For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন পথে প্রার্থী-বিক্ষোভের সমাধান, দিলীপ-মুকুলদের দিশা দিলেন অমিত শাহ

কোন পথে প্রার্থী-বিক্ষোভের সমাধান, দিলীপ-মুকুলদের দিশা দিলেন অমিত শাহ

  • |
Google Oneindia Bengali News

আলিপুরদুয়ার হোক কিংবা রায়দিঘি জেলায় জেলায় বিজেপির (bjp) প্রার্থী (candidate) নিয়ে বিক্ষোভ চলছে। যা রাজ্যে থেকেই প্রত্যক্ষ করেছেন অমিত শাহ (amit shah)। ফলে নিজেই তা সামাল দেওয়ার চেষ্টা করেছেন। গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত নিউটাউনের হোটেলে বৈঠক চলে বলে জানা গিয়েছে। দিলীপ ঘোষ, মুকুল রায়দের এব্যাপারে দ্রুত সমস্যা মেটানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

সফর সূচি বদলে কলকাতায় অমিত শাহ

সফর সূচি বদলে কলকাতায় অমিত শাহ

পূর্ব নির্বাধিত সূচি মেনে সন্ধেয় অসম, আর রাতে ফের কলকাতায় ফেরেন। বাতিল করেন দিল্লি যাত্রা। এরই মধ্যে কলকাতায় এসে পড়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কলকাতায় ফিরেই সোজা চলে যান নিউটাউনের পাঁচতারা হোটেলে। সূত্রের খবর অনুযায়ী, এদিন সকাল নটার বিমানে দিল্লি যাওয়ার কথা থাকলেও তিনি যাননি।

 নিউটাউনের হোটেলে রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠক

নিউটাউনের হোটেলে রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠক

২৯৪ টি আসনের মধ্যে ১২০ টির প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিক্ষোভে জেরবার বিজেপি। শমীক ভট্টাচার্যের মতো নেতারা বলছেন এটা অনভিপ্রেত। দুমাসে আগে বিজেপিতে যোগ দিলেও, তাকে বিজেপির টিকিট দেওয়া যাবে না, সেটা কোথাও বলা নেই। কিন্তু তা মানতে নারাজ বিক্ষোভরত বিজেপি কর্মীরা। পরিস্থিতির সামাল দিতে এদিন ভোররাত পর্যন্ত বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ছাড়াও হাজির ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, বিএল সন্তোষ, ভূপেন্দ্র যাদব এবং অমিত মালব্যের মতো নেতারা। ছিলেন অমিতাভ চক্রবর্তীও। সোমবার শিবপ্রকাশ হেস্টিংস পার্টি অফিসে প্রার্থী তালিকা নিয়ে কর্মী বিক্ষোভের মধ্যে পড়েছিলেন।

সমস্যা মেটাতে দিশা

সমস্যা মেটাতে দিশা

সূত্রের খবর অনুযায়ী বৈঠকে প্রার্থী নিয়ে বিক্ষোভের বিষয়টি উঠে এসেছে। অসন্তোষ নিয়ে হয়েছে আলোচনা। এব্যাপারে দ্রুত সমস্যা মেটাতে অমিত শাহ দিলীপ ঘোষ, মুকুল রায়দের বলেছেন বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর কয়েকটি আশনে প্রার্থী বদল করা হতে পারে। সূত্রের খবর অনুযায়ী, অমিত শাহের প্রশ্নের মুখে পড়েন বিজেপির কেন্দ্রীয় নেতারা। তাহলে কি সংগঠনের ওপরে কোনও নিয়ন্ত্রণ নেই, সেই প্রশ্নও তোলেন তিনি।

আলোচনা প্রথম দুইদফার নির্বাচনের প্রচার নিয়ে

আলোচনা প্রথম দুইদফার নির্বাচনের প্রচার নিয়ে

বৈঠকে প্রথম দুই দফার প্রচার নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষত জঙ্গলমহল নিয়ে আলোচনায় উঠে এসেছে পুরুলিয়া ও বাঁকুড়ার কথা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। এই প্রথম দুই দফায় কটা আসনে বিজেপি জিততে পারে, সেই রিপোর্ট অমিত শাহ চান বলে সূত্রের খবর। পাশাপাশি পরবর্তী দফার প্রার্থী নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনে দায়ের করা বিজেপির অভিযোগ নিয়েও অমিত শাহ খোঁজখবর করেন বলে জানা গিয়েছে।

রাশিয়া-আমেরিকার সমরাস্ত্রের উপর নির্ভরশীলতা কমাচ্ছে ভারত, কমছে আমদানির পরিমাণরাশিয়া-আমেরিকার সমরাস্ত্রের উপর নির্ভরশীলতা কমাচ্ছে ভারত, কমছে আমদানির পরিমাণ

English summary
West bengal election 2021: Amit Shah gives advice how to solve demonstration on bjps' candidature
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X