For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভেন্দু তৃণমূলে থাকতেই দলবদল নিয়ে কথা, বিজেপিতে যোগ দেওয়া নেতার মন্তব্য জোরালো ঘাসফুল শিবিরের অভিযোগ

শুভেন্দু তৃণমূলে থাকতেই দলবদল নিয়ে কথা, বিজেপিতে যোগ দেওয়া নেতার মন্তব্য জোরালো ঘাসফুল শিবিরের অভিযোগ

  • |
Google Oneindia Bengali News

কাটোয়ার প্রাক্তন পুরপ্রধান এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের (trinamool congress) সম্পাদক অমর রাম বিজেপিতে (bjp) যোগ দিয়েছেন বুধবার। হেস্টিংসে বিজেপির পার্টি অফিসে শুভেন্দু অধিকারী (suvendu adhikari) এবং শমীক ভট্টাচার্যের (samik bhattacharya) হাত থেকে বিজেপির পতাকা তুলেছিলেন তিনি। তবে এদিন তিনি দলবদল করা নিয়ে যে তথ্য দিলেন, তা অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ।

অমর রামের দাবি

অমর রামের দাবি

এদিন অমর রাম সাংবাদিকদের জানিয়েছেন, গত অগাস্টে তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে দলবদলের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি আরও বলেছেন, সেই সময় দলবদল করলে জেলে যেতে হত বলেও মন্তব্য করেছেন তিনি। তাঁর দাবি লোভে পড়ে নয়, তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে হারাতে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপিতে যোগ দেওয়ার পরে তিনি বলেছিলেন ২০১৩ সাল থেকে বারেবারে তিনি অপমানিত হয়েছেন। তাঁকে তৃণমূলে বঞ্চনার শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেছিলেন এই নেতা।

 মন্তব্যকে কটাক্ষ তৃণমূল প্রার্থীর

মন্তব্যকে কটাক্ষ তৃণমূল প্রার্থীর

অমর রামের মন্তব্যকে কটাক্ষ করেছেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন, অমর রামের কার্যকলাম তারা বুঝতে পেরে শীর্ষ নেতৃত্বকে জানিয়েছিলেন। এই নেতা দলবদল করে তৃণমূলের কোনও ক্ষতি করতে পারবে না বলেও দাবি করেছেন তিনি। দল ব্যবস্থা নিয়ে তৃণমূলের সভাপতি ও পুরপ্রধানের পদ থেকে সরিয়েছিল এবং তাঁকে পুরপ্রধানের পদে বসিয়েছিল। প্রসঙ্গত ২০১৫-তে কাটোয়ায় পুরবোর্ড গঠন করেছিল তৃণমূল। তৃণমূল পেয়েছিল ১০ টি আসন। ৩ জন কংগ্রেস কাউন্সিলর সমর্থন করায় পুরপ্রধান হয়েছিলেন অমর রাম। সেই সময় অমর রাম রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন। এই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন।

অমর রামকে সংবর্ধনা

অমর রামকে সংবর্ধনা

এদিন সঙ্গীদের নিয়ে অমর রাম গিয়েছিলেন কাটোয়ার বিজেপি অফিসে। সঙ্গে ছিলেন বুধবার তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়া পুরসভার বিদায়ী সদস্য ভাস্কর মণ্ডল এবং শ্যামল ঠাকুর। বিজেপি অফিসে তাঁদের ফুলের স্তবক এবং উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

অমিত শাহের সঙ্গে পরিচয় ২০১৪ সাল থেকে

অমিত শাহের সঙ্গে পরিচয় ২০১৪ সাল থেকে

২০১৯-এর ১৯ ডিসেম্বর মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই সভাতেই তিনি জানিয়েছিলেন ২০১৪ সাল থেকে অমিত শাহের সঙ্গে তাঁর পরিচয়। সিদ্ধার্থনাথ সিং মাধ্যমে দেখা হয়েছিল অমিত শাহের সঙ্গে। তৃণমূলেরক থাকলেও মুকুল রায়ের সঙ্গে তাঁর নিয়মিত কথা হত বলে জানিয়েছিলেন তিনি।

হাইভোল্টেড লড়াই এবার পূর্ব মেদিনীপুরে, একুশের ভোটে নন্দীগ্রাম বাজি তৃণমূলের, কে করবে কিস্তি মাৎহাইভোল্টেড লড়াই এবার পূর্ব মেদিনীপুরে, একুশের ভোটে নন্দীগ্রাম বাজি তৃণমূলের, কে করবে কিস্তি মাৎ

English summary
West bengal election 2021: After joining BJP Amar Ram says he consulted Suvendu Adhikari last August
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X