For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ইস্তেহার প্রকাশ! নাগরিকত্ব আইন, মহিলা সংরক্ষণ, কৃষকদের সাহায্যে জোর

বিজেপির (bjp) ইস্তেহার (manifesto) প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। ইস্তেহার বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। সোনার বাংলার স্বপ্ন নিয়েই সংকল্পপত্র, বলেছেন অমিত শাহ। এই সংকল্পপত্র মেনেই বিজ

  • |
Google Oneindia Bengali News

বিজেপির (bjp) ইস্তেহার (manifesto) প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। ইস্তেহার বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। সোনার বাংলার স্বপ্ন নিয়েই সংকল্পপত্র, বলেছেন অমিত শাহ। এই সংকল্পপত্র মেনেই বিজেপি সরকার পরিচালনা করে বলেছেন তিনি। এই ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে নিশানা করেন।

সংরক্ষণে জোর

সংরক্ষণে জোর

বিজেপির সংকম্প পত্রে সরকারি চাকরিতে মহিলাদের ৩৩% শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও মাহিষ্য, তিলি-সহ যারা মণ্ডল কমিশনের তালিকায় রয়েছেন, তাদের বিষয়টি পর্যালোচনা করে ওবিসির তালিকায় ঢোকানো হবে।

মন্ত্রিসভায় প্রথম বৈঠকেই পিএম কিষাণ, আয়ুষ্মাণ ভারত

মন্ত্রিসভায় প্রথম বৈঠকেই পিএম কিষাণ, আয়ুষ্মাণ ভারত

অমিত শাহ বিজেপির ইস্তেহার প্রকাশ করতে গিয়ে বলেছেন, মন্ত্রিসভায় প্রথম বৈঠকেই রাজ্যে পিএম কিষাণ প্রকল্প এবং আয়ুষ্মাণ ভারত প্রকল্প চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পিএম কিষাণ প্রকল্পে আগের তিন বছরে ৬ হাজার করে ৭৫ লক্ষ কৃষককে ১৮ হাজার করে টাকা প্রথমে দেওয়ার হবে। তারপের কেন্দ্রীয় প্রকল্পের ৬ হাজার টাকা এবং রাজ্যের প্রকল্পের ৪ হাজার মিলিয়ে ১০ হাজার টাকা দেওয়া হবে। রাজ্যে আরও তিনটি এইমস তৈরি করা হবে। একটি তৈরি হবে উত্তরবঙ্গে আর একটি সুন্দরবনে।

নাগরিকত্ব দেওয়া হবে

নাগরিকত্ব দেওয়া হবে

মন্ত্রিসভার প্রথম বৈঠকে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি তাঁরা যাতে সঠিকভাবে পুনর্বাসন পান, তার জন্য প্রতি বছরে ১০ হাজার টাকা করে ৫ বছর সাহায্য দেওয়া হবে। তবে এনআরসি নিয়ে কোনও কথা শোনা যায়নি বিজেপির ইস্তেহারে।

মহিলাদের গুরুত্ব

মহিলাদের গুরুত্ব

বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে, কেজি থেকে পিজি পর্যন্ত মেয়েদের পড়াশোনা পুরোপুরি বিনামূল্যে করা হবে। পাশাপাশি সরকারি পরিবহণে মহিলাদের পুরোপুরি বিনামূল্যে যাতায়াতের সুবিধা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিত রায়কে গুরুত্ব

রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিত রায়কে গুরুত্ব

বিজেপির ইস্তেহারে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যজিত রায়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নোবেল পুরস্কারের মতো টেগোর পুরস্কার দেওয়া হবে। অন্যদিকে সিনেমা শিল্পে সত্যজিত রায় পুরস্কার দেওয়া হবে। রাজ্যে শৈলেন মান্না স্পোর্টস ইউনিভার্সিটি গড়ে তোলা হবে বলে ইস্তেহারে বলা হয়েছে।

দুর্নীতি নিরোধক হেল্পলাইন

দুর্নীতি নিরোধক হেল্পলাইন

বিজেপি সরকার ক্ষমতায় এলে অ্যান্টি কোরাপশন হেল্পলাইন করা হবে। আম্ফানের দুর্নীতি রুখতে এবং বালি চুরি, কয়লা চুরি রুখতে আলাদা টাস্কফোর্স তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি।

যেখানেই প্রকল্প, সেখানেই তৃণমূলের দুর্নীতি! ভোটের বাংলায় মমতাকে নিশানা মোদীরযেখানেই প্রকল্প, সেখানেই তৃণমূলের দুর্নীতি! ভোটের বাংলায় মমতাকে নিশানা মোদীর

English summary
Amit Shah releases BJP's election manifesto in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X