে জয়ী হয়েছিল এআইএমআইএম। সেই ফলাফলই তাদের পশ্চিমবঙ্গে লড়াইয়ে উৎসাহ যুগিয়েছে। কেননা মিমের সেই পদক্ষেপ বিহারের আরজেডি-কংগ্রেসকে ধাক্কা দিয়েছে। রাজ্যের মিমের টার্গেটে রয়েছে মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার। অনেকদিন ধরেই তারা রাজনৈতিক শক্তি বাড়াতে কাজ করে চলেছে।

তৃণমূলে কি আবার জট, হেভিওয়েটের প্রচার নিয়ে অভিযোগ-কোন্দলে শুভেন্দু প্রসঙ্গ ঘিরে জল্পনা তৃণমূলে কি আবার জট, হেভিওয়েটের প্রচার নিয়ে অভিযোগ-কোন্দলে শুভেন্দু প্রসঙ্গ ঘিরে জল্পনা

English summary
West bengal election 2021: Asaduddin Owaisi is waiting for Abbas Siddiqui's ISF's candidate list.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X