For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাইনাল জিতবে তৃণমূলই, নাড্ডা-সহ বিজেপির ৪ দিনের কর্মসূচিকে চ্যালেঞ্জ করে আর যা বললেন অনুব্রত

ফাইনালে জিতবে তৃণমূলই (trinamool congress)। আর তাদের ফল এতটাই ভাল হবে যে কেউ তা চিন্তাই করতে পারছে না। এমনটাই দাবি করেছেন, বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mondal)। বীরভূমে বিজেপির (bjp) শীর্ষ নেতৃত্

  • |
Google Oneindia Bengali News

ফাইনালে জিতবে তৃণমূলই (trinamool congress)। আর তাদের ফল এতটাই ভাল হবে যে কেউ তা চিন্তাই করতে পারছে না। এমনটাই দাবি করেছেন, বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল (anubrata mondal)। বীরভূমে বিজেপির (bjp) শীর্ষ নেতৃত্বের কর্মসূচিকে কটাক্ষ করেছেন তিনি।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের! যেসব বিষয়ে হল আলোচনাপ্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের! যেসব বিষয়ে হল আলোচনা

মঙ্গলবার থেকে চারদিনের কর্মসূচি বিজেপির

মঙ্গলবার থেকে চারদিনের কর্মসূচি বিজেপির

মঙ্গলবার থেকে বীরভূম জুড়ে চারদিনের মেগা কর্মসূচি বিজেপির। দলের চার শীর্ষ নেতা আসছেন। মঙ্গলবার তারাপীঠ থেকে রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার ময়ুরেশ্বরে রথযাত্রায় থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার সিউড়িতে যাবেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি। শুক্রবার নানুরে রথযাত্রায় থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে কোনও কোনও সময় দিলীপ ঘোষ, মুকুল রায় এবং শুভেন্দু অধিকারীরাও থাকবেন।

বিজেপির কর্মসূচিকে কটাক্ষ অনুব্রতের

বিজেপির কর্মসূচিকে কটাক্ষ অনুব্রতের

নিজের জেলায় বিজেপির শীর্ষ নেতৃত্বের চারদিনের কর্মসূচিকে আমল দিতে কোনওভাবেই রাজি নন তৃণমূল জেলা সভাপতি। কটাক্ষ করেছেন তিনি। তাঁর প্রশ্ন, চারদিন কেন। সাতদিন করলে আরও ভাল হত, বলেছেন অনুব্রত মণ্ডল।

খেলা নিয়ে চ্যালেঞ্জ অনুব্রতর

খেলা নিয়ে চ্যালেঞ্জ অনুব্রতর

বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ করেছেন অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, বিজেপি বলছে, খেলা শেষ হয়ে গিয়েছে। তাদের দলের কেউ বলছেন খেলা তারাই শেষ করবে। এনিয়ে চ্যালেঞ্জ জানিয়ে অনুব্রত মণ্ডল বলেছেন, খেলা তো এখনও শুরুই হয়নি। তাহলে খেলা শেষ হল কী করে। তিনি দাবি করেন, ফাইনালে জিতবে তৃণমূলই। সেখানে থাকা দলীয় কর্মীদের উদ্দেশ্য করে অনুব্রত ণ্ডল বলেন, তারা সবাই খেলোয়াড়। এঁদের দেখে কি ক্লান্ত মনে হচ্ছে প্রশ্ন করেন অনুব্রত। পাশাপাশি তিনি প্রশ্ন করেন, এঁদের মধ্যে কি স্পিড দেখতে পাচ্ছেন না। এর আগে অনুব্রত মণ্ডল মন্তব্য করেছিলেন, তিনি খেলা আরম্ভ করলে বিজেপি দেখবে। তার আগে অবশ্য অনুব্রত মণ্ডলের খেলা হবে মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে।

সিউড়িতে বৈঠকে অনুব্রত

সিউড়িতে বৈঠকে অনুব্রত

বেশিরভাগ জায়গাতেই বুথ সভাপতিদের নিয়ে সভা প্রায় শেষ করে ফেলেছেন অনুব্রত মণ্ডল। দলীয় পরিস্থিতি জানতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। সোমবার তিনি সিউড়িতে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে বৈঠক করেন। সেই বৈঠকে স্থানীয় নেতা-নেত্রীরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর অনুযায়ী, বৈঠকে নির্বাচনের প্রাক্কালে জনসংযোগ কীভাবে আরও বাড়াতে হবে, এইভোটে স্থানীয় তৃণমূল নেতৃত্বের ভূমিকা কী হবে, তা নিয়ে অনুব্রত মণ্ডল আলোচনা করেন।

English summary
Anubrata Mondal claims TMC will win in final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X