For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নেতাজির অবদান ভোলার নয়, একুশের ভোটের আগে ফের যুবা ভোটারদের টার্গেট করে বার্তা শাহের

নেতাজির অবদান ভোলার নয়, একুশের ভোটের আগে ফের যুবা ভোটারদের টার্গেট করে বার্তা শাহের

Google Oneindia Bengali News

জাতীয় গ্রন্থাগারের অনুষ্ঠানে ফের নেতাজি তাস খেললেন অমিত শাহ। যুবা ভোটারদের টার্গেট করে সাইকেল ব়্যালির সূচনা করেন তিনি। নেতাজির আদর্শ ভোলার নয়, দেশনায়কের আদর্শকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল অভিযোগ করেছেন অমিত শাহ। বাংলার মণীষিদের স্মরণ করিয়ে দেশের যুবাদের দেশের সেবায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন তিনি। নেতাজিকে উপযুক্ত সম্মান প্রদানে সবরকম উদ্যোগ নিচ্ছে মোদী সরকার। সেকারণেই ১২৫ তম জন্মদিবস পালনের উদ্যোগী হয়েছে মোদী সরকার।

নেতাজি স্মরণ শাহের

নেতাজি স্মরণ শাহের

সফরের দ্বিতীয় দিনে জাতীয় গ্রন্থাগারের অনুষ্ঠানে ফের নেতাজি স্মরণ অমিত শাহের। নেতাজির মতো দেশনায়ককে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন অমিত শাহ। মোদী সরকারই নেতাজির ১২৫ তম জন্মদিন বড় করে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য নেতাজির জন্মদিবসে কলকাতায় এসে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। এদিন অমিত শাহ বলেছেন নেতাজির অবদান ভোলার নয়।

যুবাদের বার্তা

যুবাদের বার্তা

দেশের স্বাধীনতায় বাংলার মণীষিদের অবদান স্মরণ করিয়েছেন অমিত শাহ। নেতাজি জনপ্রিয় দেশনায়ক ছিলেন মন্তব্য করে শহিদ ক্ষুদিরামের অবদানকেও স্মরণ করেছেন তিনি। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে ওঠা সহজ কথা নয়। দেশের জন্য নিজের কেরিয়ার ছেড়েছিলেন নেতাজি। দেশে সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। সেভাবেই দেশের ছাত্র যুবদের দেশের সেবায় এগিয়ে আসতে হবে। যুবাদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে হবে। মূলত যুবা ভোটারদের টার্গেট করেই এই বার্তা দিয়েছেন অমিত শাহ।

সাইকেল ব়্যালির সূচনা

সাইকেল ব়্যালির সূচনা

এদিন যুবাদের আয়োজিত সাইকেল ব়্যালির সূচণা করেন অমিত শাহ। জাতীয় গ্রন্থাগার থেকেই সেই সাইকেল ব়্যালির সূচনা করেন তিনি। তিনটি ভাগে যাবে এই সাইকেল ব়্যালি। প্রথম ভাগ নেতাজি সুভাষ চন্দ্র বসু নামে যাবে। ২৭০ কিলোমিটার পথ অতিক্রম করে দেশের শদিদের গ্রামে গ্রামে ঘুরবে। দ্বিতীয় ভাগ রাসবিহারি বসুর নামে। ৪০০ কিলোমিটার যাবে এই সাইকেল ব়্যালি। মোট৯০০ কিলোমিটার পথ অতিক্রম করে বাংলার শহিদদের জন্মভিটে গুলিতে যাবেন তাঁরা।

নেতাজি তাস

নেতাজি তাস

একুশের ভোটে বাংলার মণীষিদের নিয়ে ময়দানে নেমেছে বিজেপি। নেতাজি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, ঋষি অরবিন্দ থেকে শহিদ ক্ষুদিরাম সকলকে নিয়ে রাজনীতির ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বিজেিপ। নিজেদের বাংলার সঙ্গে একাত্ম প্রমাণে অমিত শাহ, মোদী, নাড্ডারা বারবার ছুটে যাচ্ছেন বাংলার মণীষিদের বাড়িতে। তাঁদের স্মরণ করে বাংলার জনতার মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

কয়লা পাচার-কান্ডে চাঞ্চল্যকর মোড়, রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি সিবিআইয়েরকয়লা পাচার-কান্ডে চাঞ্চল্যকর মোড়, রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি সিবিআইয়ের

English summary
West Bengal assembly election 2021: Amit Shah remember Netaji Subhash Chandra bose from National Library programme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X